Saturday, October 3, 2020

ফড়িং হতাম যদি https://ift.tt/eA8V8J

 

শরীফ সাথী

হীম বাতাসের দোল খাওয়ানো

সবুজ ঐ বন জুড়ে

আমি যদি ফড়িং হতাম

পাখা মেলে উড়ে

বঙ্গ ভূমির প্রাণের মেলায়

কাছে কিংবা দূরে

সারাটি দিন হৈ হুলে¬াড়

কত মজা ট্যুরে

সবুজ শোভায় দিতাম ছোঁয়া

এদিক ওদিক ঘুরে

ফুল ফসলে নাচা হতো

গেয়ে মধুর সুরে ৷

The post ফড়িং হতাম যদি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34pcqso

No comments:

Post a Comment