Sunday, January 24, 2021

পত্রদূতের রজত জয়ন্তী https://ift.tt/eA8V8J

সুদয় কুমার মন্ডল

মধ্য নিশির নগ্নবেশকে যেন দেখালো
তন্দ্রাঘোরে জনতার কাতারে
সুখ-দু:খ বেদনার অপ্রমশিত ছবি
বিয়োগান্ত দিনলিপি। প্রমশিতে

সে ব্রাত্য পুরুষ বুঝে নিলো
আর্তের আকুতি ভাষাহীনের অব্যক্ততা
মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ
সে মহীয়ান গাহিবে অশ্রু মোচন গান।

তীক্ষè মেধা প্রথিত যশা, অধিকার
প্রতিষ্ঠায় হিতৈষী যার অন্তর
প্রপীড়িতের কষ্ট মোচনে
ভাবিত নিরন্তর।

সে ভাবনার ফসলে মেহনতীর দল
গাইবে জাগরণের গান, উন্নত শিরে
সম্মূখে এগিয়ে যাবে, নিশিবসানে
উৎসুক জনতা পাবে মনোবল।
সমাজ দর্পণে দেখে নেবে
দৈনিক বারতা পর্দার আড়াল খুলে
আত্ম অধিকার প্রতিষ্ঠায়।

সে লক্ষ্য পূরণে সময়ের সাহসী সন্তান
সাতক্ষীরার গর্ব স ম আলাউদ্দিন
৯৫-এর ২৩ জানুয়ারি প্রতিষ্ঠা করেন
দৈনিক পত্রদূত পত্রিকা।

ঈর্ষান্বিত ঘাতকের বিষাক্ত ছোবলে
হয়েছে অকাল প্রয়ান, কালবৈশাখী ঝড়
তছনছ করলেও ভাঙতে পারেনি
সাধনার পীঠস্থান।

উত্তরসূরীর অক্লান্ত প্রচেষ্টায়
পত্রদূতের মৃনাল দীপ্ত পরাগ
লক্ষ ভক্তের প্রাণের সুধা
ধূসর প্রান্তরে ছড়ায় আভরণ।

২৬ বর্ষপূর্তি এসেছে ফিরে ২০২১
কাক্সিক্ষত ২৩ জানুয়ারি
হৃদয় অর্ঘে বরণ করি
সে ব্রাত্য পুরুষ বেদীমূলে
দৈনিক পত্রদূতের রজত জয়ন্তী।

The post পত্রদূতের রজত জয়ন্তী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39YiKKh

No comments:

Post a Comment