বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বনবিভাগ পশ্চিম সুন্দরবন স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা গহিন সুন্দরবনে ৫১নং কম্পার্টমেন্টের আওতায় মান্দারবাড়িয়া অভয়ারন্য অঞ্চলে বিনাঅনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় ৮ জেলেকে আটক করার পর বৃহস্পতিবার জরিমানা আদায়পূর্বক ছেড়ে দিয়েছে। এরআগে বুধবার সকাল ১০টায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার, বড়শি ও ১২০ কেজি সামুদ্রিক শাপলাপাতা মাছসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা।
আটক জেলেরা হলেন, পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আলিপুর গ্রামের মো. সেলিম, রনজিত হাওলাদার, অহিদুর আলী প্রমুখ।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করে বন আইনে ধৃত ট্রলারসহ আট জেলে ও তাদের মাছ ধরা সরঞ্জাম ২ লাখ বিশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
The post বনবিভাগকে জরিমানা দিয়ে ছাড়া পেয়েছে আট জেলে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3koDC2j
No comments:
Post a Comment