নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছায় এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ধর্ষণের অভিযোগে সুব্রত নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর বাবা। এর আগে মঙ্গলবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত সুব্রত সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের ভুতনাথের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার তলুইগাছা গ্রামের ওই স্কুল ছাত্রীর বাবা জনৈক কলেজ শিক্ষককে গত মঙ্গলববার রাতে তার বাড়ির পাশ থেকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। এ খবর জানার পর ওই স্কুল ছাত্রী তার বাবার সাথে দেখা করার জন্য রাতেই বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে পথে প্রতিবেশী সুব্রত দাসের সাথে তার দেখা হয়। এ সময় সুব্রত তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে ভবানিপুর এলাকায় নির্জন জায়গায় নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে। এদিকে ওই কলেজ শিক্ষক পরদিন তার মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি এ ঘটনায় নিজেই বাদী হয়ে ধর্ষক সুব্রতকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত সুব্রত বর্তমানে পলাতক রয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই শাহজামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে নির্যাতিতা স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। এছাড়া সুব্রতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post সাতক্ষীরার তলুইগাছায় এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা, ধর্ষক পলাতক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NCD64w
No comments:
Post a Comment