দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার সম্পন্ন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ম্যারাথনটি সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠ থেকে শুরু হয়ে দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুল মাঠে যেয়ে শেষ হয়। ম্যারাথন প্রতিযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
সমাপনি অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মির, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ আব্দুল লতিফ, সমাজসেবা অফিসার অধির কুমার গাঈন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আবুল হোসেন, আকবর আলী, আল্পনা অধিকারী, সরকারি কেবিএ কলেজের রোভার লিডার আবু তালেবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে সখিপুরের আনোয়ারুল ইসলাম প্রথম, ইমরান হোসেন ২য় এবং মাসুম বিল্লাহ ৩য় স্থান অর্জণ করেন।
The post দেবহাটায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3kzPazT
No comments:
Post a Comment