ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মাকসুদা ইয়াসমিন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ব¬কে সরকারের দেয়া প্রণোদনার প্রদর্শনী ক্ষেত পরিদর্শন করেন। রোববার তিনি গুটুদিয়া ব¬ক, খর্নিয়া ব্লক ও বরাতিয়া ব্ল¬কে বর্তমান মৌসুমে আবাদকৃত কৃষি পণ্য পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
উপ-সচিব মাকসুদা ইয়াসমিন রোববার সকালে গুটুদিয়া ব¬কের জিলেরডাঙ্গায় বোরো প্রদর্শনী ক্ষেত, ভেলকামারি বিলে সাংবাদিক শেখ হেদায়েতুল্যাহর আবাদকৃত বিআর-৮১ জাতের বোরো ও পারপেল রাইস (বেগুণি ধান) ক্ষেত পরিদর্শন করেন। পরে খর্নিয়া ব্লকে ভূট্টার প্রদর্শনী ক্ষেত এবং বরাতিয়ায় প্রণোদনায় বোরো ক্ষেত পরিদর্শন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মো. আতিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো. মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম বদরুল হাসানসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিবের ডুমুরিয়ায় প্রদর্শনী ক্ষেত পরিদর্শন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3sBpLZb
No comments:
Post a Comment