সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: রবিবার বিকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে নকশীকাঁথার আয়োজনে ভিএসওইন বাংলাদেশের সহায়তায় শিখন এবং অংশগ্রহণ বাজার গবেষণা-নিরাপদ খাদ্যের অগ্রগতি শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নকশীকাঁথার সভাপতি সাবেক অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে এবং নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় সভায় মাল্টিমিডিয়া ভিত্তিক মার্কেট রিসার্স সেফ ফুড প্রমোশন বিষয়ে গবেষণা পত্র উপস্থাপন করেন ভিএসওইন বাংলাদেশের প্রকল্প ম্যানেজার মো. শফিকুর রহমান।
গবেষণাপত্র উপস্থাপন পরবর্তী সভায় অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জুবায়ের হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, কারিতাস খুলনা অঞ্চল শ্যামনগরের কর্মকর্তা সুমন মালাকার প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ খাদ্য বাজারজাত করণ, খাদ্যে বিষক্রিয়া, বিষমুক্ত সবজি উৎপাদন, ল্যাবরেটরি স্থাপন সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও মত প্রকাশ করেন। সভা শেষে নিরাপদ সবজি বাজারজাতকরণে এক জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ভ্যান প্রদান করা হয়।
The post শ্যামনগরে বাজার গবেষণা নিরাপদ খাদ্যের অগ্রগতি বিষয়ক মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3rgczsF
No comments:
Post a Comment