Thursday, January 21, 2021

আশাশুনির বুধহাটায় প্রদর্শনী প্লট ও প্রণোদনা ক্ষেত পরিদর্শন https://ift.tt/eA8V8J

আব্দুর রব, বুধহাটা (আশাশুনি): আশাশুনির বুধহাটা ইউনিয়নে প্রদর্শনী প্লট ও প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির জমি পরিদর্শন, সাইনবোর্ড স্থাপন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করা হয়। বুধহাটা ইউনিয়নের ৫ নং বুধহাটা ব্লকের নওয়াপাড়া গ্রামে শামিম হোসেন বোরো ব্রি-ধান ৮৮ ও একই প্রকল্পের শ্বেতপুর গ্রামে দাউদ হোসেন বোরো ব্রি-ধান ৮১ প্রদর্শণী প্লটে চাষাবাদ করছেন। প্লট দুটি পরিদর্শন করে সাইনবোর্ড স্থাপন, রোগ ও ক্ষতিকর পোকামাকড় দমনে পার্চিং সম্পন্ন করা হয়। সাথে সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বোরো ব্রি-ধান ৮৮ জাতের ৫ একরের প্রদর্শণী প্লট পরিদর্শন করে সাইনবোর্ড স্থাপন, এবং রোগ ও ক্ষতিকর পোকা-মাকড় দমনে পার্চিং সম্পন্ন করা হয়। এ কার্যক্রমের পূর্বে বুধহাটা ব্লকের নওয়াপাড়া, বুধহাটা ও শ্বেতপুর গ্রামে রবি ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভুট্টা, সূর্যমুখী, গম, সরিষা, ঘেরের আইলে টমেটো সবজি, বসত বাড়িতে সবজি এবং জিকেবিএসপি প্রকল্পের চীনা বাদাম ও বার্লি ক্ষেত পরিদর্শন করা হয়। ক্ষেতে রোগ ও ক্ষতিকর পোকামাকড় দমনে চাষীদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়। পরিদর্শন, পরামর্শ প্রদানসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

The post আশাশুনির বুধহাটায় প্রদর্শনী প্লট ও প্রণোদনা ক্ষেত পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sJNzLp

No comments:

Post a Comment