Wednesday, February 24, 2021

আশাশুনির আনুলিয়ায় মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি রোধে এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনির আনুলিয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার দুর্নীতি, অনিয়ম ও পরিবারতন্ত্রসহ সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনা ও নিয়োগের দাবীতে এলাকাবাসী সোচ্চার হয়ে উঠেছেন।

মাদ্রাসার সামনে রোববার সকালে এলাকাবাসী প্রতিবাদ কর্মসূচি পালনকালে বিভিন্ন দাবীর কথা তুলে ধরেন। স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যোৎসাহী সদস্য এনামুল হোসেন, আবু দাউদ সানা, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, আশরাফ হোসেন, ইউসুফ আলি প্রমুখ কর্মসূচি চলাকালে বলেন, মাদ্রাসাটি গুটি কয়েক দুর্নীতিবাজ ও ষড়যন্ত্রকারীর কারণে অচল হতে বসেছে। মাদ্রাসায় পড়ালেখার পরিবেশ নষ্ট হয়েছে।

রাজনৈতিক আলোচনা, অনিয়ম বাস্তবায়নে পরিকল্পনা, সরকার বিরোধী ষড়যন্ত্র নিয়ে শিক্ষকরা ব্যস্ত থাকেন। সিনিয়র শিক্ষক জামায়ত নেতা মাও. আব্দুল মান্নানসহ ষড়যন্ত্রকারীরা মাদ্রাসাকে জামাত শিবিরের ঘাটিতে পরিণত কতে কাজ করে চলেছেন। বাধ্য হয়ে মাদ্রাসার সার্বিক কল্যান ও উন্নয়নের পক্ষের কিছু প্রকৃত জেনারেল ও হিন্দু শিক্ষকরা মুখ খুলতে সাহস পাচ্ছেননা। ফলে ছাত্র-ছাত্রী সংখ্যা খুবই নগন্য হয়ে পড়েছে। ইবতেদায়ী শিক্ষক মাও. তৈয়বুর রহমানের নিয়োগ বানিজ্য নিয়ে এখন মাদ্রাসা কর্তৃপক্ষ জিম্মি হয়ে পড়েছেন। তাদের পরিবারের ৭জন এই প্রতিষ্ঠানের চাকরিতে আছেন বা ছিলেন। তার মেঝ ভাই ঢাকা আলিয়ার ভাইস প্রিন্সিপ্যাল মাও. আবদুর রশিদ মাদ্রাসার ডিজি প্রতিনিধি হওয়ায় নিয়োগ বানিজ্য যেন বেশ কিছুটা সহজ করে ফেলেছেন।

পরিবারের এলাহী বক্স সরদার (তার বড় ভাই) অবসরপ্রাপ্ত শিক্ষক, ১৪ আগস্ট’০৯ তারিখের ০৫/১১৩ নং যুদ্ধপরাধী মামলার আসামী। সেজ ভাই কারী জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত শিক্ষক, তৈয়বুর রহমান নিজেই ১৮ (০৬) ১৮ নং নাশকতা মামলার আসামী, চাচাত ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক নুর বক্স সরদার ০৫/১১৩ নং যুদ্ধাপরাধী মামলার আসামী, চাচাত ভাই আব্দুল হামিদ সরদার, ফুফাত ভাই রফিক, আপন ভাস্তি জামাই ইব্রাহিম বর্তমানে কর্মরত আছেন। পারিবারিক শক্তি ও ডিজি প্রতিনিধির শক্তিকে কাজে লাগিয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৭টি শূন্যপদে নিয়োগ দানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যার শেষ দিন ছিল গতকাল বুধবার, সাথে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী চুড়ান্তকরণের কাজও এক প্রকার সম্পন্ন। এহেন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধসহ মাদ্রাসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিকার প্রার্থনা করে এলাকাবাসীর পক্ষ থেকে মাদ্রাসার সভাপতি এডিসি সাতক্ষীরা বরাবর গত ১৬ জানুয়ারি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে উক্ত তৈয়বুর ও মাওঃ রশিদ গংরা এডিসি’র কঠোরতা ভূমিকায় কার্যসিদ্ধি করতে ব্যর্থ হয়েছেন। ইতোপূর্বে মাদ্রাসার নিয়োগ দানের জন্য বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেন করেন যাহা বিভিন্ন সময়ে স্থানীয় পত্র-পত্রিকায় খবরও প্রকাশিত হয়। বর্তমানে বিশেষ কৌশলে তৈবুর তার ভাই মাও. আব্দুর রশিদ, মাও. ওয়ালিউল্লাহ, মাও. রবিউল, আব্দুল মালেক, নিজাম উদ্দিনগং স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের যে কোন উপায়ে ম্যানেজ করে অবৈধভাবে নিয়োগদান সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন। এমনকি অর্থের দাবী পুরন করতে সম্মত এমন প্রার্থীদেরকে নিয়োগ অবশ্যই দেয়া হবে এমন প্রচারের অভিযোগ এনে বক্তাগণ, অর্থের বিনিময়ে অবৈধ নিয়োগ কার্যক্রম বন্ধ করা, নিয়োগদান স্বচ্ছ প্রক্রিয়ায় বিধি মোতাবেক সম্পন্ন করা, রাজাকার, যুদ্ধপারী গোষ্ঠির সন্তানদেরকে নিয়োগ না দেওয়া, অবৈধ নিয়োগের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ, চার্জশিটভুক্ত নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, এবতেদায়ী সেকশনের ছাত্র/ছাত্রীর সংখ্যা বিবেচনা করে কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া, অতি সত্ত্বর মন্ত্রনালয়ের অডিট করান, মাদ্রাসায় রাজনৈতিক আলাপ আলোচনা ও সরকার বিরোধী কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন দাবী জানিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

The post আশাশুনির আনুলিয়ায় মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি রোধে এলাকাবাসীর প্রতিবাদ কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aSbTUy

No comments:

Post a Comment