Saturday, February 27, 2021

সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন: সভাপতি ৬, সম্পাদক ৪সহবিভিন্ন পদে যাচাই-বাছাই শেষে ৪১জন প্রার্থীকে বৈধ ঘোষণা https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬মার্চ বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মোট ৭৯জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪১ জনের। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটি ৪১ জনের তালিকা প্রকাশ করে। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদের ৬ জন: সাপ্তাহিক মুক্ত স্বাধীনের মো. আবুল কালাম, চ্যানেল আই’র আবুল কালাম আজাদ, আরটিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভি’র মমতাজ আহমেদ বাপী, বিটিভি’র মোজাফ্ফর রহমান এবং এটিএন বাংলা’র এম কামরুজ্জামান। সহ-সভাপতি পদে ২ জন: দৈনিক সাতনদীর হাবিবুর রহমান এবং দৈনিক ইনকিলাবের আব্দুল ওয়াজেদ কচি। সাধারণ সম্পাদক পদের ৪ জন হলেন: মাছরাঙা টিভি’র মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক ভোরের ডাকের মোহাম্মদ আলী সুজন, যমুনা টিভি’র আহসানুর রহমান রাজীব এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম। যুগ্ম -সাধারণ সম্পাদক পদের ২ জন হলেন: মানবজমিনের ইয়ারব হোসেন এবং সমাজের কথার আব্দুল জলিল। সাংগঠনিক সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রীস এবং দৈনিক খবরপত্রের মো. রবিউল ইসলাম। অর্থ সম্পাদক পদপ্রার্থী ৪ জন হলেন: দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন, দৈনিক ঢাকা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, কালের কন্ঠের মোশাররফ হোসেন এবং দৈনিক আজকের সাতক্ষীরার জাহাঙ্গীর আলম কবীর। দপ্তর সম্পাদক পদের ২ জন হলেন: দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল এবং আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না। সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদের ৩ জন হলেন: চ্যানেল নাইন টিভি’র কৃষ্ণ মোহন ব্যানার্জী, টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের শাকিলা ইসলাম জুঁই এবং দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম। এছাড়া নির্বাহী সদস্য পদের ১৬ জন হলেন: দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার, দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল, এসটিভি’র এম শাহীন গোলদার, দৈনিক পূর্বাঞ্চলের কামরুল হাসান, দৈনিক নওয়াপাড়ার মো. হাফিজুর রহমান, সাপ্তাহিক ইচ্ছেনদীর মকসুমুল হাকিম, বনিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক কল্যানের কাজী শওকত হোসেন ময়না, দৈনিক প্রবাহের এড. খায়রুল বদিউজ্জামান, দৈনিক তথ্যের সৈয়দ রফিকুল ইসলাম শাওন, দৈনিক বাংলাদেশ নিউজের মো. আব্দুস সামাদ, সময়ের আলোর কাজি শহিদুল হক (রাজু), দৈনিক কালের চিত্রের আশরাফুর ইসলাম খোকন, সিটিজেন টাইমসের ফারুক রহমান, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন এবং দৈনিক ভোরের পাতার মো. মহিদার রহমান। আজ রবিবার প্রার্থীতা প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। আগামি ৬ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

The post সাতক্ষীরা প্রেসক্লাব বার্ষিক নির্বাচন: সভাপতি ৬, সম্পাদক ৪সহবিভিন্ন পদে যাচাই-বাছাই শেষে ৪১জন প্রার্থীকে বৈধ ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bJ4cit

No comments:

Post a Comment