Sunday, February 28, 2021

আশাশুনির বুধহাটায় তুচ্ছ ঘটনায় মা ও শিশুপুত্রকে পিটিয়ে জখম https://ift.tt/eA8V8J

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির মহেশ্বরকাটিতে তুচ্ছ ঘটনায় এক মা ও শিশু পুত্রকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত শিশু ও তার মা উষারাণী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকাল ৫টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামে। আহত মা-শিশুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি ও থানায় লিখিত এজাহার দাখিল করেছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

The post আশাশুনির বুধহাটায় তুচ্ছ ঘটনায় মা ও শিশুপুত্রকে পিটিয়ে জখম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uDn3El

কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের উঠান বৈঠক https://ift.tt/eA8V8J

কলারোয়া প্রতিনিধি: ‘মুজিববর্ষ দোর গোড়ায় তথ্য আপা পথ দেখায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মুজিব শতবর্ষ উপলক্ষে কলারোয়া পৌর সদরের ঝিকরা গুচ্ছাগ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বিষয় তুলে ধরে এই উঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর,তথ্যসেবা সহকারী ইরিনা পারভীন, নাসরিন নাহার, ঝিকরা গুচ্ছগ্রামের আসমা খাতুন, মুক্তা মনিসহ ২৫ জন নারী। বৈঠক শেষে প্রত্যেক নারীর মধ্যে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়। উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণী বলেন-বিনামূল্যে অনলাইনে ফরমপুরন করা, চাকরি সংক্রান্ত তথ্য দেওয়া, চাকরির আবেদন ফরম পূরণ করা, পরীক্ষার ফলাফল বের করে দেয়া, এছাড়া কম্পিউটারের যাবতীয় কাজ বিনা মূল্যে করা হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা মূল্যে প্রদান করা হয়। ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমান দেয়া হয়। মহিলাদের দৈনন্দিন সমস্যা সামাধানে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, উপজেলার সরকারী অফিসের বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনা মূল্যে সরবরাহ করা। বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্স সেবা প্রদান করা হয়। মহিলাদের উদ্দোগী হিসাব গড়ে তোলা। ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সামাধান এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার কর্যকরী সমাধান করা হয়। নারী নির্যাতনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান। ই-কমার্স সেবা প্রদান, প্রতি মাসে ২টি উঠান বৈঠকে মুক্ত আলোচনা করা হয়।

The post কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের উঠান বৈঠক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3b49wy2

কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে এন্তাজ আলী গাজী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরের দিকে এন্তাজ আলী পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের তেঁতুল গাছে দড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনাস্থলে যান।
উপ-পরিদর্শক ওহিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

The post কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dU8AxL

১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের একটি রিভিশন মামলা (সিভিল রিভিশন ০২/২০০৬) দীর্ঘ ১৫ বছর পর নিষ্পত্তি করা হয়েছে। বিচারক এসএম নূরুল ইসলাম রবিবার ওই মামলাটির রায় ঘোষনা করে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে বিচারাধীন দেওয়ানী ৩৯/০২ নম্বর একটি মামলায় গত ১৩ মার্চ ২০০৫ তারিখের একটি আদেশকে চ্যালেঞ্জ করে সিভিল রিভিশন ০২/২০০৬ নম্বর মামলাটি দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর পর ওই মামলার শুনানী শেষে নি¤œ আদালতের আদেশে আইনের ব্যত্যয় ঘটেনি বা ন্যায় বিচার বিঘিœত হয়নি উল্লেখ করে রবিবার এক রায়ে উক্ত আদেশটি বহাল রাখা হয়। একই সাথে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আাদালতকে মূল মামলাটি দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

The post ১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzPB1D

মা ডাকটি শোনার আকুতি অনিকের মায়ের https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: অনিকের বয়স মাত্র ৫ বছর। বাবা- মায়ের একমাত্র সন্তান অনিকের এ বয়সে হেসে খেলে বাবা-মায়ের মুখের হাঁসি ফুটানোর কথা। কিন্তু তাদের সেই হাসি মলিন হয়ে আছে।

শিশুটি অজানা কিছু কঠিন ব্যাধিতে আক্রান্ত। অসহ্য যন্ত্রণায় ছটফট করে দিন কাটছে শিশুটির। অসহ্য যন্ত্রণায় মিনিটে ৩-৪ বার চিৎকার করে ওঠে। এই যন্ত্রণাটি ২-১ দিনের নয়, যে বয়সে শিশুরা কথা বলতে শেখে, সে বয়স থেকে অনিক শুধুই চিৎকার দেওয়া ছাড়া আর কোন কথা বলেনি। আবার বাম পায়ের গোড়ালী ধিরে ধিরে বাঁকা হয়ে যেতে থাকে, যার কারণে অনিক ঠিকভাবে হাঁটতেও পারে না। অভাবে তাড়নায় ডাক্তার দেখালেও ঔষধ কিনে দেওয়ার সামর্থ হয়ে ওঠেনি অনিকের বাবা-মায়ের। আর এভাবে চলতে থাকলে হয়ত খুবই দ্রুত অনিক নামের একটি জীবন প্রদীপ নিভে যাবে, সবার অগোচরে। একমাত্র শিশু সন্তান অনিকের এই কষ্ট সইতে না পেরে কাতর হয়ে পড়েছে দরিদ্র্য বাবা-মা। অশ্রুসিক্ত নয়নে একমাত্র বুকের মানিককে বাঁচাতে বিধাতার কাছে সাহায্যের আকুতি করছে অনিকের মা। হয়ত কোন একদিন অনিক মা বলে ডাকবে এই আশায় বুক বেঁধে আছে।

একমাত্র সন্তান অনিককে নিয়ে জীবিকার তাগিদে সাতক্ষীরা সদর উপজেলার রেজিস্ট্রি অফিসপাড়ায় বসবাস করছে অনিকের বাবা অসিম ঘোষ ও মা সন্ধ্যা ঘোষ। ছোট্র একটি চায়ের দোকান ভাড়া নিয়ে কোনমতে সংসার চালানো যেখানে দায়, সেখানে একমাত্র প্রতিবন্ধী ছেলে চিকিৎসার অভাবে অসহ্য যন্ত্রণায় ছটফট করার দৃশ্য প্রতিনিয়ত সহ্য করে যেতে হচ্ছে। হঠাৎ হঠাৎ কান চেপে ধরে চিৎকার করে ওঠে অনিক। চিৎকার করে নিজের যন্ত্রণা প্রকাশ করতে চায়, কিন্তু কোনো কথা বলতেও সে অক্ষম। না ডাকতে পারে মা’কে, না বাবাকে। না কোথাও হেঁটে যেতে পারে, না সে নিজে খেতে পারে। দিন-রাত বাবা-মায়ের সামনে যন্ত্রণায় ছটফট করে কাতরালেও বাবা-মায়ের চোখের জল ফেলে শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারছে না।

অনিকের মা সন্ধ্যা ঘোষ জানান, গর্ভকালীন অপুষ্টির কারণে অনিক সাত মাসে জন্ম নেয় ১ কেজি ৪শ’ গ্রাম ওজন নিয়ে। জন্মের পরবর্তী ১০ মাসের মধ্যে তিনবার নিউমোনিয়া হয় অনিকের। ২২ মাস বয়সে অনিকের শারিরীক সমস্যার নানান লক্ষণ দেয়া দেয়। স্থানীয় ডাক্তারের পরামর্শ মোতাবেক থেরাপি দিয়েও কোন ভালো ফলাফল হয়নি। ২০১৮ সালে ডাক্তার মেহেদি নেওয়াজ বলেন, অনিক টেমো রোগে আক্রান্ত। তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আরো গুরুত্বর সমস্যার আশংকা রয়েছে। কিন্তু অর্থাভাবে বিগত ২ বছর যাবত কোন চিকিৎসাই করা হয়নি। এছাড়া ডা. হাফিজুল্লাহ ও ডা. মো. শামছুর রহমান।

বর্তমানে হোমিও প্যাথি চিকিৎসা চলছে। শিশুটিকে বাঁচাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার পরামর্শ দিয়েছেন বলে জানায় শিশুটির বাবা-মা। শিশুটির চিকিৎসার জন্য এখন কমপক্ষে ৫০ হাজার টাকা প্রয়োজন বলে জানান অনিকের মা। কিন্তু অভাব-অনটনের সংসারে দারিদ্র্য বাবার পক্ষে এই টাকা জোগাড় করে ছেলের চিকিৎসা করানো সম্ভব নয়। যতই দিন যাচ্ছে, ওই শিশুর বেঁচে থাকার আশা ততই অনিশ্চয়তায় পড়ছে। তাই শিশু সন্তানকে বাঁচাতে সমাজের বৃত্তবানদের সহযোগিতা চাইলেন অনিকের বাবা মা।

অনিকের সাথে দেখা করা বা যে কোন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইলে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে সাতক্ষীরা ইভেন্টস লি. এর অফিসে এসে অনিককে দেখতে পারেন এবং প্রয়োজনে ০১৭১৯-৫৬৫৬৬৯ (অনিকের পরিবার) নাম্বারে যোগাযোগ করতে পারেন।

The post মা ডাকটি শোনার আকুতি অনিকের মায়ের appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37V3sWG

তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু স্বপদে বহাল https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু স্বপদে বহালের আদেশ দিয়েছেন মহামান্য হাইকোট। গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক মো. মজিবুর রহমান মিয়া এবং মো. কামরুল হোসেন মোল্যা এই স্থগিত আদেশ দেন।

ঘটনার বিবরণে তালা খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে একটি টিআর প্রকল্পের সভাপতির স্বাক্ষর জাল করার অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজুকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

সেই প্রেক্ষিতে চেয়ারম্যান আজিজুর রহমান রাজু উক্ত আদেশের বিপরীদে পিটিশন নং ১৯৬৬/২০২১ তারিখ ২২/২/২০২১ তারিখে মহামান্য হাইকোটে একটি রিট পিটিশন করেন। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের দুই বিচারক মো. মজিবুর রহমান মিয়া এবং মো. কামরুল হোসেন মোল্যা ৩মাসের জন্য বরাখাস্তের আদেশ স্থগিত করেন।

এ বিষয়ে চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, আমি রাজনৈতিক পরিস্থিতির শিকার। একটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে স্বার্থন্বেষী গুটি কয়েক ব্যক্তি সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে মহলটি আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি ইউনিয়ন বাসিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভয় পাবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছুর মালিক একমাত্র তিনি। তিনি সবকিছু ঠিক করে দিবেন। আমি আপনাদের ধৈর্য্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছি।

The post তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু স্বপদে বহাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37Vse8K

স্বামী হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: সাবেক স্বামীর প্রেম ভুলতে না পেরে বর্তমান স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল স্ত্রী মেহেরুন্নেছা। ওই ঘটনায় দোষী সাব্যস্থ করে মেহেরুন্নেছাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত।

 

রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী মেহেরুন্নেছা আশাশুনি উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল জব্বার মোল্যার মেয়ে।

মামলার বিবরনে জানা যায়, আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাকির সরদার ওরফে ছোট বাবুর সাথে বিয়ে হয় তালাকপ্রাপ্তা মেহেরুন্নেছার। কিন্তু বিয়ের পরও মেহেরুন্নেছা তার আগের স্বামীর সাথে মোবাইলে বিভিন্ন সময় যোগাযোগ রাখতো। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকতো। একপর্যায়ে মেহেরুন্নেছা ২০১৪ সালের ৩ অক্টোবর রাতে স্বামী ছোট বাবুকে কুড়াল দিয়ে উপর্যপুরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনায় বাবুর ভাই আজাহারুল সরদার বাদী হয়ে আশাশুনি থানায় মেহেরুন্নেছাকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চাজর্শীট দাখিল করেন।

মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচার চলাকালে রাষ্ট্র পক্ষ থেকে মোট ১২ জন সাক্ষী উপস্থাপন করা হয়। রবিবার আদালত সাক্ষীর জবানবন্দী, জেরা এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে আসামী মেহেরুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় উপরোল্লিখিত রায় ঘোষণা করেন। এ সময় আসামী মেহেরুন্নেছা পলাতক ছিলেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

The post স্বামী হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dW3wJw

পাল্টে গেছে শার্শা থানার পরিবেশ https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের মহা পরিচালকের নির্দেশনায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় সুনাম কুড়িয়েছেন শার্শা থানার চৌকস পুলিশ অফিসার বদরুল আলম খান। পাল্টে গেছে শার্শা থানার পরিবেশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র মাদকসহ অপরাধীদের আটক অভিযানে শান্তি ফিরতে শুরু করেছে এলাকায়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট। খুন ধর্ষণ মাদক অস্ত্রসহ একাধিক মামলার আটক অভিযানে সাফল্যের কারণে জেলা পুলিশ সুপারের দফতর থেকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কৃত করা হয়।
সীমান্তবর্তী উপজেলা শার্শা। এখানে অস্ত্র মাদক সন্ত্রাসও অসামাজিক কর্মকান্ড ছিল নিত্যনৈমিত্তি ব্যাপার। বিভিন্ন সময় খুন ডাকাতি, ছিনতাই, চোরাচালানও মাদকের কারবার যায় বেড়ে। এসময়ে শার্শায় ওসি বদরুল আলমের যোগদানের পরেই পাল্টাতে শুরু করে পরিবেশ। বিভিন্ন অপরাধ দমনে অভিযান ও গন সচেতনতা সৃষ্টি করাই উন্নতি হয় আইনশৃঙ্খলা। মানুষের মধ্যে ফিরে আসে আইনের প্রতি শ্রদ্ধা-আস্থা স্বস্তি।

স্থানীয় আল মামুন ও আমান আলী বলেন, রাতে এলাকায় নিরাপত্তাহীনয় ভুগত মানুষ। প্রায় ঘুটত চরি ছিনতাই ও নানান ধরনের অপরাধ। মাদকের চোরাচালান ও ব্যবহারে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ। ওসি বদরুল আলমের আন্তরিকতার কারণে এখন অনেকে আছেন নিরাপদে ও শান্তিতে। এর ধারাবাহিকতা ধরে রাখতে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার দাবী জানান তারা।

ভুক্তভোগী আমেনা খাতুন ও বিলকিস বেগম বলেন, থানায় পুলিশের কাছে যেতে ভয় পেত তারা। কোন অভিযোগ দিতেই পেতে হতো নানান বিড়ম্বনা ও হয়রানি। এখন থানায় যেয়ে যে কোন বিষয়ে অভিযোগে লাগেনা অর্থ কমেছে হয়রানি। ঘটনাশুনে প্রথমত মিমাংসার চেষ্টা করেন বড় সাহেব। আইনগত ব্যবস্থা গ্রহনে ওসি বদরুল আলমের প্রশংসা করেন ভুক্তভোগীরা

গোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বলেন, মাদক ও অপরাধ দমনে নিরলসভাবে শার্শা থানা পুলিশ কাজ করায় খুশি ইউনিয়নবাসি। এখন কমেছে অপরাধ। পুলিশী টহল বাড়ায় নিরাপদে এলাকার মানুষ। ব্যবসায়ি চাকরিজীবীসহ সাধারণ মানুষের প্রশাসনের সহযোগিতায় খুশি। আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় পুলিশের প্রতি আস্থা বেড়েছে এলাকার মানুষের।

শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, জনগণের সেবক হয়ে কাজ করে যাচ্ছি। সব প্রাপ্তিই সাধারণ মানুষের। পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি কর্মস্পৃহাকে বৃদ্ধি করে। জনগণের কল্যানে কাজ করে যেতে চান তিনি। বর্তমান সরকার ও পুলিশ বাহিনী জনগণের যানমালের নিরাপত্তাসহ জীবন মান উন্নয়নে কাজ করছে। আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় সুফল পাচ্ছে মানুষ। পুলিশ বাহিনী ও সরকারের ভাবমূর্তি বর্হিবিশ্বের কাছে উন্নতি হচ্ছে। সাধারণ জনগণকে সাথে নিয়ে গণসচেতনতা সৃষ্টিসহ শান্তি শৃঙ্খলায় এগিয়ে যেতে সবার সহযোগিতা চান তিনি।

The post পাল্টে গেছে শার্শা থানার পরিবেশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZYKCtc

শ্যামনগরে বাজার গবেষণা নিরাপদ খাদ্যের অগ্রগতি বিষয়ক মতবিনিময় https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: রবিবার বিকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে নকশীকাঁথার আয়োজনে ভিএসওইন বাংলাদেশের সহায়তায় শিখন এবং অংশগ্রহণ বাজার গবেষণা-নিরাপদ খাদ্যের অগ্রগতি শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নকশীকাঁথার সভাপতি সাবেক অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে এবং নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়া ভিত্তিক মার্কেট রিসার্স সেফ ফুড প্রমোশন বিষয়ে গবেষণা পত্র উপস্থাপন করেন ভিএসওইন বাংলাদেশের প্রকল্প ম্যানেজার মো. শফিকুর রহমান।
গবেষণাপত্র উপস্থাপন পরবর্তী সভায় অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুবায়ের হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, কারিতাস খুলনা অঞ্চল শ্যামনগরের কর্মকর্তা সুমন মালাকার প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ খাদ্য বাজারজাত করণ, খাদ্যে বিষক্রিয়া, বিষমুক্ত সবজি উৎপাদন, ল্যাবরেটরি স্থাপন সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও মত প্রকাশ করেন। সভা শেষে নিরাপদ সবজি বাজারজাতকরণে এক জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যান প্রদান করা হয়।

The post শ্যামনগরে বাজার গবেষণা নিরাপদ খাদ্যের অগ্রগতি বিষয়ক মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rgczsF

মুরগীর সাথে শত্রুতা https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে রাতের আধারে পোল্ট্রি ফার্মে কুকুর দিয়ে মুরগী হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে বাড়ির সবাই ঘুমের সময় দুর্বৃত্তরা ফার্মের বেড়া কেটে ভিতরে কুকুর ঢুকিয়ে নৃশংস এমন কর্মকান্ড ঘটায়। উপজেলা সদরের বাদঘাটা গ্রামে হেলাল আরশাদীর পোল্ট্রির ফার্মে সংঘটিত এ ঘটনায় তিনশতাধিক মুরগি হত্যা করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পোল্ট্রি মালিক হেলাল আরশাদীর জানান, ধার দেনা করে তিল তিল করে নিজ বাড়িতে মুরগির ফার্ম গড়ে তুলেছে। বর্তমানে খামারে এক হাজারের বেশি মুরগি আছে। দুর্বৃত্তরা কুকুর দিয়ে তিনশতাধিক মুরগি হত্যা করে দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে। প্রতিপক্ষরা প্রতিহিংসামূলক এমন জঘন্য কাজ করেছে তিনি জানান। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post মুরগীর সাথে শত্রুতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3r5dwUi

শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা বয়কট করেছেন ৯ জন চেয়ারম্যান https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা পরিষদর মাসিক সভা বয়কট করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়পনর ৯ জন চেয়ারম্যান। উন্নয়ন বরাদ্দ প্রদানে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিন সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সকল চেয়ারম্যানগণ এই সভা বর্জন করেছেন।

শ্যামনগর সদর, ভুরুলিয়া, কাশিমাড়ী, মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা, কৈখালী, পদ্মপুকুরের ৯ জন চেয়ারম্যানগণ বলেন, ইউজিডিপি প্রকল্পের প্রথম পর্যায়ের মোট বরাদ্দ ৫০ লক্ষ টাকা হতে প্রায় ৪০ লক্ষ টাকা শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন তার পিতার নামে প্রতিষ্ঠিত কলেজে উক্ত টাকা বরাদ্দ প্রদান করেন। পরবর্তীতে সকল ইউপি চেয়ারম্যানগণ সেটি জানতে পেরে অভিযোগ করেন। সেই অভিযোগ এর সুরাহা না করে কোন আলোচনা ছাড়াই দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ ৫০ লক্ষ টাকা হতে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা চেয়ারম্যান এর পিতার নামে এ কে ফজলুল হক এম সি এ কলেজ এর অনুকূলে ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ার কথা জানতে পেরে ক্ষুব্ধ সকল চেয়ারম্যানবৃন্দ গতকাল মাসিক সভা বয়কট করেন। এছাড়াও ইতোপূর্বে এডিপি এর বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দের চরম বৈষম্য ও উপজেলা চেয়ারম্যান সমর্থক ৩টি ইউনিয়নকে প্রাধান্য দেওয়ার পক্ষপাতমূলক আচরণের কারণে দীর্ঘদিন অসন্তুষ্ট ছিলেন বাকি ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

The post শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা বয়কট করেছেন ৯ জন চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sByURG

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেছেন, লিগ্যাল এইড অফিস কেবলমাত্র গরীবের মামলা পরিচালনার খরচ বহন করেনা, এটি এখন ধনী-দরিদ্র সকলকে আইনগত পরামর্শ দিয়ে থাকে, পাশাপাশি আপোষে বিরোধও নিষ্পত্তি করে থাকে। এজন্য সাতক্ষীরা লিগ্যাল এইড অফিস আইনি সেবা প্রদানে মানুষের আস্থার প্রতিকে পরিণত হয়েছে।
তিনি গতকাল বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন ও আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, জিপি এড. শম্ভুনাথ সিংহ, পিপি এড. আব্দুল লতিফ, এড. খায়রুল বদিউজ্জামান, এড. মুনিরুদ্দীন, জেল সুপার কামরুল ইসলাম সহ বিভিন্ন বে-সরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সভায় দেওয়ানী মামলা পরিচালনার জন্য সর্ব সম্মতিক্রমে ৪ জন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া আগামী ২৮ এপ্রিল লিগ্যাল এইড দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হয়। সমগ্র সভাটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার।

The post জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37VlHeh

আশাশুনিতে সংবাদ প্রকাশের জের ধরে ডা. মৃণালকে জীবননাশের হুমকি! https://ift.tt/eA8V8J

আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের পক্ষে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের জেরধরে গ্রাম ডা. মৃনালের ঘরে কর্মরত মিস্ত্রি আবিদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সংখ্যালঘু পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে অসহায় পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় ভূমিদস্যু মতিয়ার ও শাহীনের বিরুদ্ধে গ্রাম ডা. সুদয় মন্ডলের ভিটাবাড়ির জমি জবর দখলের চেষ্টার অভিযোগ খবর প্রকাশিত হয়। উক্ত খবরের জের ধরে পত্রিকায় খবর পড়ার পর সকালে মতিয়ার গাজীর ব্যবহৃত ০১৭৭৫-৯২২০২০ নং মোবাইল ফোনে প্রথমে রাজ মিস্ত্রি আবিদকে প্রশাসেনর পরিচয় দিয়ে কাজ না করার জন্য হুমকি দেয় এবং পরে ডা. মৃনালকে প্রকাশ্য দিবালোকে জীবননাশের হুমকি দেয়। শ্রীউলা গ্রামের আব্দুল হকের ছেলে শাহীন, মতিয়ার ও ফজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র মন্দিরের জমি দখল করে বসতবাড়ি নির্মাণসহ এ ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান। এই চক্রটির হাত থেকে রক্ষা পেতে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় ও অসহায় মানুষ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

The post আশাশুনিতে সংবাদ প্রকাশের জের ধরে ডা. মৃণালকে জীবননাশের হুমকি! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3r7pmxs

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ https://ift.tt/eA8V8J

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাতক্ষীরার প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীবৃন্দ। রবিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রগতিশীল সাংস্কৃতিক জোটের নেতা মুনসুর রহমান।
বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী শরীফুল¬াহ কায়সার সুমন, নাট্যকর্মী সিকান্দার আবু জাফর রায়হান, জেলা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কুমার মন্ডল, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সমন্বয়ক শেখ আরফানুর রহমান প্রমুখ। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা সদরের সহ-সমন্বয়ক আল ইমরান, সদস্য শেখ সানমুন, মামুন, জামান, ওহাব, মিলন বিশ্বাস, জেলা হিন্দু ছাত্র পরিষদের আহবায়ক সরদারসহ সাংস্কৃতিক ও গণমাধ্যমকমীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মুশতাক লুটপাটকারী কিংবা কালোবাজারী, সন্ত্রাসী ও ডাকাত ছিলেন না। বরং ফৌজদারহাট ক্যাডেট কলেজের মেধাবী ছাত্র মুশতাক আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চিন্তার স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে অকালে তার জীবনপ্রদীপ নিভিয়ে দেয়া হলো। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয় বরং পরিকল্পিত হত্যাকান্ড। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে একদিকে মতো প্রকাশের স্বাধীনতার ওপরে মানসিক নিষ্পেষণ চালানো হচ্ছে। আমরা এর নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে মুশতাক হত্যার বিচার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দেখতে চাই। মুশতাকের এই নির্ভিক আত্মদানের মধ্য দিয়েই দেশের তরুণ সমাজ জেগে উঠবে এবং দেশে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাসহ সুশাসন ও আইনের শাসন ফিরে আসবে। তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদ যেকোনো মানুষকে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার দেয়। সেক্ষেত্রে কেউ লেখালেখি বা আঁকাআঁকির জন্য গ্রেপ্তার হতে পারেন না। কিন্তু ২০২০ সালের মে মাসে বাংলাদেশের পুলিশ জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ধারায় অভিযোগ আনা হয়। ওই মামলায় মুশতাকের আইনজীবী ৬ বার জামিনের জন্য আবেদন করলেও তা না-মঞ্জুর করেন আদালত। বক্তারা বলেন, যেখানে একজন ধর্ষককে, একজন জঙ্গিকে জামিন দেয়া হয়, সেখানে একজন লেখককে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নির্যাতন করে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। এই দায় সরকারকে নিতে হবে। এই আইনের আওতায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সবার মুক্তি দিতে হবে অনতিবিলম্বে। আর সেটি করতে সরকার ব্যর্থ হলে আগামীতে সাতক্ষীরায় বৃহৎ কর্মসূচী দিতে বাধ্য হবো আমরা। প্রেসবিজ্ঞপ্তি

The post কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uFTzWA

নলতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করলেন রুহুল হক-এমপি https://ift.tt/eA8V8J

আহাদুজ্জামান আহাদ: কালিগঞ্জের নলতায় প্রফেসর ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রথম ব্যাচ শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় প্রফেসর ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

এসময় প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, শিক্ষার্থীদের টেকনিক্যাল শিক্ষার দিকে নিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে পলিটেকনিক শিক্ষার কোন বিকল্প নেই। হাতে কলমে শিক্ষা নিয়ে দ্রুত চাকরি পাওয়া যায়। তোমরা ভালভাবে কাজ শিখে চাকরী নিয়ে তোমারদের পরিবারসহ দেশের মুখ উজ্জল করো। টেকনিক্যাল ট্রেনিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামে-গঞ্জে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক উপজেলায় একটি করে ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্দ্যেগ নিয়েছেন। সেই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দেশ থেকে আমাদেরকে মাদক ও সন্ত্রাসকে বিতাড়িত করতে হবে। এসময় তিনি খুব শিঘ্রই নলতা থেকে একটি অনলাইন পত্রিকা ও একটি অনলাইন টেলিভিশন সম্প্রচারের প্রকাশ হবে বলে জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরার নলতায় হযরত খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এর পূণ্যভূমি। এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে যারা আজ প্রশিক্ষণ নিয়েছে এবং আগামীতে প্রশিক্ষণ নিবে তারা একদিন আগামী বাংলাদেশের চালিকা শক্তি হবে। এই পলিটেকনিক থেকে তোমরা যারা প্রশিক্ষণ নিয়েছো তারা সত্যিকারার্থে প্রশিক্ষণ পেয়েছো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে করে আমাদের বাংলাদেশ আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছে।

প্রফেসর ডা. রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, শোভন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জিয়াউল হক, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, আলহাজ্জ আব্দুল্লাহ মোড়ল,সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন।

The post নলতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করলেন রুহুল হক-এমপি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2O9KPXE

দেবহাটা নওয়াপাড়ায় ভিজিডির চাল বিতরণ https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই সেøাগানকে সামনে রেখে দেবহাটা নওয়াপাড়ায় ভিজিডির চাল পেল ৫৭০ উপকারভোগী পরিবার। রবিবার সকাল ১০টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে ভিজিডির চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, কোষাধাক্ষ কবির হোসেন, ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, মুজিবর রহমান, আকবর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যা গাজী আসমান, মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন প্রমুখ।

The post দেবহাটা নওয়াপাড়ায় ভিজিডির চাল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q1Z1j0

প্রতাপনগরে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয় প্রদান https://ift.tt/eA8V8J

মিলন বিশ্বাস, প্রতাপনগর (আশাশুনি): রবিবার সকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে গত ২০১৯-২০ চক্রের ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ দেওয়া হয়েছে। প্রতাপনগর ইউনিয়নে গত ২ বছরে ৩৯৪ জন ভিজিডি কার্ডধারী ছিলেন। বিগত ২৪ মাসে মাসিক ২০০ টাকা করে জমাকৃত সঞ্চয় ৪ হাজার ৮০০ টাকা করে ফেরৎ দেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য ও ব্যাংকের প্রতিনিধিগণ।

The post প্রতাপনগরে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয় প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ObNsYZ

কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিবের ডুমুরিয়ায় প্রদর্শনী ক্ষেত পরিদর্শন https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মাকসুদা ইয়াসমিন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ব¬কে সরকারের দেয়া প্রণোদনার প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন। রোববার তিনি গুটুদিয়া ব¬ক, খর্নিয়া ব্লক ও বরাতিয়া ব্ল¬কে বর্তমান মৌসুমে আবাদকৃত কৃষি পণ্য পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
উপ-সচিব মাকসুদা ইয়াসমিন রোববার সকালে গুটুদিয়া ব¬কের জিলেরডাঙ্গায় বোরো প্রদর্শনী ক্ষেত, ভেলকামারি বিলে সাংবাদিক শেখ হেদায়েতুল্যাহর আবাদকৃত বিআর-৮১ জাতের বোরো ও পারপেল রাইস (বেগুণি ধান) ক্ষেত পরিদর্শন করেন। পরে খর্নিয়া ব্লকে ভূট্টার প্রদর্শনী ক্ষেত এবং বরাতিয়ায় প্রণোদনায় বোরো ক্ষেত পরিদর্শন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. আতিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম বদরুল হাসানসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিবের ডুমুরিয়ায় প্রদর্শনী ক্ষেত পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sBpLZb

ডুমুরিয়ার দুই আসামী গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার আরশনগর এলাকা ও চাকুন্দিয়া এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আসামিরা হলো, ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে রেজাউল সরদার (৪০) ও চাকুন্দিয়া গ্রামের কওছার আলির ছেলে মোস্তফা কামাল (৩৫)। অভিযানে অংশ নেন এসআই সৌরভ কুমার দাস এএসআই সোহেল রানা।

The post ডুমুরিয়ার দুই আসামী গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dV1hpC

সাতক্ষীরায় দোকানঘর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিপক্ষ কর্তৃক জমির মালিকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের মো. সামছুর রহমান ওরফে খোকন মোল্যার ছেলে মো. সেলিম হোসেন এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতা সামছুর রহমান ভালুকা চাঁদপুর গ্রামের আব্দুল মজিদ সরদার জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে ১৯৯৬ সালের ১৮ জুলাই ৫৩১৭ নং রেজিস্ট্রি কোবলা দলিল মূলে ৭ শতক জমি ক্রয় করেন। নামপত্তন করে খাজনা পরিশোধ পূর্বক ভালুকা চাঁদধপুর বাজারের সরকারি রাস্তা সংলগ্ন উক্ত জমিতে বাড়িসহ দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছি। কিন্তু জমি বিক্রেতা ভালুকা চাঁদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ সরদারের ছেলে মোমিনুর রহমান ওরফে মধু সরদার, মিজানুর রহমান, হাবিবুর রহমান হবি ও মাহবুবুর রহমান মাহবুব, একই গ্রামের সাইদুর রহমানের ছেলে আবু অহিদ বাবলু, আব্দুস সাত্তারের ছেলে ফারুক হোসেন মিঠু, আব্দুল মান্নানের ছেলে ইমদাদুল হক, আইয়ুব আলীর ছেলে রেজাউল কমির বাবু এবং মৃত শরিতুল্যার ছেলে গ্রাম ডাক্তার আব্দুল জব্বার গংরা গত ১৭ জানুয়ারি আমার ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা এসময় আমাদের বাড়িঘর ভাংচুর করে এবং দোকান ঘর দখল করে নেয়।

সেলিম হোসেন অভিযোগ করে বলেন, এঘটনায় ওই দিন আমি থানায় অভিযোগ দিতে গেলে মধু সরদারের জামাতা আশাশুনির প্রতাপনগর গ্রামের মৃত শাহাদাত গাজীর ছেলে মো. জাকির হোসেন কল্লোল ওরফে উজ্জল গাজী প্রশাসনিক ক্ষমতা দেখানোর কারণে সাতক্ষীরা থানা আমাদের কোন অভিযোগ গ্রহণ করেনি। উল্টো উজ্জল গাজীর প্রভাবে ভাড়াটিয়া আব্দুল জব্বার বাদি হয়ে ২৩ জানুয়ারি থানায় আমাদের নামে একটি মামলা দায়ের করে। মামলা বিষয় জানতে না পারায় ওই দিনই পুলিশ আমাকে গ্রেপ্তার করে কারগারে প্রেরণ করে। সাত দিন হাজত বাস করা পর জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসি। পরে মিজানুর রহমান দোকান ঘর ছেড়ে দেয়ার জন্য আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা পরিশোধের পরও তারা দোকানঘর ছাড়েনি। উল্টো মধু ও মিজান গংরা এখন আমাকে প্রশাসনের ভয় দেখাচ্ছে। তিনি আরও বলেন, আব্দুল জব্বার ও মধুর কাছ থেকে ৫০ হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছে জানিয়ে বলে, আমার ৫০ হাজার টাকা দিলে আমি ঘর ছেড়ে দিব। সে অনুযায়ি সরল বিশ্বাসে জব্বারকে ৫০ হাজার টাকা দেয়া হলেও এখন ঘর ছাড়ছে না। গরু, ছাগল, হাস, মুরগি বিক্রি করে ও কিছু টাকা সুদে নিয়ে আমি তাদেরকে দিয়েছি। কিন্তু এখন আমি আমার সম্পত্তি ফেরত পাচ্ছি না। উল্টো তারা দেশীয় অস্ত্র নিয়ে রাত দিন আমাকে নজরদারিতে রাখছে এবং আমাকে ফাকা পেলে মেরে ফেলবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তহীনতায় ভুগছি। তিনি দোকার ঘর উদ্ধার, মামলার দায় থেকে অব্যাহতি পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

The post সাতক্ষীরায় দোকানঘর উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3e2oh62

সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড় বাছাই সম্পন্ন: আজ থেকে প্রশিক্ষণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তৃনমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য জেলায় বয়সভিত্তিক অ-১৪-১৮ বছর বয়সের ভলিবল খেলোয়াড় বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। বাছাই পর্বে প্রাথমিকভাবে নির্বাচিত ২৫জন নতুন ভলিবল খেলোয়াড়দের নিয়ে আগামীকাল থেকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

রবিবার বিকাল ৩টা থেকে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নতুন ভলিবল খেলোয়াড় প্রশিক্ষণের জন্য এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নতুন ভলিবল খেলোয়াড় বাছাইয়ের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভলিবল প্রশিক্ষক মো. হারুন উর রশীদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ ম আক্তারুজ্জামান মুকুল, মো. রুহুল আমিন, মো. ইকরামুল কবির খান বাপ্পি, সাবেক ভলিবল খেলোয়াড় আল মামুন, জেলা ভলিবল দলের খেলোয়াড় সাইদুর রহমান প্রমুখ। প্রাথমিকভাবে বাছাইকৃত অ-১৪-১৮ বছর বয়সের ২৫ জন খেলোয়াড়দের নিয়ে আজ সোমবার (১ মার্চ-০৭ মার্চ) পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় ভলিবল প্রশিক্ষক মো. ইমদাদুল হক মিলনের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

The post সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড় বাছাই সম্পন্ন: আজ থেকে প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NQExwi

শ্যামনগরে সড়কের গাছ কর্তনের অভিযোগ https://ift.tt/eA8V8J

উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগরে প্রকাশ্যে দিবালোকে সড়ক ও জনপদের জায়গার একটি ফলন্ত ছফেদা গাছ কর্তন ও এক শিক্ষকের প্রাচির ভাঙচুরের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলার বংশিপুর ইউনিয়নের লস্কর পেট্রোল পাম্প সংলগ্ন নাজমুলের বালুর গাদার পাশে (২৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে মৃত আবুল হোসেনের মেয়ে জয়নব সাফিয়া ও তার ভাই ফয়জুল¬্যাহ সড়ক ও জনপদের জায়গার উপর থেকে গাছটি কর্তন করে।

স্থানীয়রা বলেন, বছর দুয়েক আগে ৯১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও জয়নব সাফিয়া ১১ শতাংশ জমি ক্রয় করেন। জমিটি উভয়ে সমানভাবে ভাগ করে আলাদা প্রাচির নির্মাণ করে ভোগ দখল করেন। কিন্তু হঠাৎ করে জয়নব সাফিয়া এলাকার কিছু চিহ্নিত বখাটেদের সহযোগিতায় রাতের আঁধারে জাহিদুল মাষ্টারের রেকর্ডকৃত জমির প্রাচির ভেঙে ফেলে এবং প্রাচিরের সামনে সড়ক ও জনপদের জায়গার উপর থেকে একটি ফলন্ত ছফেদা গাছ কর্তন করে।
এ বিষয়ে জানতে চাইলে মাষ্টার জাহিদুল ইসলাম বলেন, আমি ওখানে বসবাস করিনা, দুই বছর আগে জায়গাটি ক্রয় করে প্রাচীর দিয়ে রেখেছি। হঠাৎ করে জয়নব সাফিয়া ও তার লোকজন রাতের আঁধারে আমার প্রাচীর ভেঙে জায়গা দখল করার চেষ্টা করছে।

বিষয়টি নিয়ে জয়নব সাফিয়া বলেন, জাহিদ মাষ্টারের প্রাচির ভাঙচুরের বিষয়টি আমার অজানা। আর গাছটি সড়ক ও জনপদের জায়গার ঠিক আছে। কিন্তু গাছটি আমি লাগিয়ে ছিলাম এজন্য কেটে নিয়েছি।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা গৌরপদ মন্ডল বলেন, গাছ কাটার খবর জানতে পেরে আমি ঘটনাস্থলে যেয়ে গাছ কর্তন অবস্থায় ফয়জুল্য¬াহ, জয়নব শাফিয়া ও আলিফসহ আরও ৩/৪ জনকে দেখি এবং কর্তনকৃত গাছের ছবি নিই ও তাদেরকে মৌখিকভাবে গাছ কাটতে নিষেধ করি। কিন্তু পরবর্তীতে রাতের আঁধারে তারা গাছটি কেটে ফেলে। এ ব্যাপারে আমি অফিসকে অবহিত করেছি।

The post শ্যামনগরে সড়কের গাছ কর্তনের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dR2fU1

চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল: শোক https://ift.tt/eA8V8J

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের দীর্ঘ দিনের সহ সভাপতি মো. নুর মোহাম্মদ ২৮ ফেব্রুয়ারি আনুমানিক দুপুর ১২:১০টায় চাম্পাফুল বাজারে জাহাঙ্গীর মোল¬ার দোকানে হার্ট এ্যাটাকজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক মোজাম, মো. আবুবকর গাইন, মো. সাইলুজ্জামান খান, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি ডা. বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি হাসেম আলী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, কোষাধ্যক্ষ বাপ্পী সরকার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রাফেজা খাতুন, দীনেশ সরকার, উত্তম কুমার, দেবদাস ম-ল, সহযোগী সদস্য সাকিলুর রহমান খান, মোশাররফ হোসেন, আবুবকর বাবু প্রমুখ।

The post চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল: শোক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q5Yw7k

Saturday, February 27, 2021

শ্যামনগরে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস স্বেচ্ছাসেবিদের প্রশিক্ষণ উদ্বোধন https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শনিবার সকালে শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নে নিজস্ব হল রুমে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারীর আওতায় নবনিয়োগকৃত স্বেচ্ছাসেবিদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী এর ডাটা কন্ট্রোল সুপারভাইজার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউডিএ আনোয়ার উদ্দিন।

The post শ্যামনগরে ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস স্বেচ্ছাসেবিদের প্রশিক্ষণ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MwRsTJ

জাতীয় বাজেটে দলিতদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবীতে মানববন্ধ https://ift.tt/eA8V8J

খেশরা (তালা) প্রতিনিধি: জাতীয় বাজেটে সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবীতে তালায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে তালা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করা হয়।
এসময়, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ দাস, তালা উপজেলা সভাপতি স্বরসতী দাশ, সাংবাদিক বাহারুল ইসলাম, এনজিও প্রতিনিধি জুয়েল সরকার ও অলোক দাস প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে বসবাসরত ৬৫ লক্ষ দলিত নাগরীকদের সমাজে নানাভাবে বৈষম্য নির্যাতনের শিকার হতে হয়। এক্ষেত্রে দলিত নারীরা বেশি নির্যাতন এবং বৈষম্য’র শিকার হন। এই অবস্থা থেকে উত্তরণ’র জন্য সরকার ২০১৩-১৪ অর্থ বছর থেকে জাতীয় বাজাটে বিশেষ বরাদ্দ রেখে আসছেন। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এজন্য আসন্ন ২০২১-২২ অর্থ বছরে জাতীয় বাজেটে বাংলাদেশের সকল দলিত জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের জন্য দাবী জানানো হয়। মানববন্ধনে তালা উপজেলার বিভিন্ন এলাকার দলিত জনগোষ্ঠীর নারী ও পুরুষরা উপস্থিত ছিলেন।

The post জাতীয় বাজেটে দলিতদের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখার দাবীতে মানববন্ধ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NKj9Je

সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন: সভাপতি ৬, সম্পাদক ৪সহবিভিন্ন পদে যাচাই-বাছাই শেষে ৪১জন প্রার্থীকে বৈধ ঘোষণা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬মার্চ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ৭৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪১ জনের। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি ৪১ জনের তালিকা প্রকাশ করে। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদের ৬ জন: সাপ্তাহিক মুক্ত স্বাধীনের মো. আবুল কালাম, চ্যানেল আই’র আবুল কালাম আজাদ, আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপী, বিটিভি’র মোজাফ্ফর রহমান এবং এটিএন বাংলা’র এম কামরুজ্জামান। সহ-সভাপতি পদে ২ জন: দৈনিক সাতনদীর হাবিবুর রহমান এবং দৈনিক ইনকিলাবের আব্দুল ওয়াজেদ কচি। সাধারণ সম্পাদক পদের ৪ জন হলেন: মাছরাঙা টিভি’র মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, যমুনা টিভি’র আহসানুর রহমান রাজীব এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম। যুগ্ম -সাধারণ সম্পাদক পদের ২ জন হলেন: মানবজমিনের ইয়ারব হোসেন এবং সমাজের কথার আব্দুল জলিল। সাংগঠনিক সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রীস এবং দৈনিক খবরপত্রের মো. রবিউল ইসলাম। অর্থ সম্পাদক পদপ্রার্থী ৪ জন হলেন: দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দৈনিক ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালের কন্ঠের মোশাররফ হোসেন এবং দৈনিক আজকের সাতক্ষীরার জাহাঙ্গীর আলম কবীর। দপ্তর সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল এবং আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদের ৩ জন হলেন: চ্যানেল নাইন টিভি’র কৃষ্ণ মোহন ব্যানার্জী, টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই এবং দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম। এছাড়া নির্বাহী সদস্য পদের ১৬ জন হলেন: দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, এসটিভি’র এম শাহীন গোলদার, দৈনিক পূর্বাঞ্চলের কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়ার মো. হাফিজুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদীর মকসুমুল হাকিম, বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, দৈনিক প্রবাহের এড. খায়রুল বদিউজ্জামান, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক বাংলাদেশ নিউজের মো. আব্দুস সামাদ, সময়ের আলোর কাজি শহিদুল হক (রাজু), দৈনিক কালের চিত্রের আশরাফুর ইসলাম খোকন, সিটিজেন টাইমসের ফারুক রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন এবং দৈনিক ভোরের পাতার মো. মহিদার রহমান। আজ রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। আগামি ৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

The post সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন: সভাপতি ৬, সম্পাদক ৪সহবিভিন্ন পদে যাচাই-বাছাই শেষে ৪১জন প্রার্থীকে বৈধ ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bJ4cit

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে যশোরের শার্শার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ১ মার্চ পুলিশের মেমোরিয়াল ডে উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিচলকের পক্ষে যশোরের শার্শা উপজেলার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের কাছে নগদ অর্থ ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতদের বাড়িতে যেয়ে শার্শা থানার চৌকস পুলিশ অফিসার বদরুল আলম খান, আইজিপির পক্ষে এই উপহার সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করেন। এসময় গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাংবাদিক এমএ রহিম, সেলিম রেজা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় ২০২০ সালে মারা যায় শার্শার দুর্গাপুর গ্রামের সুলতান আহম্মদের ছেলে এএসআই শাহজামাল। ঢাকার কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে মারা যায় শার্শা গোগা গ্রামের হুমায়ুর কবিরের ছেলে এসআই সাজেদুর রহমান। খুব গরীব পরিবারের ছেলে শাহজামাল। বাবা-মা ও স্ত্রী থাকত কাচা মাটির ঘরে। গ্রামের বাড়ি দূর্গাপুর গ্রামে সাতক্ষীরা পুলিশের সুপার নিহত শাহআলমের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছেন। তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। তবে সন্তান দেখতে পারল না বাবাকে। মায়ের এ আকুতি ও বুকফাটা আর্তনাদ এলাকার বাতাসকে ভারি করে তুলেছে। চাকরিকালে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গের স্বীকৃতি হিসেবে একটি স্মারক, একটি ক্রেস্ট ও ডিনারসেট এবং প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। ইতোমধ্যে প্রয়াত পুলিশ কর্মকর্তাদের প্রত্যেক পরিবারকে স্ত্রী ও পিতামাতার কাছে প্রায় ২৬ লাখ টাকা প্রদান করে সংশ্লিষ্ট দফতর। এতেই খুশি পরিবার পরিজন ও স্থানীয়রা।
স্বজনেরা বলেন, তাদের সহামূল্যবান সম্পদ হারিয়ে গেছে। ক্ষতি ভোলার নয়। তারপরও সরকার পরিবারের খোঁজখবর নিচ্ছে দিচ্ছেন উপহার অর্থ ও সান্ত¦না। এজন্য পুলিশ বাহিনীর কর্তৃপক্ষ ও সরকারকে ধন্যবাদ জানান তারা।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান-পুলিশ সদর দফতরের উপহারে গর্বিত পুলিশের পরিবার ও সব পুলিশ সদস্যরা। নিজে স্বশরীরে নিহতের পরিবারে উপস্থিত হয়ে খোঁজভবর নেওয়া হয়েছ। কবর জিয়ারত করা হয়েছে। এটার ধারাবাহিকতা অব্যাহত থাকলে পুলিশের প্রতি মানুষের আরও আস্থা বাড়বে। পুলিশ আরো বেশি জনগণের পক্ষে কাজ করবে বলে আশা করেন তিনি।

The post পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে যশোরের শার্শার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2O7Pf1u

তালায় জনতার বিবেক টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও আনন্দমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন জনতার বিবেক টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে সাতক্ষীরার তালা উপজেলায়।
শনিবার দুপুর ৩টায় জাতীয় পার্টির কার্যালয়ে এক্সপেস নিউজ বাংলা টিভি চ্যানেলের উপজেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি এসএম হাসান আলী বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনতার বিবেক টিভির তালা উপজেলা প্রতিনিধি শেখ ইমরান হোসেন।
বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এম এ ফয়সাল, চ্যানেল এস এর ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল, নতুনধারা সংবাদ টিভির বিশেষ প্রতিনিধি বি.এম বাবলুর রহমান, জনতার বিবেক টিভির খর্ণিয়া প্রতিনিধি রাশিদুর জ্জামান লিটন প্রমুখ।
উপস্থিত ছিলেন, পার্থ কুমার মন্ডল, পবিত্র বিশ্বাস, জোহর হাসান সাগর, ফয়সাল হোসেন, ক্যামেরাম্যান সাইদুর রহমান আকাশ, অন্যন্যাদের মধ্যে বুরহান হোসেন, শেখ তাহেরান প্রমুখ।

The post তালায় জনতার বিবেক টিভির প্রথম বর্ষপূর্তি উদযাপন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZYKHNE

সস্ত্রীক কোভিড-১৯ টিকা গ্রহণ করলেন এমপি জগলুল হায়দার https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শনিবার সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকার ১ম ডোজ গ্রহণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার ও তার স্ত্রী ফাতিমা জগলুল হায়দার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কোভিড-১৯ টিকা গ্রহণকালে এমপি এসএম জগলুল হায়দার প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলার সকল ৪০ বছর বয়সের উর্দ্ধে ব্যক্তিদের অনলাইনে নিবন্ধন করে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মোশারাফ হোসেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

The post সস্ত্রীক কোভিড-১৯ টিকা গ্রহণ করলেন এমপি জগলুল হায়দার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uM4yOj

শ্যামনগর দক্ষিণ জেলেখালী গীতা স্কুল উদ্বোধন https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির দক্ষিণ জেলেখালী হরি মন্দির চত্তরে আদর্শ সনাতন সেবা সংঘের আয়োজনে শুক্রবার বিকালে আদর্শ সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয়।
গীতা স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও দেবহাটা শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার বিষ্ণুপদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার, মহাদেব মন্ডল, বিদ্যুৎ মন্ডল, রনজিৎ দেবনাথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ সনাতন সেবা সংঘ শ্যামনগরে প্রধান সমন্বয়কারী দেবাশিষ কুমার মালো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সনাতন সেবা সংঘ শ্যামনগরে কর্মকর্তা ভবতোষ বৈরাগী, বিজন তরফদার প্রমুখ।

The post শ্যামনগর দক্ষিণ জেলেখালী গীতা স্কুল উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37RPzbw

শ্যামনগরে ফেঁসে গেল দুই যুবক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে ফেনসিডিল দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে যেয়ে পুলিশের খাঁচায় বন্দি হয়ে ফেঁসে গেল দুই যুবক। গতকাল শনিবার রাত দেড়টার দিকে আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামে মুজিবর গাজীর বাড়ির পাশ থেকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন ৪ বোতল ফেন্সিডিলসহ ওই দুই যুবককে আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আটক দুই যুবক হলো, আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মাসুম বিল্লাহ ও পিয়ার আলী গাজীর ছেলে, হোসেন আলী।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুম বিল্লাহর সহিত মুজিবর গাজীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল। মাসুম বিল্লাহ তাঁকে ফেন্সিডিল দিয়ে হয়রানি করার ফন্দি আটে। পুরো ঘটনাটি পুলিশ জানতে পারে তাদের গ্রেপ্তারের জাল পাতে। ঘটনার সময় পুলিশ দল ফেন্সিডিলসহ ওই দুই যুবককে হাতে নাতে আটক করে। আটক দুই যুবক বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

The post শ্যামনগরে ফেঁসে গেল দুই যুবক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZYIH7O

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মুত্যু https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে ইয়ারব হোসেন (২) নামে এক শিশুর মুত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পিতা সোহেল রানা বাবু জানান, দুপুরের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। খেলার সময় অসাবধান বশত ইয়ারব আঙিনার পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজাখুঁজি করে পুকুর হতে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

The post শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মুত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ObIv2I

সুন্দরবনে নয় জেলে আটক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু ভাসমান চর এলাকায় মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে। শনিবার ভোরের দিকে স্মার্ট পেট্রোল টিমের দলপতি কৈখালী বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা জেলেদের আটক করে। সুন্দরবনে সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে বিনাঅনুমতিতে প্রবেশ করে জেলেরা মাছ ধরছিল স্মার্ট পেট্রোল টিমের অভিযোগ। আটক জেলেরা হলো-আশাশুনি থানার রুইয়ার বিল, চাকলা, সুভদ্রকাটি ও চন্ডিপুর এলাকার আলমগীর হোসেন, আশিকুল ইসলাম, জামাল ফারুক, বোখারী মোনা, রবিউল ইসলাম, আব্দুল হক সরদার, কবিরুল ইসলাম, আলমগীর ও জুলফিকর সরদার।
খুলনা সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেহ সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে অনুপ্রবেশ করে মাছ ধারার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

The post সুন্দরবনে নয় জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rdLVAg

ছুন্নত আলীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে দেবীরঞ্জনের সংবাদ সম্মেলন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে জাল কাগজপত্র থাকায় তালিকা থেকে বাদ পড়ায় ছুন্নত আলীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ও জামুকা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী গত ০৭-২-২০২১ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ নতুন ভবনে যাচাই বাছাই কমিটির জামুকা প্রতিনিধি হিসেবে আমি, জেলা প্রশাসকের প্রতিনিধি ডা. মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি গাজী আবুল হোসেন ও সদস্য সচিব শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ছুন্নত আলী মল্লিক যে সকল কাগজপত্র উপস্থাপন করেছেন তা জাল এবং ভূয়া। সে সবুজ মুক্তিবার্তা নাম্বারকে লাল মুক্তিবার্তা নাম্বার হিসাবে দেখিয়েছে। লাল মুক্তিবার্তা নাম্বার থাকলে সে কখনও যাচাই-বাছাইয়ের আওতায় আসতো না। ভারতীয় তালিকায় শ্যামনগরের ৫৫ জনের নাম আছে। সেখানে ছুন্নতের নাম নেই। ছুন্নতের ভারতীয় পরিচয়পত্র নং-১২৪। যা সম্পূর্ণ জাল এবং তঞ্চকীপূর্ণ। যে কারণে তাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া তার সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। শুধুমাত্র যাচাই-বাছাই কার্যক্রমে সে বাদ পড়ার কারণে আমাকেসহ যাচাই-বাচাই কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে মিথ্যাচার করে একটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ সম্মেলন করেন। আমরা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দাও ঘৃণিত প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছুন্নত আলী কর্তৃক ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

The post ছুন্নত আলীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে দেবীরঞ্জনের সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ksVCs6

ডুমুরিয়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ডুমুরিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ফেব্রুয়ারি) দুপুরে আ’লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শোভা রাণী হালদার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ-এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হোসনেয়ারা চম্পা, সাংগঠনিক সম্পাদক জয়নাব পারভীন, আ’লীগ নেতা মোল্যা সোহেল রানা, গোপাল চন্দ্র দে, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।

The post ডুমুরিয়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dOVcex

তৃণমূল পর্যায়ের ভলিবল বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম https://ift.tt/eA8V8J

জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণে সাতক্ষীরা জেলায় ভলিবল প্রশিক্ষণ কার্যক্রম আগামী ০১-০৩-২০২১ তারিখ থেকে শুরু হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের বাছাই কার্যক্রম আজ ২৮-০২-২০২১ তারিখ বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাছাই কার্যক্রমে অংশগ্রহণেচ্ছু ১৪-১৮ বছরের সকল ভলিবল খেলোয়াড়কে জন্মনিবন্ধনসহ যথাসময়ে সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভলিবল প্রশিক্ষক আব্দুর রশীদের ০১৯৮৩১২৭৬৮২ মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

The post তৃণমূল পর্যায়ের ভলিবল বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2PkEMQP

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে অপহৃত নারী উদ্ধার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় র‌্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে অপহৃত এক ব্যক্তি উদ্ধার হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি রাতে র‌্যাবের সিনিয়র এএসপি মো. বজলুর রশিদের নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা আভিযান চালিয়ে খুলনা জেলার কয়রা থানাধীন তেঁতুলের চর এলাকা থেকে অপহৃত মোছা. আঁখি মনি (১৮) কে উদ্ধার করেন। উদ্ধার হওয়া আঁখিমনি সাতক্ষীরার কালিগঞ্জের নারায়রনপুর গ্রামের আক্তারুজ্জামানের কন্যা। প্রেসবিজ্ঞপ্তি

The post সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে অপহৃত নারী উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uEF6tF

যশোরের কেশবপুরে এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে অবৈধ মাটি খনন বন্ধ: মামলার প্রস্তুতি https://ift.tt/eA8V8J

আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে সাতবাড়িয়া ভুমি অফিসের ভুমিসহকারি মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে সরকারি রাস্তার পাশ থেকে অবৈধ ভাবে মাটি খনন বন্ধ হয়েছে। সরেজমিনে ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বেগমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম ক্ষমতার প্রভাব খাটিয়ে মসজিদ ও সরকারি রাস্তার ৩ ফুট দূরত্বে অবৈধ ভাবে ৩০/৪০ ফুট গভীর করে স্কেবেটার মেশিন দিয়ে মাটি খনন করছে। এলাকাবাসির বাধার তোয়াক্কা না করে সেই মাটি পার্শ্ববর্তী ইটের ভাটায় বিক্রি করেছে বলে এলাকাবাসি জানান। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার নির্দেশে সাতবাড়িয়া ভুমি অফিসের ভারপ্রাপ্ত ভুমি সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং মাটি খনন বন্ধ করে দেন। এসময় এলাকাবাসি বলেন, সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম একজন প্রভাবশালী ব্যক্তি সে কাউকে তোয়াক্কা করে না। একজন মুসাল্লি বলেন এভাবে মাটি খনন করলে বৃষ্টি মৌসুমে মাটি ধ্বসে মসজিদ ক্ষতিগ্রস্ত হবে। নায়েব নজরুল ইসলাম বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থলে যেয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি স্যারকে অবহিত করা হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, সরকারি রাস্তার পাশে গভীর করে মাটি খনন করে সরকারি সম্পদ নষ্ট করা আইনগতভাবে অপরাধ। খবর পেয়ে ঘটনাস্থলে সাতবাড়িয়া ভুমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি ঘটনার সত্যতা পেয়ে মাটি খনন বন্ধ করে দিছেন। ঘটনাস্থলে তাকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

The post যশোরের কেশবপুরে এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে অবৈধ মাটি খনন বন্ধ: মামলার প্রস্তুতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q0Lhoy

শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে বিধবার বসত ঘরে আগুন: আদালতে মামলা https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে বিধবার বসত ঘরে প্রতিপক্ষের বিরুদ্ধে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতক্ষীরা বিজ্ঞ ৫নং আমলী আদালতে মামলা হয়েছে।

আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দিয়েছেন। সূত্র জানায়, শ্যামনগর উপজেলার জাওয়াখালীর মাজেদ আলী সরদারের বিধবা কন্যা হাসিনা খাতুনের সাথে একই গ্রামের ফাতেমা খাতুনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ৫ ফেব্রুয়ারি হাসিনার বাবার ৬৬৭৩ নং কোবলা সম্পত্তি যার বর্তমান জরিপে ২২২১ নং খতিয়ানে ৩৯৩ ডিপিতে রেকর্ড হয়েছে। উক্ত জমিতে স্থানীয় প্রভাবশালী নেতাদের নির্দেশে দখল করতে যায়। এ সময় হাসিনা বাঁধা দিলে তাকে ও তার পিতাকে খুন জখমের উদ্দেশে বেধড়ক মারপিট ও শ¬ীলতাহানি ঘটায়। এ ঘটনায় হাসিনা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেন যার নং-৮/৫০ তারিখ-৬-২-২০২১। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে গত ২১ ফেব্রুয়ারী রাতে হাসিনার বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। তখন হাসিনা কোন রকমে তার ৮২ বছরের পিতাকে ঘর থেকে বের করে ৯৯৯ নম্বরে ফোন করলে, তাৎক্ষণিক শ্যামনগর থানার পুলিশ ও কালিগঞ্জের ফায়ার সার্ভিস ঘটনা স্থলে যেয়ে আগুন নিভাতে সক্ষম হলেও ততক্ষণে ঘরের মধ্যে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই। এর পর হাসিনা ২৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা বিজ্ঞ ৫নং আমলী আদালতে ৮ জনকে আসামী করে মামলা করে। বিজ্ঞ আদালত তদন্ত পূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য শ্যামনগর থানাকে নির্দ্দেশ দেন। মামলা করার পর আসামীদের হুমকিতে বাদিনী ও তার পরিবার বর্তমান নিরাপত্তাহীনতায় বসবাস করছে। এ ঘটনায় তিনি জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে বিধবার বসত ঘরে আগুন: আদালতে মামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uATS4J

আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ার মালতিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও মামলা তুলে নেয়ার জন্যে বাদীকে হুমকির দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভূক্তভোগী মো. মোসলেম উদ্দিন মোড়ল শনিবার ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের বৃদ্ধ মো. মোসলেম উদ্দীন মোড়লের সাথে একই এলাকার মৃত নবু শেখের ছেলে মো. আলতাফ শেখ (৫৩) ও তার সহযোগীদের মালতিয়া মৌজার জেএল ৯৩ সাবেক খতিয়ান ৪৬৫, সাবেক দাগ নং ২২৪৯ ও ২২৩৮ জমির পরিমান ০.৬০ একর সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

বিষয়টি নিয়ে মোসলেম উদ্দীন বাদী হয়ে খুলনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। যার নং দেওয়ানী ১০৬/২০১৭। নালিশী সম্পত্তি নিয়ে বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২২-১১-২০১৮ তারিখে শুনানী শেষে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে স্ব স্ব দখল অনুযায়ী বাদিসহ সকল পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। কিন্তু বিবাদী আলতাফ হোসেনসহ তার সহযোগিরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৮ ফেব্রুয়ারি বিরোধীয় জমিতে থাকা বাঁশ ও গাছপালা কেঁটে নেয় এবং জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে মোসলেম উদ্দীনকে মারপিট ও মামলা তুলে নেয়ার জন্যে নানাবিধ হুমকি ধামকি দেয়।

এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি মোসলেম উদ্দীন আলতাফ শেখসহ তার আরও ৫ সহযোগীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। শনিবার বিবাদীরা আবারও গাছপালা কাটতে থাকলে মোসলেম উদ্দীন বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং মামলা তুলে নেয়াসহ জীবননাশের হুমকি দেয় বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলতাফ শেখ সাংবাদিকদের জানান, জমিতে তারা পৈত্রিক সূত্রে ভোগ দখলে আছেন।

জমির রেকর্ডপত্র, খাজনা সবই তারা পরিশোধ করে আসছেন। আদালতের আদেশ থাকা সত্ত্বেও মোসলেম উদ্দীন আগে বাঁশ কেঁটে বিক্রি করেছে। তারপর আমারা বাঁশ কেটেছি। তবে মোসলেম উদ্দীনকে ভয়ভীতি হুমকি ধামকি দেয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবী করেন। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, মোসলেম উদ্দীন মোড়লের একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্যে একজন এসআইকে দায়ীত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

The post আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NJrOM1

বেলুন ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ পালিত হয়েছে। ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ কার্যালয় প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিসবটির উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. বছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানজিল্লুর রহমান। তিনি বলেন, সঠিক ও নির্ভুল পরিসংখ্যান একটি দেশের উন্নয়নের প্রথম শর্ত। যে দেশের পরিসংখ্যান যত উন্নত, সে দেশ তত বেশি উন্নত। তথ্য সংগ্রহ এবং এর গুণগতমান নিশ্চিতে পরিসংখ্যান ব্যুরোর সংশ্লিষ্ট সকলকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম, জেলা সমাজ সেবা অফিস উপ-পরিচালক মো. রোকনুজ্জামান, দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ইব্রাহিম খলিল প্রমুখ। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পরিসংখ্যান ব্যুরোর জেলা ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

The post বেলুন ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bMAlFU

ধুলিহরে কলেজ শিক্ষার্থীর অমতে বিয়ে দেওয়ায় আত্মহত্যা! https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা গ্রামের কলেজ শিক্ষার্থী নবমিতা ম-লের অমতে বিয়ে দেওয়ায় সে ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে পরিবারের চোখ ফাঁকি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

 

জানা গেছে, তেঁতুলডাঙ্গা গ্রামে স্বরজিত ম-লের কন্যা সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী নবমিতা ম-ল (২০) এর সাথে কয়রা থানার শ্রীহমিতলা গ্রামের হিরন্ময় বর্মার পুত্র পরিমল বর্মার সাথে কিছু দিন আগে কন্যার অমতে পরিবারের লোকজন বিয়ে দেন। আর এই নববধূকে সাজসজ্জা করে করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল ১ মার্চ, সোমবার। কিন্তু তার আগেই নববধূ নবমিতা ম-ল আত্মহত্যার করে। এব্যাপারে স্বামী পরিমল বর্মা জানান, বিয়ের পর থেকে সে আমার সাথে কোন যোগাযোগ করতো না।

আমি মোবাইল ফোনে ম্যাসেজ বা রিং দিলে কোন উত্তর দিতো না। আমাকে এড়িয়ে চলতো। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিয়াতুল্লাহ জানান, তার সাথে কারও প্রেমের সম্পর্ক ছিলো বলে মনে হয়। কেননা নবমিতা ম-লের ঘর থেকে তার হাতের লেখা কয়েক খ-ের একটি চিরকুট ইটের ফাঁকে পাওয়া গেছে। একাধিক টুকরো থাকার কারণে সবটুকু ভালভাবে বোঝা না গেলোও রুদ্র নামে একটি কথা খুবই স্পষ্টভাবে লেখা ছিলো। আসলে কে এই রুদ্র এমন প্রশ্নের জবাবে তার পরবিারের লোকজন কোন উত্তর দিতে পারেনি। স্বরজিত ম-ল ও তার স্ত্রী কন্যার মৃত্যুর ব্যাপারে কোন কারণ বলতে পারেনি। এদিকে একাধিক সূত্র জানায়, কলেজ ছাত্রীর অমতে পরিবারের লোকজন বিয়ে দেওয়ায় এমন আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য বিপ্লব বিশ্বাস, আনিছুর রহমান, ইউপি সদস্যা আঞ্জুয়ারা বেগম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয় বলে থানা সূত্রে জানা যায়।

The post ধুলিহরে কলেজ শিক্ষার্থীর অমতে বিয়ে দেওয়ায় আত্মহত্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mw9KV7

বুড়িগোয়ালিনীতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর): শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল ও তাদের সহযোগীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে উপকূলীয় প্রান্তিক মৎস্য চাষীদের প্রণোদনা তালিকা প্রণয়নে অর্থের বিনিময়ে, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও প্রকৃত মৎস্য চাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রকৃত প্রান্তিক মৎস্য ও ঘের ব্যবসায়ীদের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে কয়েক শত ঘের ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জিএম গোলাম মোস্তফা।
৭নং ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামান মৌয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, ঘের ব্যবসায়ী আব্দুস সাত্তার মোড়ল, আব্দুল আলিম, মোমিনুর রহমান প্রমুখ।
স্থানীয় ঘের ব্যবসায়ী সাত্তার মোড়ল বলেন, আম্পান এবং বুলবুলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ওয়ার্ডের মাত্র ৭জন ঘের ব্যবসায়ীকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। আমি একজন প্রকৃত ঘের ব্যবসায়ী। আমার নামে উক্ত তালিকায় একজন ঘের ব্যবসায়ীর নাম থাকলেও সেখানে আমার বা আমার পরিবারের কোন বিকাশ নাম্বার নেওয়া হয়নি।
মোমিনুুর রহমান বলেন, ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাচাতো ভাই। এই বিশ্বজিৎ মৎস্য চাষী ও ঘের ব্যবসায়ীদের তালিকা প্রণয়নে ব্যাপক স্বজনপ্রীতি করেছেন। তার আত্মীয়-স্বজন কেউই এই তালিকা থেকে বাদ পড়েননি। যাদের অধিকাংশই কোন ঘেরের মালিক নয়।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হলেও কিছু কিছু দালাল ও চাটুকারদের কারণে আমাদের মতো জনপ্রতিনিধিরা বদনামের শিকার হন। আমার ৪নং ওয়ার্ডে হিন্দু-মুসলমান সকলের বসবাস। কিন্তু এই তালিকা প্রণয়নে ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল মোট ১০৬ জনের মধ্যে ৯৫ জন হিন্দু পরিবার এবং মাত্র ৯জন মুসলিম পরিবারকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। আর যে টাকাগুলো পাঠানো হয়েছে তার অধিকাংশই ধনাঢ্য পরিবারের এবং ঘের ব্যবসায়ী নয়। আবার অনেকে যারা মৎস্য দপ্তর বা তাদের দালাল শ্রেণি-তাদেরকে উৎকোচ বা ভাগবন্টনের মাধ্যমে তালিকা প্রণয়ন করেছে। আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

The post বুড়িগোয়ালিনীতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38aNbNt

করোনা প্রতিরোধে টিকা নিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা নিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

শনিবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  জেলা পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা সদর হাসপাতালে উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা গ্রহণ করেন।

এসময় তার স্ত্রী সালেহা ইসলামও করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা নিয়েছেন।

করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা গ্রহণকালে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের ডা জয়ন্ত সরকার, সিনিয়র নার্স শাহরিয়ার ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, নিশান হাসান, পারভেজ, সানজির প্রমুখ।

The post করোনা প্রতিরোধে টিকা নিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mtu89d

Friday, February 26, 2021

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ইটভাটা শ্রমিক নিহত https://ift.tt/eA8V8J

 সাতক্ষীরার তালতলা স্কুলের সামনে মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বুরহানউদ্দিন জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস নামক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।
পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়।
আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

The post সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ইটভাটা শ্রমিক নিহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZYeNRj

ভাষার গান https://ift.tt/eA8V8J

মঞ্জীর বাগ

ডানা পেতে ইচ্ছে হয়,উড়ে যাই
ছুঁয়ে আসি, এই ভাগীরথীর জল মেখে
কর্ণফুলী, মেঘনা,যমুনার জল। জলে ভেসে
না জন্মানো দিনে গান শুনেছি,মায়ের ভাষায়
ভাষার গান থাকে, ঘ্রাণ থাকে মায়ের মতন

আমার অশ্রুর রঙ নীল তোমার ও। আঁচলে দুঃখ বেঁধে সুখের কড়ি ছুঁয়ে আমার অক্ষর সাধনা
অক্ষরের ঘ্রানে মিশে থাকে পাকা ধানের মাটি গান
অক্ষর সত্য। বান্ধব। নিভৃত ঈশ্বর।

হাঁটছি। যে পথ দিয়ে ভেসে আসছে চর্যাপদে গান
মনসা মঙ্গল পালা,ভাঙা বাংলা ট্প্পার নিধি
মরমি চাষীর গানে রৌদ্র জল একাকার

রক্তে ভেসে যাচ্ছে যারা কোলে তুলে নিই
তুলে নিই গান গাওয়ার উত্তরাধিকার
এক মরমী ভাষার ডাকে চন্দন বনের উৎসব

সকলের মুখোশ পরে আছে। মানুষের পৃথিবী
আলাদা মুখোশ ধারী কেউ এসে আমাদের মুখ
বন্ধ করে দিতে চায়, কেড়ে নিতে চায় ভাষা

নদী বিষণ্ন হলে আকাশ ছুঁয়ে যায় জল
ভাষা গান আমায় জ্যোৎস্না দেখায়,ভাসায়
আমার ভাষার পাসপোর্ট লাগে না

The post ভাষার গান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bF09E4

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা https://ift.tt/eA8V8J

শামীমা সুলতানা

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ও বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন।
এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি (৮ই
ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ) বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত
ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে বেশ কয়েকজন তরুণ ছাত্র জনতা শহীদ হন। তাই এ দিনটি শহীদ
দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর
একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তানের উদ্ভব হয়। ১৯৪৭ সালে
উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
কিন্তু পাকিস্তানের দু’টি অংশ-পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক, ভৌগোলিক ও
ভাষাগত দিক থেকে অনেক মৌলিক পার্থক্য বিরাজ করছিল।

স্বাধীনতার পরপরই পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয়
নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবীরা বলেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। অন্যদিকে পূর্ব
পাকিস্তানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি ওঠে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার
বাংলা ভাষার এ দাবিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে। এতে ঢাকার ছাত্র ও বুদ্ধিজীবী মহল ক্ষুব্ধ হন এবং
ভাষার ব্যাপারে তাঁরা একটি চূড়ান্ত দাবিনামা প্রস্ত্তত করেন। দাবিটি হলো: পূর্ব পাকিস্তানে শিক্ষা ও
সরকারি কার্যাদি পরিচালনার মাধ্যম হবে বাংলা আর কেন্দ্রীয় সরকার পর্যায়ে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে
দুটি বাংলা ও উর্দু।

ভাষাসংক্রান্ত এই দাবিকে সামনে রেখে সর্বপ্রথম আন্দোলন সংগঠিত করে তমদ্দুন মজলিস। এর নেতৃত্বে
ছিলেন অধ্যাপক আবুল কাসেম। ক্রমান্বয়ে অনেক অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সংগঠন এই আন্দোলনে যোগ
দেয় এবং একসময় তা গণআন্দোলনের রূপ নেয়।

অন্যদিকে পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার পাঁয়তারা
চালিয়ে যায়। এতে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার
দাবিতে ১৯৪৭ সালের ৬ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভার আয়োজন করে। সভার পরও
মিছিল-প্রতিবাদ অব্যাহত থাকে। পরবর্তিতে তমদ্দুন মজলিসের অধ্যাপক নূরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান
গণপরিষদের অধিবেশনে সদস্যদের উর্দু বা ইংরেজিতে বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তানের
কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত এ প্রস্তাবের সংশোধনী এনে বাংলাকেও পরিষদের অন্যতম ভাষা
করার দাবি জানান। কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পূর্ববাংলার
মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন বিরোধিতা করার কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এ খবর ঢাকায় পৌঁছলে
ছাত্রসমাজ, বুদ্ধিজীবী ও রাজনীতিকরা বিক্ষুব্ধ হন। পরে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন পরিচালনার
জন্য একটি নতুন রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয়, যার আহবায়ক ছিলেন শামসুল আলম।
১৯৪৮ সালের ১১ মার্চ গণপরিষদের ভাষা-তালিকা থেকে বাংলাকে বাদ দেওয়া এবং পাকিস্তানের মুদ্রা ও
ডাকটিকেটে বাংলা ব্যবহার না করা ও নৌবাহিনীতে নিয়োগের পরীক্ষা থেকে বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাখার
প্রতিবাদস্বরূপ ঐদিন ঢাকা শহরে সাধারণ ধর্মঘট পালিত হয়। ধর্মঘটিদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের
অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা। ধর্মঘটের পক্ষে ‘রাষ্ট্রভাষা
বাংলা চাই’ এই শ্লোগানসহ মিছিল করার সময় শেখ মজিবুর রহমান, শওকত আলী, কাজী গোলাম মাহবুব,
শামসুল হক, অলি আহাদ প্রমুখ গ্রেপ্তার হন। এই কারনে ১২-১৫ মার্চ ধর্মঘট পালিত হয়। আন্দোলনের মুখে
সরকারের মনোভাব কিছুটা নমনীয় হয়। মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ছাত্রনেতাদের সঙ্গে একটি চুক্তি
স্বাক্ষর করেন। তবে চুক্তিতে তিনি অনেকগুলি শর্তের সঙ্গে একমত হলেও বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি
তিনি মেনে নেননি।

১৯৪৮ সালের ১৯ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তান সফরে এসে
ঢাকার দুটি সভায় উর্দুকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। জিন্নাহর বক্তব্য তীব্র প্রতিবাদ
মুখর হয় পূর্ব পাকিস্তানে।
১৯৫০ সালের ১১ মার্চ আবদুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
গঠিত হয়। ১৯৫২ সালের শুরু থেকে ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ মোড় নিতে থাকে। এসময় পাকিস্তানের
প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দীন। রাজনৈতিক সংকট ঘনীভূত হতে থাকে এবং পূর্ব পাকিস্তানের
অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটে। পূর্ব পাকিস্তানের জনগণ মুসলিম লীগের প্রতি আস্থা হারাতে থাকে।
১৯৪৯ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গঠিত হয় নব রাজনৈতিক দল আওয়ামী লীগ।
এরপরে ১৯৫২ইং সালে ভাষা আন্দোলন একটি নতুন মাত্রা পায়।

১৯৫২ সালের ২৭ জানুয়ারি খাজা নাজিমুদ্দীন পল্টন ময়দানে এক জনসভায় বলেন যে,পাকিস্তানের রাষ্ট্রভাষা
হবে কেবল উর্দু। সাথে সাথেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং ‘রাষ্টভাষা বাংলা চাই’ শ্লোগানে ছাত্ররা
বিক্ষোভ শুরু করেন। ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়। ৩১ জানুয়ারি আওয়ামী লীগের
সভাপতি মওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক দলের প্রতিনিধিদের এক
সভায় কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়।
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২১ ফেব্রুয়ারি সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল, জনসভা ও বিক্ষোভ মিছিল
আয়োজনের সিদ্ধান্ত নেয়।
এসব কর্মসূচির বিপরীতে সরকার ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করে সমাবেশ-শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে।
পরদিন সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজের একাংশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্রদের
সভা হয়। ঢাকা শহরের স্কুল-কলেজের হাজার হাজার ছাত্র বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়। ছাত্ররা পাঁচ-সাতজন
করে ছোট ছোট দলে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে আসলে পুলিশ তাঁদের উপর
লাঠিচার্জ করে। ছাত্রছাত্রীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
বিক্ষুব্ধ ছাত্রদের সামলাতে ব্যর্থ হয়ে গণপরিষদ ভবনের দিকে অগ্রসররত মিছিলের উপর পুলিশ গুলি চালায়।
গুলিতে রফিক, জব্বার ও বরকত এবং অলিউল্লাহ (৮/৯ বছরের কিশোর) নিহত হয়। আহতদের হাসপাতালে
ভর্তি করার পরে আবদুস সালাম মারা যায়। এ সময় গণপরিষদের অধিবেশন বসার প্রস্ত্ততি চলছিল। পুলিশের
গুলি চালানোর খবর পেয়ে গণপরিষদ সদস্য মওলানা তর্কবাগীশ এবং বিরোধী দলের সদস্যসহ আরও কয়েকজন
সভাকক্ষ ত্যাগ করে বিক্ষুদ্ধ ছাত্রদের পাশে দাঁড়ান।

পরদিন ২২ ফেব্রুয়ারি ছিল গণবিক্ষোভ ও পুলিশি নির্যাতনের দিন। জনতা নিহতদের গায়েবানা জানাজার নামাজ
আদায় করে শোক মিছিল বের করে। মিছিলের উপর পুলিশ ও মিলিটারি পুনরায় লাঠি, গুলি ও বেয়োনেট চালায়।
এতে শফিউর রহমানসহ কয়েকজন শহীদ হন এবং অনেকে আহত অবস্থায় গ্রেপ্তার হন।
ছাত্ররা যে স্থানে গুলির আঘাতে নিহত হয় সেখানে ২৩ ফেব্রুয়ারি একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়।
১৯৬৩ সালে এই অস্থায়ী নির্মাণের জায়গায় একটি কংক্রিটের স্থাপনা নির্মিত হয়।
১৯৫৬ সাল পর্যন্ত ভাষা আন্দোলন অব্যাহত ছিল। পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকেও
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে এই আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। জাতীয়
পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে বাংলা ও উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ১৬
ফেব্রুয়ারি ১৯৫৬ তারিখে স্বীকৃতি লাভ করে।
১৯৫২ সালের পর থেকে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য বাঙালিদের সেই আত্মত্যাগকে স্মরণ করে দিনটি
উদযাপন করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা
দিবস ঘোষণা করে। এই সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ভাষা আন্দোলনকে একটি
মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। ২০১০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর
একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।

The post শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kqyzhy

আল মাহমুদ:মানুষ সংলগ্ন কবি https://ift.tt/eA8V8J

সানোয়ার রাসেল

আর দশজন স্কুলগামী বঙ্গসন্তানের মতই কবি আল মাহমুদের কবিতার সাথে আমার পরিচয় হয়েছিলো বাংলা পাঠ্যপুস্তকে গ্রন্থিত কবিতার মাধ্যমে। মফস্বল শহরে ছিল আমাদের বাস। হাফবিল্ডিং বাসার সামনে একটা উঠান, উঠানের দুই কোণে তিনটি নারিকেল গাছ। জোছনা রাতে নারকেল গাছের কালচে পাতা চাঁদের আলোয় চিকচিক করে। আমার কিশোর মন উদ্বেল হয়, কিন্তু সেই অনুভূতিকে ভাষায় প্রকাশ করতে পারি না! একটা দমবন্ধ করা কষ্ট বুকে বাসা বাঁধে। সেই সময় আমার বাংলা পাঠ্যপুস্তকে আমি পেয়ে যাই সেই হীরকখনিতুল্য পংক্তিমালা—
নারকেলের ঐ/ লম্বা মাথায়/ হঠাৎ দেখি/
কাল ডাবের মতো/ চাঁদ উঠেছে/ ঠান্ডা ও গোল/ গাল
ছিটকিনিটা/ অস্তে খুলে/পেরিয়ে এলেম/
ঘর ঘুমন্ত এই/ মস্ত শহর/ করছিলো থর/
থর মিনারটাকে/দেখছি যেন/ দাঁড়িয়ে আছেন/
কেউ পাথরঘাটার/ গির্জেটা কি/ লাল পাথরের/ ঢেউ?
আমার অন্তরের অনুভূতিগুলো যেন মুহূর্তেই মুক্তির পথ পেলো। প্রকাশ্য হওয়ার ভাষা পেলো। পেয়ে গেলো গীতল ছন্দে গা ভাসিয়ে দেয়ার একটা মস্ত আনন্দ। সেই থেকে আল মাহমুদ নামটা মাথায় ঢুকে গেলো। আজও ভরা জোছনায় চাঁদের দিকে তাকালে ‘ডাবের মতো ঠান্ডা ও গোলগাল’ শব্দগুলো মনের মধ্যে আপনাআপনিই চলে আসে। লোকজ উপমার এমন অভিনব ব্যবহারে আল মাহমুদ বরাবরই স্বতঃস্ফূর্ত ও সিদ্ধহস্ত ছিলেন।
বাংলা কবিতার অঞ্চলে আল মাহমুদ আবির্ভূত হন পঞ্চাশের দশকে। তার সমকালে প্রায় সকল কবির কবিতায় টের পাওয়া যাচ্ছিলো নগরলগ্নতা, নাগরিক জীবনের হতাশা ও ভঙ্গুরতার সুর, নৈরাশ্যবাদীতা ও বিষাদ— যা কি না ক্ষেত্রবিশেষ কেবলই পাশ্চাত্যের অনুকরণ বলেই প্রতিভাত হচ্ছিলো। সেই সময়ে আল মাহমুদ লোকজ উপাদানকে অবলম্বন করে পূর্ব বাংলার নিজস্ব প্রাণটাকে অক্ষুন্ন রেখেই রচনা করলেন আধুনিকতম কবিতাসমূহ। লোকজ উপাদান ও দেশীয় ঐতিহ্যকে ব্যবহার করলেও বাংলার লোকায়ত জীবনকে প্রকাশ করা আল মাহমুদের কবিতার উদ্দেশ্য নয়। যেমনটি আমরা কবি জসীম উদ্দীনের কবিতায় দেখতে পাই। বরং এই ভূখন্ডের মানুষদের বার বার যেন নিজস্ব ভাষাশৈলী, ঐতিহ্য ও ইতিহাসের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার একটা প্রচেষ্টা ছিল তার কবিতায়। তার প্রথম দুটো কাব্য—লোক লোকান্তর ও কালের কলসে তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তার ‘তিতাস’ কবিতায় তিনি নৌকার পালকে কল্পনা করেছেন যৌবনের প্রতীকের হিসেবে। বলেছেন—
এ আমার শৈশবের নদী/ এই জলের প্রহার/ সারাদিন তীর ভাঙে/ পাক খায়/ ঘোলা ¯্রােত টানে
যৌবনের প্রতীকের মতো/ অসংখ্য নৌকার পালে/ গতির প্রবাহ আনে
কালের কলস কাব্যের ‘জলছবি’ কবিতায় আধুনিক কবিতার আঙ্গিকে আল মাহমুদ কী আশ্চর্যভাবে বলে যান গ্রামসংলগ্ন কথা! যেন মাঠ জুড়ে রোদ আর বৃক্ষশাখার ছায়া তাতে আঁকছে নকশা। সেই নকশার তথা কবিতার খাঁজে খাঁজে কবি এঁকে যাচ্ছেন—

কেমন শীতল লাগে/ নীলাম্বরী জলে ভিজে যায়!
যেন কার বউ তুমি/ পড়ন্ত বয়সী মাতা যেন
ধুলোর খেলায় লিপ্ত/ নগ্ন দু’টি অবোধ শিশুর
অথবা ফিরতে হবে/ ঘোড়া নিয়ে ভাদুগড় গাঁর
তারিক মীরের এক/ খড়ে ছাওয়া স্বপ্নের গহ্বরে।
যেমন ধবলী ফেরে/ পরিতৃপ্ত সন্ধ্যার গোয়ালে

এই যে উৎসের কাছে ফিরে যাওয়ার কথা, এই প্রবণতা আল মাহমুদের কবিতায় লক্ষণীয়। কবি ফিরে যেতে চান, অথচ ফিরে যাওয়ার সমূহ লজ্জা তাকে আড়ষ্ট করে রাখে। যেমনটি দেখতে পাওয়া যায় ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায়—

কুয়াশার শাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো/
শিশিরে আমার পাজামা ভিজে যাবে/
চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ লাল সূর্য উঠে আসবে/
পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে/
সামনে দেখবো পরিচিত নদী/
ছড়ানো ছিটানো ঘরবাড়ি/
গ্রাম/
জলার দিকে বক উড়ে যাচ্ছে/
তারপর/
দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা/
কলার ছোট বাগান/
দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে/
বৈঠকখানা থেকে আব্বা/
একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন/
ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্জিবান…/
বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন/
ভালোই হলো তোর ফিরে আসা/
তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়/
হাত মুখ ধুয়ে আয়/
নাস্তা পাঠাই/
আর আমি মাকে জড়িয়ে ধরে/
আমার প্রত্যাবর্তনের লজ্জাকে/
ঘষে ঘষে/
তুলে ফেলবো
কী অপূর্ব! এই যে ট্রেন ফেল করে কাকভোরে গ্রামের দিকে, ঘরের দিকে ফিরে আসার লজ্জা— এ যেন কুয়াশায় কাছে হারতে থাকা রোদের গা বেয়ে বেয়ে পিতার কুরআন তেলাওয়াতের আওয়াজে সংকুচিত হয়ে আমার মধ্যেও সংক্রমিত হয়। আর কবিতার শেষে এসে আমিও মায়ের আঁচলে মুখ ঘষে ঘষে আমার যাবতীয় লজ্জা থেকে রেহাই পেয়ে যাই। এ ভাবেই আল মাহমুদের কবিতা আমার ভিতর ক্রিয়া করে চলে। এভাবেই পূর্ব-বাংলার প্রকৃতি ও ভাষা অবিচ্ছেদ্যভাবে মিশে থাকে তার কবিতায়। তিনি একবার নাসির আল মামুনকে দেয়া এক সাক্ষাতকারে বলেছিলেন—
‘পূর্ব বাংলার ভাষা আসল বাংলা ভাষা। আমরা কোনো মৃত ভাষায় সাহিত্য করি না। যাঁরা করেন, কলকাতা তাঁদের লালন করে। আমাকে তারা প্রভাবিত করতে পারেনি, জসীমউদ্দীনকেও পারেনি।’ আবার অন্যত্র আল মাহমুদ বলেছেন, ‘… রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আধুনিক বাংলা ভাষা বহু কবির বহু ব্যবহারে জীর্ণ হয়ে গেছে। তিরিশ, চল্লিশ থেকে শুরু করে সত্তর দশক পর্যন্ত কবিরা যে শব্দরাজি তাদের কাব্যে ব্যবহার করে এসছেন তা মূলত: রবীন্দ্রনাথেরই। জীবনানন্দ দাশ সমস্যাটা উপলব্ধি করে কিছু আঞ্চলিক শব্দে তার কবিতার শরীর নির্মাণ করলেও এ ব্যাপারে তার খুব বেশি সচেতন প্রয়াস ছিল না।… আমি ভেবেছিলাম যদি আধুনিক বাংলা ভাষার স্ট্রাকচারের মধ্যে প্রচুর আঞ্চলিক শব্দ উপযুক্ত মর্যাদায় ব্যবহার করা যায় তাতে আমাদের সাহিত্যও গতিময় হয়ে উঠবে। আমি ঠকিনি।’ (সাজ্জাদ বিপ্লব সম্পাদিত ‘সাক্ষাতকার আল মাহমুদ’ গ্রন্থের প্রথম সাক্ষাতকার)
আল মাহমুদ কবিতায় অকপট ছিলেন। তার কবিতা তার বিশ্বাসকে ধারণ করতো, প্রকাশ করতো। আল মাহমুদের প্রথম দিকের কবিতা যেমন তার বিশ্বাসের প্রকাশ ঘটেছে, তেমনি তার বিশ্বাসের বাঁক বদলের প্রতিচ্ছবিও তার কবিতায় বিম্বিত হয়েছে। তাই আমি সোনালী কাবিন গ্রন্থে তাকে বলতে দেখেছি—
এ মৃত্তিকা প্রিয়তমা কিষাণী আমার/
বিলের জমির মতো জলসিক্ত সুখদ লজ্জায়/
যে নারী উদাম করে তার সর্ব উর্বর আধার
কিংবা
দেহ দিলে দেহ পাবে
দেহের অধিক মূলধন
আমার তো নেই সখি
যেই পণ্যে অলঙ্কার কিনি
বিবসন হও যদি
দেখতে পাবে আমাকে সরল
পৌরুষ আবৃত করে জলপাইয়ের পাতাও থাকবে না
অথবা
শষ্যের সপক্ষে থেকে যতটুকু অনুরাগ পারি/
তারো বেশি ঢেলে দেবো আন্তরিক রতির দরদ/
সলজ সাহস নিয়ে ধরে আছি পট্টময় শাড়ি/
সুকণ্ঠি কবুল করি/
এ অধমই তোমার মরদ/
আবার সেই আল মাহমুদই বলেছেন, ‘… নারীর কাছে করুণা ভিক্ষাকে এতদিন প্রেম নামে চালোনো হয়েছে। এই ভিক্ষাবৃত্তি আর নয়।…’

লোক লোকান্তর (১৯৬৩) ও কালের কলস (১৯৬৬) এ দুটি কাব্য প্রকাশের পর পরই মাত্র বত্রিশ বছর বয়সে কবি আল মাহমুদ ১৯৬৮ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। সোনালী কাবিন কবিকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা।
সোনার দিনার নেই
দেনমোহর চেয়ো না হরিণী
যদি নাও
দিতে পারি কাবিনবিহীন হাত দু’টি
আত্মবিক্রয়ের স্বর্ণ কোনোকালে সঞ্চয় করিনি…
এই সব পঙ্ক্তি আমাকে এখনও কী দারুণভাবে আলোড়িত করে! সত্যিই কবি আত্মপ্রবঞ্চনার স¦র্ণ খরিদ করেননি। যাকে সত্য বলে জেনেছেন, তাকে বিনা দ্বিধায় কবিতায় ঠাঁই দিয়েছেন। আইয়ুবের স্বৈরশাসন-পরবর্তী বিগত দশকগুলোয় কত স্বৈরতন্ত্র আর গণতন্ত্রের মুখোশে কতবার কত সিউডো-ডেমোক্রেটিক প্রতিক্রিয়াশীল সরকারের শাসনামল পার করলাম ও করছি, তথাপি—
ট্রাক! ট্রাক! ট্রাক!
শুয়োরমুখো ট্রাক আসবে/
দুয়োর বেঁধে রাখ/
কেন বাঁধবো দোর জানালা/
তুলবো কেন খিল?/
আসাদ গেছে মিছিল নিয়ে/
ফিরবে সে মিছিল/
ট্রাক! ট্রাক! ট্রাক!/
ট্রাকের মুখে আগুন দিতে/
মতিয়ুরকে ডাক..
এর মতো তীব্র সাহসী চরণ আর ক’টাই বা পেলাম? কবিতা শুধুই শান্ত-স্নিগ্ধ-কোমল প্রকৃতির রূপ বর্ণনা করবে আল মাহমুদ তা বিশ্বাস করতেন না। তিনি বলেছেন, ‘…শান্তির সপক্ষে এক ধরণের আন্তর্জাতিক ভ-ামি শুরু হয়েছে। অথচ মহাযুদ্ধেরও একান্ত দরকার…’। তাই তিনি কবিতায় যুদ্ধের প্রত্যাশাও ব্যক্ত করেছেন। বখতিয়ারের ঘোড়া কবিতায় আমরা সেই প্রত্যাশা অবলোকন করি—

মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে/
মনে হয় রক্তই সমাধান/
বারুদই অন্তিম তৃপ্তি/
আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে উঠি।

যে চেতনা ও আদর্শ নিয়ে আল মাহমুদ যাত্রা শুরু করেন, বাংলা সাহিত্যের জগতে সুনাম ও প্রতিপত্তি অর্জন করেন, এক পর্যায়ে সে চেতনা ও আদর্শের জায়গা থেকে সরে এসেছিলেন। তার কবিতাতেও এই আদর্শিক পরিবর্তনের প্রভাব পড়ে। বলা হয়ে থাকে ইসলামি আদর্শে বিশ্বাসী হয়ে সেই ভাবধারার কবিতা রচনা করার জন্য আল মাহমুদ বাংলাদেশের সাহিত্যের তথাকথিত প্রগতিশীল অংশ, যারা এ দেশের সাহিত্য অঙ্গনের ইজারাদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে রেখেছেন, তাদের কর্তৃক একঘরে হয়েছেন। আল মাহমুদ তার বিশ্বাসের বাক্ বদলের পর নানাভাবেই বঞ্চনার স্বীকার হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। ব্যক্তিগতভাবে আল মাহমুদকে গালিগালাজ করা হয়েছে। বলা হয়েছে আল মাহমুদ মার্কসবাদী ছিলেন এবং তিনি বিশ্বাসঘাতক। তাকে মৌলবাদী হিসাবেও আখ্যা দেয়া হয়েছে। যদিও তিনি বিভিন্ন সময় নিজের অবস্থান পরিষ্কার করেছেন, কিন্তু সেই ইজারাদারগণ তাতে কর্ণপাত করেনি। আল মাহমুদ প্রথম জীবনে মার্কসবাদী ছিলেন না। তিনি রোমান্টিক ধারার কবি ছিলেন। পরবর্তীতে তিনি যখন ঢাকায় আসেন তখন মার্কসবাদে বিশ্বাসী হন। মার্কসবাদে বিশ্বাসী হয়েও তার কবিতায় কখনই সেই অর্থে মার্কসবাদের প্রতিফলন ঘটতে দেখা যায়নি। তথাপি, সেই সময়ে তাকে কবি হিসাবে সম্মান না করার কোনো উপায় তৎকালীন সময়ের সাহিত্যসমালোচকদের কাছে ছিল না। স্বাধীনতার পর কবি যখন জেল খাটেন, সেই সময়টায় তার মধ্যে আদর্শিক পরিবর্তন ঘটে, তিনি মার্কসবাদ পরিত্যাগ করেন। মার্কসবাদ পরিত্যাগ করার ফলে আশ্চর্যজনকভাবে তার কবিতারও সমালোচনা করা হয়। তার সমসাময়িক সাহিত্যিকগণ, যারা তার কবিযশগুণে গোপন ঈর্ষায় ভুগছিলেন, তারাও এক মহাস্ত্র হাতে পেয়ে গেলেন। তাকে আদর্শচ্যুত, মৌলবাদী ইত্যাদি নানা অপবাদে ব্রাত্য করার চেষ্টা চললো। অথচ তার কবিতায় সেসবের চিহ্ন বা প্রমাণ তারা বের করতে পারবে না। কেননা, তার লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া, এই বইগুলোর ধারাবাহিকতায় দেখতে পাওয়া যাবে যে, আল মাহমুদ যে মুসলিম পরিবার থেকে এসেছেন, সেই পরিবারে ব্যবহৃত ইডিয়মগুলোই তিনি তার প্রথম বই থেকেই ব্যবহার করেছেন। তার যে বইটিকে সবচেয়ে বেশি বামপন্থী বলা হয়ে থাকে, তাতে ‘প্রত্যাবর্তনের লজ্জা’ নামক কবিতায় আল মাহমুদ পবিত্র কুরআনের আয়াত— ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান— ব্যবহার করেছেন। যে সমস্ত আরবী-ফারসী শব্দ সমাজে মিশে আছে বহু শতাব্দী ধরে, যা আসলে এখন প্রাচীন বাংলা ভাষারই বৃহত্তম অংশ, আল মাহমুদ তার বিশ্বাসের বাক্ বদলের আগে থেকেই কবিতায় সেসব ব্যবহার করে আসছেন। যেমন ‘কাবিন’— ডকুমেন্ট অব লাভ— যা আমাদের কবিতাতে হাজার বছরেও ব্যবহার করা হয়নি, আল মাহমুদ তা সোনালী কাবিনে ব্যবহার করলেন। তিনি আরও লিখলেন, ‘রেহেলের মত হাত তুলে আছি’র মতো পঙ্ক্তিসমূহ। তাই আল মাহমুদ ঐতিহ্যচ্যুত হয়ে কবিতা লিখেছেন, এটা নিছকই কবির প্রতি অন্যায় অপবাদ। তবে তার এই বিশ্বাসের বাক্ বদলকে আল মাহমুদ বিদ্বেষীরা ব্যাপকভাবে কাজে লাগানোর অপপ্রয়াস চালিয়েছেন। এমনকী তাকে সমালোচনা থেকেও বাদ দেয়ার চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আল মাহমুদ ও তার কবিতা এতটাই প্রাসঙ্গিক ও শক্তিশালী ছিলো যে, তাদের সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। আল মাহমুদ বাংলাদেশের মানুষের কাব্যবোধের উপর আস্থা রেিেখেছলেন শেষ পর্যন্ত। এ প্রসঙ্গে তার কিছু কথা উল্লেখ না করলেই নয়—
‘হাজার বছরের ইতিহাসের পরীক্ষায় বাঙালি জাতির মনুষ্যত্ববোধ তথা কাব্যবোধ উত্তীর্ণ হয়ে এসেছে। আবহমানকাল থেকে তারা তাদের কবিদের, শিল্পীদের যোগ্য সম্মান দিয়ে এসছেন, ভবিষ্যতেও দেবেন। এটা এখন নিশ্চিত জানি, দেশের মানুষের জন্য লিখছি, তাদের প্রেম, কাম, সাহস, সহনশীলতা, ধর্ম, স্বাধীনতাপ্রিয়তা ও অপরিসীম দারিদ্র্য নিয়ে লিখছিÑলিখছি বাঙালি জাতির সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে। একদিন সুন্দর ভবিষ্যৎ এসে আমাদের শ্রমের মূল্য দেবে, আমরা সুখে, সম্মানজনকভাবে বেঁচে থাকবো।’
লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন হয়ে মায়াবী পর্দা দুলে ওঠো। তারপর বখতিয়ারের ঘোড়া— আল মাহমুদের এই জার্নি একজন অকপট কবির বিশ্বাসের জার্নি, তার প্রকৃতিবাদী থেকে সংশয়বাদ হয়ে সুনির্দিষ্ট বিশ্বাসে থিতু হওয়ার জার্নি। এই জার্নিতে কবি আল মাহমুদ সমিল, গীতিধর্মী, পয়ার, মাত্রাবৃত্ত থেকে শুরু করে গদ্যধর্মী এমনকী নিরাভরণ গদ্যে কেবল বক্তব্যকে প্রাধান্য দেয়া কবিতা নিয়েও নিরীক্ষা চালিয়েছেন। টুলস হিসাবে প্রকৃতি-প্রেম-নারী থেকে শুরু করে প্রতিবাদ ও যুদ্ধকে পর্যন্ত গ্রহণ করেছেন। উপমা-উৎপ্রেক্ষায় সর্বদাই প্রাধান্য দিয়েছেন পূর্ব-বাংলা তথা বাংলাদেশের নিজস্ব শব্দ ও রীতি। পাশাপাশি অনেক কাব্যে আল মাহমুদ প্রচুর ইসলামি পারিভাষিক শব্দের সফল ব্যবহার করেছেন। তবে সেই শব্দগুলোও ব্যবহারিক দিয়ে এই ভূখন্ডের জনমানুষের সংলগ্নই ছিলো। অর্থাৎ এই জার্নিতে আল মাহমুদকে আমি অনুভব করেছি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সংলগ্ন একজন কবি হিসাবে।

১৯৩৬ খ্রিস্টাব্দের ১১ জুলাই জন্মগ্রহণ করে এই ২০১৯ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি কবি ইহলোক ত্যাগ করেন। মহান রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুলত্রুটি মার্জনা করে পরওয়ারদিগারের রহমতের কুদরতি চাদরে কবিকে পরম মমতায় ঢেকে রাখুন এই কামনা করি। পরিশেষে কবি আল মাহমুদের প্রতি আমার শ্রদ্ধা ও ভলোবাসার নিদর্শন হিসাবে কয়েকটি পঙ্ক্তি উচ্চারণ করে এই লেখাটি শেষ করছি—

এ কোন অবাস্তব এক কুয়াশার রাত!
অন্ধকারের ঘন ঘ্রাণের সাড়া
গহীন দীঘিতে শুনি কেমন ছলাৎ
মিনারের গায়ে চিনা মাটির তারা

হেঁটে হেঁটে চলে আসি মাঠেদের শেষে
গোলগাল ঠান্ডা চাঁদ হঠাৎ হলুদ
দৃশ্যেরা জন্ম নেয় স্মৃতিদের বেশে
নির্বাক হয়ে দেখে আল মাহমুদ!

অভিমান ব্যাগে ভরে আজও কত লোক
অপেক্ষা নিয়ে বাঁচে পালাবে বলে
কতজন লজ্জা নিয়ে ফিরে মুছে চোখ
শান্তি পায় মায়েদের আঁচল তলে

ফেরার লজ্জা ভুলে আমরা বাঁচি ফের
কিশোরি আয়েশা প্রেমে যেন হই বুঁদ
মক্তবে মায়া ঝরে খুব পাই টের
শুধু চুপ হয়ে যান আল মাহমুদ!

মায়েদের নোলকেরা কতই হারায়
আমরা গহীন জলে ডুবে ডুবে খুঁজি
কেউ কেউ খুঁজে পেয়ে ঘরে ফিরে যায়
কেউ নিজে— নিজেকেই হারালই বুঝি!

আর কি গো হবে খোঁজা নদীদের জলে
আর কি গো হবে লেখা উপমহাদেশ
নিথর হয়েছে কবি আল মাহমুদ
কবিতায় তার কথা বলে যাবে দেশ।

The post আল মাহমুদ:মানুষ সংলগ্ন কবি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rbaPAw

২১-শে ফেব্রুয়ারি https://ift.tt/eA8V8J

শেখ তামিম বিল্লাহ
তাজা রক্ত ঝলসে পড়া দিন,
শত মায়ের অশ্রু দিয়ে গাঁথা বাংলার ঋণ ;
রাজপথে গর্জে ওঠো বাঙালি প্রাণের ভাষা,
অ-আ-ক-খ,বাংলায় হবে রাষ্ট্রভাষা মায়ের মুখের আশা;
প্রভাত হয়েছে জেগে ওঠো বাঙালি সোনার বাংলায়,
রফিক, শফিক, সালাম, বরকত আরো কত বীর শহীদের শ্রদ্ধায়;
শহীদ মিনারে ফুলে ফুলে বজ্রকন্ঠে বাজে ভাষার জয় গান,
ভাইহারা অমর ২১-শে আজ,বীর বাঙালির অবদান।

The post ২১-শে ফেব্রুয়ারি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qYojjd

হ্যান্ডকাপ খুলে পালানো সেই গাঁজা ব্যবসায়ী ফের গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটা থানায় সোপর্দের সময় হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়া দূধর্ষ গাঁজা ব্যবসায়ী জাকির হোসেনকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকালে র‌্যাব ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুলিয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে। এরআগে বুধবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া থেকে দেড় কেজি গাঁজাসহ সেকেন্দ্রা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও দূধর্ষ মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা। পরদিন বৃহষ্পতিবার বিকালে পুলিশে সোপর্দের জন্য তাকে দেবহাটা থানায় নিয়ে জানালার সাথে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখার আট মিনিটের মধ্যেই কৌশলে হ্যান্ডকাপটি খুলে পালিয়ে যায় জাকির। এঘটনার পর তাকে গ্রেপ্তারে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব ও দেবহাটা থানা পুলিশ।

জাকিরকে পুনরায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, তার পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে কুলিয়া এলাকা থেকে জাকিরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের (মামলা নং-১২) শেষে আদালতের মাধ্যমে জাকিরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।##

The post হ্যান্ডকাপ খুলে পালানো সেই গাঁজা ব্যবসায়ী ফের গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pYlFZs

সাতক্ষীরায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ক্ষুরারোগ https://ift.tt/eA8V8J

এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর ক্ষুরারোগ। আক্রান্ত হয়ে মারা যাচ্ছে শতশত গরু। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারীরা।

সাতক্ষীরা সদর উপজেলার ১ লক্ষ ৬০ হাজার গবাদিপশু রয়েছে চরম ঝুঁিেকতে। গবাদিপশু খামার মালিকরা জানান, সদর উপজেলার ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংড়ি, আলিপুর, লাবসা, ঝাউডাঙ্গা, বল্লী, বাঁশদাহ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গবাদি পশুর ক্ষুরারোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে এই রোগে আক্রান্ত হয়ে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ঘোষপাড়ায় মারা গেছে অন্তত ১৮টি গরু। ফিংড়ির বালিথায় মারা গেছে আরও কয়েকটি। একই ইউনিয়নের ফয়জুল্যাপুরে মারা গেছে দুটি গরু। আক্রান্ত হয়েছে শতশত গরু।

 

প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার পরও এই রোগে আক্রান্ত পশুকে বাঁচানো সম্ভব হচ্ছে না। ফলে এই উপজেলার গবাদি পশু নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন খামারীরা। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকার সুব্রত বিশ্বাস নয়ন জানান, গত এক সপ্তাহের মধ্যে তার এলাকার সুভাস ঘোষের ১টি, কার্তিক ঘোষের ১টি, গৌর ঘোষের ১টি, বাবুরাম বিশ্বাসের ১টি, বাবু বিশ্বাসের ১টি, নিতাই ঘোষের ১টি, নিরঞ্জন ঘোষ ছট্টু মেম্বরের ৬টি, হরেন্দ্রনাথ ঘোষের ১টি ও বাবু ঘোষের ১টি গরু ক্ষুরারোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এ রোগে আক্রান্ত হয়েছে প্রায় প্রত্যেক গোয়ালের গরু। তিনি আরও জানান, হঠাৎ করেই গবাদি পশুর মধ্যে ক্ষুরারোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, প্রথমে গরুর পায়ে ক্ষতচিহ্ন দেখা যায়। এরপর কাঁপুনি দিয়ে জ্বর আসে। মুখ দিয়ে লালা ঝরে। রোগাক্রান্ত গরুটি হাঁটাচলা করতে পারে না। কোনো প্রকার খাবার খেতে পারে না। স্থানীয়ভাবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। এরপরও এই রোগে আক্রান্ত গরুকে বাঁচানো যাচ্ছে না। অভিযোগ করেন, প্রাণিসম্পদ অধিদফতরে চিকিৎসাসেবা কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছে। রোগাক্রান্ত পশুর ব্যাপারে পরামর্শ নিতে সরকারি প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়েও কাউকে পাওয়া যায় না।

 

এই সময়েও বাণিজ্যিকভিত্তিতে পশুর চিকিৎসা দেওয়া নিয়ে ব্যস্ত থাকেন বলে তারা অভিযোগ করেন। তাদের পশুকে ক্ষুরারোগের আক্রান্ত থেকে প্রতিকার চেয়ে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান খামার মালিকরা।সাতক্ষীরা সদর উপজেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাম প্রসাদ মন্ডল বাবু বলেন, হঠাৎ করেই এই রোগ দেখা দিয়েছে। শুধু সাতক্ষীরায় নয়, সারা দেশে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি আরও বলেন, রোগে আক্রান্ত হওয়ার গবাদি পশু হার্ট লিক হয়ে শ্বাস কষ্টজনিত কারণে তাৎক্ষণিক মারা যাচ্ছে। ভ্যাকসিন দিলেও কাজ হচ্ছেনা। করোনা ভাইরাসের মতই এ রোগের ভাইরাস মিউটেশন চেঞ্জ করে। আমাদের দেশে গবাদি পশুর ৩টি স্টেজের উপর ভ্যাকসিন দেওয়া হয়। কিন্ত যে রোগ দেখা দিয়েছে তাতে আছে ৫টি স্টেজ। ফলে ভ্যাকসিনে কোন কাজ হচ্ছেনা।

সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জয়ন্ত কুমার সিংহ জানান, সাতক্ষীরা সদর উপজেলায় ১লক্ষ ৬০ হাজার গবাদিপশু রয়েছে। কিন্তু ভ্যাকসিন পাওয়া গেছে মাত্র ৪ হাজার। সরকারি ভ্যাকসিন ১২ টাকা। সেখানে বেসরকারি ভ্যাকসিন ৫০টাকা। সরকারি ভ্যাকসিন সংকট থাকায় বেসরকারিভাবেও ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খামারীরা বেসরকারিভাবে উন্নত ভ্যাকসিন দিলেও গবাদি পশু বাঁচানো যাচ্ছেনা। বিশেষ করে গবাদিপশুর বাছুর আক্রান্ত হলে বাঁচানো সম্ভব হচ্ছেনা। তিনি বলেন, সদর উপজেলায় ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। ডাক্তার জয়দেব বলেন, ক্ষুরারোগে আক্রান্ত হয়ে কোন গরু সুস্থ্য হলে সেই সুস্থ্য গরুর রক্ত আক্রান্ত গরুকে দিলে এ রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। তবে কেউ রক্ত দিতে ও নিতে চায়না বলে মন্তব্য করেন তিনি।

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শহিদুল ইসলাম আগেই বলেছেন, গরু ক্ষুরারোগে আক্রান্ত হচ্ছে খবরটি শুনেছি। এবিষয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে কর্মকর্তারা কাজ করছে। চাহিদার তুলনায় ভ্যাকসিন কম থাকায় একটু সমস্যার সৃষ্টি হচ্ছে।

The post সাতক্ষীরায় ছড়িয়ে পড়েছে গবাদি পশুর ক্ষুরারোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kvdWRE

কলারোয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনুর রহমান (৩৯) নামে এক ব্যক্তি আটক হয়েছে। সে পৌর সদরের গদখালী গ্রামের আব্দুস সামাদের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌর বাজারের কাচা মাল ব্যবসায়ী হাসানুর এর দোকানের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য ১৩হাজার টাকা। থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

The post কলারোয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NHO1tU

দুর্নীতি অনিয়মের অভিযোগে ডুমুরিয়ার নুরানিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বহিস্কার https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: দুর্নীতি অনিয়মের অভিযোগে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর নুরানিয়া ইসলামীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রহমাতুল্যাহকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বুধবার মাদ্রাসার গভর্নিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের নুরানিয়া ইসলামীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রহমাতুল্যাহ মাদ্রাসায় অফিস সহকারি পদে কর্মচারী নিয়োগের জন্যে জনৈক বিল¬াল হোসেন নামের এক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ গ্রহণ করেন। এছাড়া তিনি মাদ্রাসার রেজুলেশন খাতায় সভাপতির স্বাক্ষর জাল জালিয়াতি মাধ্যমে কর্মচারী নিয়োগের অপচেষ্টা চালায়। বিষয়টি জানা জানি হলে চাকরি প্রার্থী বিল¬াল হোসেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এর নিকট ঘুষ বাবদ দেয়া দেড় লাখ টাকা ফেরতসহ প্রতিকার চেয়ে গত ১৩ ডিসেম্বর-২০ তারিখে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এক পর্যায়ে বিষয়টি ধামা চাপা দিতে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তার নেয়া টাকার মধ্যে হতে ৫০ হাজার টাকা বিল¬াল হোসেনকে ফেরত দেন। এতেও শেষ রক্ষা হয়না অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. রহমাতুল্ল¬াহর। অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর-২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল ওয়াদুদ মাদ্রাসা গভর্নিং বডির সদস্যদের উপস্হিতিতে অভিযুক্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বক্তব্য শোনেন এবং এক পর্যায়ে ইউএনও বিষয়টি বিধি অনুযায়ী মাদ্রাসা গভর্নিং বডিকে ব্যবস্হা নিতে নির্দেশ দেন। গভর্নিং বডি অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগর প্রেক্ষিতে গত বুধবার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রহমাতুল্যাহ কে সাময়িক বহিস্কার করে একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করার জন্যে বলা হয়েছে। ওই সভায় মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মো. আবু মোস্তফাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পন করা হয় এবং সকল মাদ্রাসার কাগজপত্র, দলিলপত্রাদি, হিসাব-নিকাশসহ সকল কিছু ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মোস্তফার কাছে বুঝিয়ে দেয়ার জন্য বলা হয়।

এবিষয়ে নুরানিয়া ইসলামীয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি স ম নুরআলী জানান, অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রহমাতুল্যাহ’র বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে চাকরির দেবার নামে অবৈধভাবে অর্থ গ্রহণ এবং রেজুলেশন বহিতে আমার (সভাপতির) স্বাক্ষর জাল জালিয়াতিসহ তার বিরুদ্ধে আনীত অধিকাংশ অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

The post দুর্নীতি অনিয়মের অভিযোগে ডুমুরিয়ার নুরানিয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষকে সাময়িক বহিস্কার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bIlZX9

দেবহাটায় বিজয় দিবসে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন https://ift.tt/eA8V8J

মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সখিপুর উদয়ন সংঘ ও প্রগতি সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে গাজিরহাট প্রগতি সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর এর মধ্যকার খেলার উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপি।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আয়োজক কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন ও খেলার উদ্যোক্তা মাজহারুল আনোয়ারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। গাজিরহাট প্রগতি সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর এর মধ্যকার খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর ৩-০ গোলে জয় লাভ করেন।

The post দেবহাটায় বিজয় দিবসে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3swaBo5