Friday, February 26, 2021

ভাষার গান https://ift.tt/eA8V8J

মঞ্জীর বাগ

ডানা পেতে ইচ্ছে হয়,উড়ে যাই
ছুঁয়ে আসি, এই ভাগীরথীর জল মেখে
কর্ণফুলী, মেঘনা,যমুনার জল। জলে ভেসে
না জন্মানো দিনে গান শুনেছি,মায়ের ভাষায়
ভাষার গান থাকে, ঘ্রাণ থাকে মায়ের মতন

আমার অশ্রুর রঙ নীল তোমার ও। আঁচলে দুঃখ বেঁধে সুখের কড়ি ছুঁয়ে আমার অক্ষর সাধনা
অক্ষরের ঘ্রানে মিশে থাকে পাকা ধানের মাটি গান
অক্ষর সত্য। বান্ধব। নিভৃত ঈশ্বর।

হাঁটছি। যে পথ দিয়ে ভেসে আসছে চর্যাপদে গান
মনসা মঙ্গল পালা,ভাঙা বাংলা ট্প্পার নিধি
মরমি চাষীর গানে রৌদ্র জল একাকার

রক্তে ভেসে যাচ্ছে যারা কোলে তুলে নিই
তুলে নিই গান গাওয়ার উত্তরাধিকার
এক মরমী ভাষার ডাকে চন্দন বনের উৎসব

সকলের মুখোশ পরে আছে। মানুষের পৃথিবী
আলাদা মুখোশ ধারী কেউ এসে আমাদের মুখ
বন্ধ করে দিতে চায়, কেড়ে নিতে চায় ভাষা

নদী বিষণ্ন হলে আকাশ ছুঁয়ে যায় জল
ভাষা গান আমায় জ্যোৎস্না দেখায়,ভাসায়
আমার ভাষার পাসপোর্ট লাগে না

The post ভাষার গান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bF09E4

No comments:

Post a Comment