Thursday, February 25, 2021

দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের যৌন, প্রজজন, স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে এসআরএইচআর সাপোর্ট গ্রুপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রজেক্টের আয়োজনে ডিআরআরএ’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনিমা সিংহা। উপস্থিত ছিলেন নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের নজিফা খাতুন, উপজেলা সুপারভাইজার তাহমিনা পারভীন, প্রাইড প্রকল্পের মুজিবর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সিএইচসিপি, ইউএইচসিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে ২০জন অংশ নেন।

এসময় প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজজন, স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়।

The post দেবহাটায় কিশোরী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dKXN9h

No comments:

Post a Comment