Saturday, February 27, 2021

যশোরের কেশবপুরে এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে অবৈধ মাটি খনন বন্ধ: মামলার প্রস্তুতি https://ift.tt/eA8V8J

আব্দুল করিম, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে সাতবাড়িয়া ভুমি অফিসের ভুমিসহকারি মো. নজরুল ইসলামের হস্তক্ষেপে সরকারি রাস্তার পাশ থেকে অবৈধ ভাবে মাটি খনন বন্ধ হয়েছে। সরেজমিনে ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বেগমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম ক্ষমতার প্রভাব খাটিয়ে মসজিদ ও সরকারি রাস্তার ৩ ফুট দূরত্বে অবৈধ ভাবে ৩০/৪০ ফুট গভীর করে স্কেবেটার মেশিন দিয়ে মাটি খনন করছে। এলাকাবাসির বাধার তোয়াক্কা না করে সেই মাটি পার্শ্ববর্তী ইটের ভাটায় বিক্রি করেছে বলে এলাকাবাসি জানান। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার নির্দেশে সাতবাড়িয়া ভুমি অফিসের ভারপ্রাপ্ত ভুমি সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন। এবং মাটি খনন বন্ধ করে দেন। এসময় এলাকাবাসি বলেন, সাবেক ইউপি সদস্য রাশিদা বেগম একজন প্রভাবশালী ব্যক্তি সে কাউকে তোয়াক্কা করে না। একজন মুসাল্লি বলেন এভাবে মাটি খনন করলে বৃষ্টি মৌসুমে মাটি ধ্বসে মসজিদ ক্ষতিগ্রস্ত হবে। নায়েব নজরুল ইসলাম বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থলে যেয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি স্যারকে অবহিত করা হয়েছে। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা বলেন, সরকারি রাস্তার পাশে গভীর করে মাটি খনন করে সরকারি সম্পদ নষ্ট করা আইনগতভাবে অপরাধ। খবর পেয়ে ঘটনাস্থলে সাতবাড়িয়া ভুমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. নজরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি ঘটনার সত্যতা পেয়ে মাটি খনন বন্ধ করে দিছেন। ঘটনাস্থলে তাকে না পাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

The post যশোরের কেশবপুরে এ্যাসিল্যান্ডের হস্তক্ষেপে অবৈধ মাটি খনন বন্ধ: মামলার প্রস্তুতি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q0Lhoy

No comments:

Post a Comment