নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে অন্যান্য দলের প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই তিনি। গত কয়েক মাস এলাকায় থেকে ডিএম মফিজুর রহমান দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, কর্মী সমাবেশ, বিভিন্ন হাট-বাজারে, চায়ের দোকানে কুশল বিনিময়, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও শীতার্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা করছেন।
পাশাপাশি তিনি দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে দলীয় সব কার্যক্রমে অংশগ্রহণ পূর্বক দলকে সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন।
এলাকার সৎ, যোগ্য, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সবার নিকট ইতিমধ্যে পেয়েছেন গ্রহণযোগ্যতা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে সৎ ও যোগ্য হিসেবেও পছন্দের তালিকায় তাকে রেখেছেন এলাকার অনেক সুধীবৃন্দ।
এছাড়া নানা কৌশলে তার নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
গরীব, দুখী, অসহায়, নির্যাতিত ও সুবিধা বঞ্চিতদের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডিএম মফিজুর রহমান বলেন, মানবসেবার ব্রত নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। অবহেলিতদের পাশে দাঁড়ানো, ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ কাশিমাড়ীকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই হবে আমার অন্যতম উদ্দেশ্য।
গত কয়েকদিন যাবত ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদারের নেতৃত্বে অন্যান্য দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে গণসংযোগসহ ধানের শীষে ভোট প্রার্থনা শুরু করেছেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সরদার বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কাশিমাড়ী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। উপজেলা বিএনপির সভাপতিসহ একাধিক নেতার সাথে পরামর্শক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ডিএম মফিজুর রহমানকে সমর্থন করা হয়েছে। তিনি আশাবাদী এ ইউনিয়নে ডিএম মফিজুর রহমান দলের মনোনয়ন পাবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন।
The post কাশিমাড়ীতে চেয়ারম্যান পদে প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডিএম মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/389cKyB
No comments:
Post a Comment