নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে জাল কাগজপত্র থাকায় তালিকা থেকে বাদ পড়ায় ছুন্নত আলীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার ও জামুকা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দায়িত্ব প্রদান করা হয়। সে অনুযায়ী গত ০৭-২-২০২১ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ নতুন ভবনে যাচাই বাছাই কমিটির জামুকা প্রতিনিধি হিসেবে আমি, জেলা প্রশাসকের প্রতিনিধি ডা. মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি গাজী আবুল হোসেন ও সদস্য সচিব শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে ছুন্নত আলী মল্লিক যে সকল কাগজপত্র উপস্থাপন করেছেন তা জাল এবং ভূয়া। সে সবুজ মুক্তিবার্তা নাম্বারকে লাল মুক্তিবার্তা নাম্বার হিসাবে দেখিয়েছে। লাল মুক্তিবার্তা নাম্বার থাকলে সে কখনও যাচাই-বাছাইয়ের আওতায় আসতো না। ভারতীয় তালিকায় শ্যামনগরের ৫৫ জনের নাম আছে। সেখানে ছুন্নতের নাম নেই। ছুন্নতের ভারতীয় পরিচয়পত্র নং-১২৪। যা সম্পূর্ণ জাল এবং তঞ্চকীপূর্ণ। যে কারণে তাকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাছাড়া তার সাথে আমার ব্যক্তিগত কোন বিরোধ নেই। শুধুমাত্র যাচাই-বাছাই কার্যক্রমে সে বাদ পড়ার কারণে আমাকেসহ যাচাই-বাচাই কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে মিথ্যাচার করে একটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ সম্মেলন করেন। আমরা মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দাও ঘৃণিত প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছুন্নত আলী কর্তৃক ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃক পক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
The post ছুন্নত আলীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে দেবীরঞ্জনের সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ksVCs6
No comments:
Post a Comment