Thursday, January 21, 2021

খোরদো সড়কে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছে ঠিকাদার রফিকুল! https://ift.tt/eA8V8J

মনিরুল ইসলাম মনি: কলারোয়া টু খোরদো রায়টা রাস্তার সংস্কারে এলজিইডি বরাদ্দ দেয় ১ কোটি ৬৬ লাখ টাকা। কলারোয়ার রাইটা পুরাতন বাজার থেকে নতুন বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তাটিতে নি¤œমানের ইট ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। রায়টা গ্রামের সাধারণ মানুষ সাংবাদিকদের জানান, এ রাস্তাটিতে খুব নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছে। যার ফলে রাস্তাটি আবার আগের রুপে পরিণত হবে। রাস্তাটির দৈর্ঘ্য ১৭০০ মিটার প্রস্থ ৩ মিটার এইজিং ৫ ইঞ্চি করার কথা থাকলে ঠিকাদার রফিকুল ইসলাম কোনটাই ঠিক রাখেনি। এ বিষয়ে কলারোয়া উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, সেখানে খারাপ ইট ব্যবহার হচ্ছে আমি শুনেছি। অবশ্যই যথাযথ ব্যবস্থা নিব। ঠিকাদার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

The post খোরদো সড়কে নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করছে ঠিকাদার রফিকুল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iGFNgM

No comments:

Post a Comment