মহান বিজয় দিবস উপলক্ষে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় সখিপুর উদয়ন সংঘ ও প্রগতি সংঘের সার্বিক ব্যবস্থাপনায় সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে গাজিরহাট প্রগতি সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর এর মধ্যকার খেলার উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক-এমপি।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আলফেরদাউস আলফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, আয়োজক কমিটির সভাপতি সরদার আমজাদ হোসেন ও খেলার উদ্যোক্তা মাজহারুল আনোয়ারসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। গাজিরহাট প্রগতি সংঘ ও শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর এর মধ্যকার খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র মাহমুদপুর ৩-০ গোলে জয় লাভ করেন।
The post দেবহাটায় বিজয় দিবসে মাদক বিরোধী লক্ষ টাকার ফুটবল খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3swaBo5
No comments:
Post a Comment