নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, জননেত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবে কোটি কোটি টাকা সহায়তা দিচ্ছেন। আমরা দেশের সকল মানুষকে ভাল রাখার চেষ্টা করছি। আমরা চাল দিচ্ছি, ঘর দিচ্ছি, জমি দিচ্ছি চিকিৎসার পয়সা দিচ্ছি। সারা দেশের মানুষের পাশে আছে আমাদের সরকার। দেশে যে উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে কখনও সম্ভবপর হতো না। দেশে যেন কোন মানুষ গৃহহীন না থাকে সেজন্য ৮ লক্ষ ঘর নির্মাণ করে দিচ্ছেন। দেশে আর কোন মানুষ গৃহহীন থাকবে না। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে অসহায় অসুস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে সরকার। এত উন্নয়ন হচ্ছে দেশে। তিনি উপস্থিত সকলের কাছে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী যুক্ত হিসাবরক্ষক আব্দুস সামাদ, ইউনিয়ন সমাজকর্মী কাজী ফজলুল হক, শিরিন খাতুন, আমিনুর রহমান, শাহাজান আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছাদুজ্জামান, কারিগরী প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৮জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
The post কলারোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৯লাখ টাকার চেক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3uxrX5P
No comments:
Post a Comment