Friday, February 26, 2021

২১-শে ফেব্রুয়ারি https://ift.tt/eA8V8J

শেখ তামিম বিল্লাহ
তাজা রক্ত ঝলসে পড়া দিন,
শত মায়ের অশ্রু দিয়ে গাঁথা বাংলার ঋণ ;
রাজপথে গর্জে ওঠো বাঙালি প্রাণের ভাষা,
অ-আ-ক-খ,বাংলায় হবে রাষ্ট্রভাষা মায়ের মুখের আশা;
প্রভাত হয়েছে জেগে ওঠো বাঙালি সোনার বাংলায়,
রফিক, শফিক, সালাম, বরকত আরো কত বীর শহীদের শ্রদ্ধায়;
শহীদ মিনারে ফুলে ফুলে বজ্রকন্ঠে বাজে ভাষার জয় গান,
ভাইহারা অমর ২১-শে আজ,বীর বাঙালির অবদান।

The post ২১-শে ফেব্রুয়ারি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3qYojjd

No comments:

Post a Comment