Thursday, January 21, 2021

পাইকগাছায় একজনকে কুপিয়ে জখম: আটক ৩ https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দীন গাজী নামে এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাড়–লী গ্রামের নাসির শেখের কন্যাকে একই এলাকার আব্দুল মালেক গাজীর ছেলে আছানুর গাজী (২৮) ৩ অক্টোবর ২০২০ তারিখে কমল পানীয়ের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়। এ মামলার সার্বিক সহযোগিতা করেন আহত আলাউদ্দীন গাজী। এরই সূত্র ধরে মালেক গাজীর ছেলে আছানুর গাজী, শাহিনুর গাজী ও মালেক গাজী বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে আসছিল। গত শুক্রবার রাত ৯টার দিকে আলাউদ্দীন গাজীর বাড়িতে ঢুকে এলোপাতাড়ীভাবে দা, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আলাউদ্দীন গাজীকে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুমেক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত আলাউদ্দীনের স্ত্রী রোকসানা বাদী হয়ে আছানুরসহ ৩জনের নামে থানায় মামলা করে। ওসি মো. এজাজ শফী জানান, আসামীদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।

The post পাইকগাছায় একজনকে কুপিয়ে জখম: আটক ৩ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/360AAv6

No comments:

Post a Comment