আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজলার কুল্যা ইউনিয়নের আগড়দাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি কম্পিউটার শিক্ষক মাছুম্মেল হক নারী কেলেংকারীর সাথে ফাঁসানোর চেষ্টা করেছে একটি বিশেষ মহল। নববিবাহিতা এক গৃহবধুকে নিয়ে ওই কেলেংকারীর খবর ছড়িয়েছে বিশেষ মহলটি। গত ২৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাড়ি যাওয়ার পথে সাজানো এ ঘটনাটি ঘটে বলে দাবি শিক্ষকের। এ ব্যাপারে শিক্ষক বাদী হয়ে আশাশুনি থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, কুল্যা ইউনিয়নের আরার গ্রামের আবুবক্কার মালীর ছেলে কম্পিউটার শিক্ষক মাছুম্মেলের সাথে একই গ্রামের মৃত শাহাজুদ্দীন মালির ছেলে এরশাদ মালীসহ তার দলবলের পূর্ব শত্রুতা চলে আসছে। প্রতি দিনের ন্যায় শিক্ষক মাছুম্মেল ২৫ ফেব্রুয়ারি রাতে বাড়ি পৌছানোর পূর্ব মুহূর্তে পূর্বে থেকে ওৎপেতে থাকা ব্যক্তিরা উচ্চস্বরে চিৎকার করে বলেন-শিক্ষক মাছুম্মেল নব দম্পত্তির গোপন অভিসার জানালার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখছে। এরপর তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দেখে ঘটনাটি একটি সাজানো কল্পকাহিনী। এলাকাবাসী বলেছে মাছুম্মেল দীর্ঘ ২০০২ সাল হতে আগড়দাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করে আসছেন। তার বিরুদ্ধে কোন নারী কেলেংকারীর ঘটনা ঘটেনি। এটা একটি ষড়যন্ত্রমূলক। এলাকার একটি স্বার্থান্বেষী মহল অর্থ বাণিজ্যের জন্য সাজানো এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী মনে করে। তবে গৃহবধূ ও তার পরিবারের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
The post আশাশুনিতে স্কুল শিক্ষককে নারী কেলেংকারীর সাথে ফাঁসানোর ষড়যন্ত্র! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3q0edNr
No comments:
Post a Comment