Friday, February 26, 2021

আশাশুনিতে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করায় কর্তৃপক্ষের উপর হামলা https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়া ইউনিয়নের চেঁচুয়া মদিনাতুল উলুম বহুমুখী ফাযিল মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন করায় মাদ্রাসা কর্তৃপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। গত ২১ ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার লক্ষে মানববন্ধনের আয়োজন করার প্রতিবাদে ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবিতে বুধবার সকালে মানববন্ধনের আয়োজন করায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষের উপর এ হামলার ঘটনা ঘটে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চেঁচুয়া গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে ইউনুস, এনামুল, ইউসুফ ও আইয়ুব, আইয়ুব আলী সরদারের ছেলে শরিফুল, আশরাফুল ও তরিকুল, ইসমাইল সরদারের ছেলে আরিফুল এবং মৃত আফসার আলীর ছেলে আছাদুল হকসহ আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে মদিনাতুল উলুম বহুমুখী ফাযিল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি মাদ্রাসার ক্ষতি সাধন ও মাদ্রাসার সাথে জড়িত শিক্ষকদের হেয় করার লক্ষে মানববন্ধনের আয়োজন করে। এর প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি মাদ্রাসার কতৃপক্ষের আয়োজনে এবং সচেতন এলাকাবাসীর ব্যানারে প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করা হয়। প্রতিবাদে মানববন্ধন করা হলে সংঘবদ্ধ কুচক্রীমহলটি ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানের মৌলুভী শিক্ষক তৈয়্যেবুর, তার ভাইয়ের ছেলে মাহাবুব ও মাসুমের উপর হামলা চালায়। এসময় তারা মাসুমের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। মৌলুভী শিক্ষক তৈয়্যেবুর রহমান জানান, এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আনুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান জানান, এই কুচক্রী মহলটির নেতৃত্বে আছে একাধিক নাশকতা মামলার আসামি। এরা বহু দিন থেকে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের লক্ষ্যে এধরনের বিভিন্ন কর্মকা- সম্পন্ন করে যাচ্ছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির বলেন, এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

The post আশাশুনিতে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করায় কর্তৃপক্ষের উপর হামলা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3q6pZpL

No comments:

Post a Comment