Monday, January 4, 2021

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: খুলনার ডুমুরিয়ায় ভেজাল খাদ্য প্রস্তুত, বিএসটিআই’র অনুমোদন না থাকাসহ বিভিন্ন অপরাধে নর্থ খুলনা ফিস ফিড মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার পূর্ব জেলেরডাঙ্গা নামক এলাকায় প্রফুল্ল¬ কুমার রায়ের মালিকানাধীন নর্থ খুলনা ফিস ফিড নামক মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে ভেজাল খাদ্য তৈরী, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিএসটিআই’র অনুমোদন বিহীন খাদ্য-দ্রব্য তৈরী ও বিপনন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ২০ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহামুদা সুলতানাসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

The post ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3n6Sp1e

No comments:

Post a Comment