Friday, February 26, 2021

সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু হয়েছে https://ift.tt/eA8V8J

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু হয়েছে। সুন্দরবনের পশ্চিম বনবিভাগের কুপে গোলপাতা কাটা চলছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত গোলপাতা আহরণ চলবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছর ডিসেম্বরে গোলপাতা আহরণের মৌসুম শুরু হয়। তবে বন সুরক্ষা জন্য গোলপাতা আহরণ মৌসুমে বাওয়ালীদের বিএলসি (পারমিট) দেয়ার ক্ষেত্র কঠোর আছে বন বিভাগ। প্রথম দফায় বনবিভাগ খুলনা রেঞ্চের একটি কুপ থেকে ১লাখ মন গোলপাতা পারমটি দিয়েছেন। গত ৩১ জানুয়ারি থেকে পারমিট দেওয়া শুরু হয়েছে এবং ৩১ মার্চ পর্যন্ত আহরণ চলবে। প্রথম দফায় ১৪৫টি বিএলসির অনুকুলে ৭০ হাজার ১২৮ পন গোলপাতা সংগ্রহের পারমিট নিয়ে বাওয়ালীরা গোলপাতা কাটা শুরু করেছে। উপকুল এলাকার ঘরবাড়ির ছাউনির কাজ গোলপাতা ব্যবহার করা বেশ জনপ্রিয়। পাইকগাছার গোলপাতা ব্যবসায়ী আতিয়ার রহমান ও সামছুর রহমান জানান, এখন আগের মতো গোলপাতার চাহিদা নেই। বিক্রি কমে যাওয়ায় গত বছরের গোলপাতা রয়ে গেয়ে অনেক আড়ৎ ঘরে। তাছাড়া বাওয়ালীদের ঝুঁকি নিয়ে গোলপাতা কাটতে হয়। তারপরেও গোলপাতা আহরণের যে পরিমাণ টাকা লগ্নী করা লাগে সেই তুলনাই একেবারেই ব্যবসা হচ্ছে না। খুলনা বিভাগীয় বনকর্মকর্তা ড. আবু নাসের মহাসিন হোসেন জানান, প্রতিটি স্টেশন ও কুপে নিয়মিত তদারুকি করে বিএলসি (পারমিট) নবায়নের অনুমতি দিয়েছেন। পাশাপাশি কুপে নৌকার সাথে মিল রেখে গোলপাতা কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবনের আহরণ যোগ্য সম্পদ গোলপাতা। সঠিক ভাবে পাতা কাটলে গোলগাছ ও সুন্দরবন ভালো থাকবে। সুন্দরবনের গোলপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

The post সুন্দরবনে গোলপাতা আহরণ শুরু হয়েছে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3kvQVhd

No comments:

Post a Comment