Sunday, February 28, 2021

শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা বয়কট করেছেন ৯ জন চেয়ারম্যান https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: ২৮ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা পরিষদর মাসিক সভা বয়কট করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়পনর ৯ জন চেয়ারম্যান। উন্নয়ন বরাদ্দ প্রদানে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিন সুরাহা না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সকল চেয়ারম্যানগণ এই সভা বর্জন করেছেন।

শ্যামনগর সদর, ভুরুলিয়া, কাশিমাড়ী, মুন্সীগঞ্জ, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, গাবুরা, কৈখালী, পদ্মপুকুরের ৯ জন চেয়ারম্যানগণ বলেন, ইউজিডিপি প্রকল্পের প্রথম পর্যায়ের মোট বরাদ্দ ৫০ লক্ষ টাকা হতে প্রায় ৪০ লক্ষ টাকা শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন তার পিতার নামে প্রতিষ্ঠিত কলেজে উক্ত টাকা বরাদ্দ প্রদান করেন। পরবর্তীতে সকল ইউপি চেয়ারম্যানগণ সেটি জানতে পেরে অভিযোগ করেন। সেই অভিযোগ এর সুরাহা না করে কোন আলোচনা ছাড়াই দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ ৫০ লক্ষ টাকা হতে সদ্য প্রতিষ্ঠিত উপজেলা চেয়ারম্যান এর পিতার নামে এ কে ফজলুল হক এম সি এ কলেজ এর অনুকূলে ৩০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ার কথা জানতে পেরে ক্ষুব্ধ সকল চেয়ারম্যানবৃন্দ গতকাল মাসিক সভা বয়কট করেন। এছাড়াও ইতোপূর্বে এডিপি এর বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন বরাদ্দের চরম বৈষম্য ও উপজেলা চেয়ারম্যান সমর্থক ৩টি ইউনিয়নকে প্রাধান্য দেওয়ার পক্ষপাতমূলক আচরণের কারণে দীর্ঘদিন অসন্তুষ্ট ছিলেন বাকি ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।

The post শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা বয়কট করেছেন ৯ জন চেয়ারম্যান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3sByURG

No comments:

Post a Comment