Saturday, February 27, 2021

শ্যামনগরে ফেঁসে গেল দুই যুবক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে ফেনসিডিল দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে যেয়ে পুলিশের খাঁচায় বন্দি হয়ে ফেঁসে গেল দুই যুবক। গতকাল শনিবার রাত দেড়টার দিকে আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামে মুজিবর গাজীর বাড়ির পাশ থেকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন ৪ বোতল ফেন্সিডিলসহ ওই দুই যুবককে আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আটক দুই যুবক হলো, আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মাসুম বিল্লাহ ও পিয়ার আলী গাজীর ছেলে, হোসেন আলী।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাসুম বিল্লাহর সহিত মুজিবর গাজীর দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল। মাসুম বিল্লাহ তাঁকে ফেন্সিডিল দিয়ে হয়রানি করার ফন্দি আটে। পুরো ঘটনাটি পুলিশ জানতে পারে তাদের গ্রেপ্তারের জাল পাতে। ঘটনার সময় পুলিশ দল ফেন্সিডিলসহ ওই দুই যুবককে হাতে নাতে আটক করে। আটক দুই যুবক বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

The post শ্যামনগরে ফেঁসে গেল দুই যুবক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZYIH7O

No comments:

Post a Comment