Friday, February 26, 2021

তালার খেশরায় চেয়ারম্যান পদে সাংবাদিক লিয়াকত হোসেনের প্রচারণা https://ift.tt/eA8V8J

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: সাংবাদিক এসএম লিয়াকত হোসেন আবারো চেয়ারম্যান হতে চান। যার কারণে তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তালার হরিণখোলার বাতুয়াডাঙ্গা গ্রামে কবি গান অনুষ্ঠানে তিনি জানান দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের দৌড়ঝাপ ততই বেড়ে গেছে। তিনি আগেও চেয়ারম্যান ছিলেন তারসময়ে সাধারণ মানুষ কষ্টে ছিল না। এখন শোনা যায় টাকা ছাড়া কোন কার্ড হয় না। তার সময়ে কোন টাকা লাগতো না। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

The post তালার খেশরায় চেয়ারম্যান পদে সাংবাদিক লিয়াকত হোসেনের প্রচারণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dMwn2M

No comments:

Post a Comment