শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে রাতের আধারে পোল্ট্রি ফার্মে কুকুর দিয়ে মুরগী হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে বাড়ির সবাই ঘুমের সময় দুর্বৃত্তরা ফার্মের বেড়া কেটে ভিতরে কুকুর ঢুকিয়ে নৃশংস এমন কর্মকান্ড ঘটায়। উপজেলা সদরের বাদঘাটা গ্রামে হেলাল আরশাদীর পোল্ট্রির ফার্মে সংঘটিত এ ঘটনায় তিনশতাধিক মুরগি হত্যা করা হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পোল্ট্রি মালিক হেলাল আরশাদীর জানান, ধার দেনা করে তিল তিল করে নিজ বাড়িতে মুরগির ফার্ম গড়ে তুলেছে। বর্তমানে খামারে এক হাজারের বেশি মুরগি আছে। দুর্বৃত্তরা কুকুর দিয়ে তিনশতাধিক মুরগি হত্যা করে দেড় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি করেছে। প্রতিপক্ষরা প্রতিহিংসামূলক এমন জঘন্য কাজ করেছে তিনি জানান। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post মুরগীর সাথে শত্রুতা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r5dwUi
No comments:
Post a Comment