মুকলেসুর রহমান
স্নিগ্ধময় কচি সকাল
দস্যি প্রতিবাদ,
হামাগুড়ি দেয় কতিপয় শিশুর স্বপ্ন।
এটা একটা গণতান্ত্রমরা দেশ ,
একরাশ প্রতিবাদের মহামিছিল
মাথার উপর উলঙ্গ সূর্য
উত্তপ্ত ক্রোধের বিক্ষোপ,
স্তূপের মতো শ্রোতার গ্যাদার,
ঘামে ভেজা স্যাঁতস্যাঁতে রাস্তা।
কণ্ঠের রিদিম যেন প্রতিবাদের ¯ে¬াগান!
বৃদ্ধ দুপুর মরিয়া বাতাস
মিশে গেছে আমার সব ক্রোধ,,,,,
সারাদিন মাইলের পর মাইল পথভ্রমন
জীবন অনিয়ন্ত্রনকর।
হামাগুড়ি খায় রক্তে রাঙা আল্পনা।
তিনটে শব্দের স্লোগান শূন্য জীবন
আমরাই গড়েছি জাতপাতের কারখানা
একবার বিবেকের চোখ খুলে দেখো
স্বপ্ন বিছানো রাজপথে হেঁটে চলেছে মহামিছিলি।
The post মহামিছিল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SnB5Iw
No comments:
Post a Comment