Saturday, February 27, 2021

শ্যামনগর দক্ষিণ জেলেখালী গীতা স্কুল উদ্বোধন https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির দক্ষিণ জেলেখালী হরি মন্দির চত্তরে আদর্শ সনাতন সেবা সংঘের আয়োজনে শুক্রবার বিকালে আদর্শ সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয়।
গীতা স্কুলের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও দেবহাটা শাখা কৃষি ব্যাংকের ম্যানেজার বিষ্ণুপদ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বেীদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য কিরণ শংকর চ্যাটার্জী, ইউপি সদস্য উৎপল জোয়ারদ্দার, মহাদেব মন্ডল, বিদ্যুৎ মন্ডল, রনজিৎ দেবনাথ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ সনাতন সেবা সংঘ শ্যামনগরে প্রধান সমন্বয়কারী দেবাশিষ কুমার মালো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিত্র মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সনাতন সেবা সংঘ শ্যামনগরে কর্মকর্তা ভবতোষ বৈরাগী, বিজন তরফদার প্রমুখ।

The post শ্যামনগর দক্ষিণ জেলেখালী গীতা স্কুল উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37RPzbw

No comments:

Post a Comment