শ্যামনগর (সদর) প্রতিনিধি: বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু ভাসমান চর এলাকায় মাছ ধরার সময় ৯ জেলেকে আটক করেছে। শনিবার ভোরের দিকে স্মার্ট পেট্রোল টিমের দলপতি কৈখালী বনস্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে সদস্যরা জেলেদের আটক করে। সুন্দরবনে সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে বিনাঅনুমতিতে প্রবেশ করে জেলেরা মাছ ধরছিল স্মার্ট পেট্রোল টিমের অভিযোগ। আটক জেলেরা হলো-আশাশুনি থানার রুইয়ার বিল, চাকলা, সুভদ্রকাটি ও চন্ডিপুর এলাকার আলমগীর হোসেন, আশিকুল ইসলাম, জামাল ফারুক, বোখারী মোনা, রবিউল ইসলাম, আব্দুল হক সরদার, কবিরুল ইসলাম, আলমগীর ও জুলফিকর সরদার।
খুলনা সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেহ সত্যতা নিশ্চিত করে বলেন, সংরক্ষিত অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে অনুপ্রবেশ করে মাছ ধারার সময় জেলেদের আটক করা হয়। এসময় জেলেদের ব্যবহৃত ২টি ট্রলার ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে স্মার্ট পেট্টল টিমের সদস্যরা। জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
The post সুন্দরবনে নয় জেলে আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rdLVAg
No comments:
Post a Comment