Sunday, February 28, 2021

১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের একটি রিভিশন মামলা (সিভিল রিভিশন ০২/২০০৬) দীর্ঘ ১৫ বছর পর নিষ্পত্তি করা হয়েছে। বিচারক এসএম নূরুল ইসলাম রবিবার ওই মামলাটির রায় ঘোষনা করে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে বিচারাধীন দেওয়ানী ৩৯/০২ নম্বর একটি মামলায় গত ১৩ মার্চ ২০০৫ তারিখের একটি আদেশকে চ্যালেঞ্জ করে সিভিল রিভিশন ০২/২০০৬ নম্বর মামলাটি দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ ১৫ বছর পর ওই মামলার শুনানী শেষে নি¤œ আদালতের আদেশে আইনের ব্যত্যয় ঘটেনি বা ন্যায় বিচার বিঘিœত হয়নি উল্লেখ করে রবিবার এক রায়ে উক্ত আদেশটি বহাল রাখা হয়। একই সাথে পুরাতন মামলা বিবেচনায় নি¤œ আাদালতকে মূল মামলাটি দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন আদালত।

The post ১৫ বছর পর রিভিশন মামলা নিস্পত্তি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3uzPB1D

No comments:

Post a Comment