বদিউজ্জামান: সাবেক স্বামীর প্রেম ভুলতে না পেরে বর্তমান স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল স্ত্রী মেহেরুন্নেছা। ওই ঘটনায় দোষী সাব্যস্থ করে মেহেরুন্নেছাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামী মেহেরুন্নেছা আশাশুনি উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল জব্বার মোল্যার মেয়ে।
মামলার বিবরনে জানা যায়, আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের মৃত জহির উদ্দীন সরদারের ছেলে জাকির সরদার ওরফে ছোট বাবুর সাথে বিয়ে হয় তালাকপ্রাপ্তা মেহেরুন্নেছার। কিন্তু বিয়ের পরও মেহেরুন্নেছা তার আগের স্বামীর সাথে মোবাইলে বিভিন্ন সময় যোগাযোগ রাখতো। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ লেগেই থাকতো। একপর্যায়ে মেহেরুন্নেছা ২০১৪ সালের ৩ অক্টোবর রাতে স্বামী ছোট বাবুকে কুড়াল দিয়ে উপর্যপুরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ওই ঘটনায় বাবুর ভাই আজাহারুল সরদার বাদী হয়ে আশাশুনি থানায় মেহেরুন্নেছাকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চাজর্শীট দাখিল করেন।
মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বিচার চলাকালে রাষ্ট্র পক্ষ থেকে মোট ১২ জন সাক্ষী উপস্থাপন করা হয়। রবিবার আদালত সাক্ষীর জবানবন্দী, জেরা এবং অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে আসামী মেহেরুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় উপরোল্লিখিত রায় ঘোষণা করেন। এ সময় আসামী মেহেরুন্নেছা পলাতক ছিলেন। সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
The post স্বামী হত্যার অভিযোগে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3dW3wJw
No comments:
Post a Comment