Thursday, February 25, 2021

আশা’র সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে আশা’র লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আশার জেলা কার্যালয়ে আশা’র জেলা ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে মিটিংয়ে বক্তব্য রাখেন ব্যবসায়ী শেখ হাবিবুর রহিম, সমিত কুমার ঘোষ, মো. আল আমিন, নূর মোহাম্মদ, মো. হাতেম গাজী। অনুষ্ঠানে আশা’র পক্ষে বক্তব্য রাখেন ব্যবস্থাপক মো. আলঙ্গীর হোসেন ও শাখা ব্যবস্থাপক সুশান্ত ঘোষ। অনুষ্ঠান পরিচালনা করেন হোপ ফর দি পুওরেস্ট’র টাওন কো-অর্ডিনেটর মৃনাল সরকার।

The post আশা’র সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ মিটিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qUdVJn

No comments:

Post a Comment