Saturday, February 27, 2021

আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা: ডুমুরিয়ার মালতিয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ কর্তৃক হামলা ও মামলা তুলে নেয়ার জন্যে বাদীকে হুমকির দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভূক্তভোগী মো. মোসলেম উদ্দিন মোড়ল শনিবার ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের মালতিয়া গ্রামের বৃদ্ধ মো. মোসলেম উদ্দীন মোড়লের সাথে একই এলাকার মৃত নবু শেখের ছেলে মো. আলতাফ শেখ (৫৩) ও তার সহযোগীদের মালতিয়া মৌজার জেএল ৯৩ সাবেক খতিয়ান ৪৬৫, সাবেক দাগ নং ২২৪৯ ও ২২৩৮ জমির পরিমান ০.৬০ একর সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে।

বিষয়টি নিয়ে মোসলেম উদ্দীন বাদী হয়ে খুলনার যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলা দায়ের করেন। যার নং দেওয়ানী ১০৬/২০১৭। নালিশী সম্পত্তি নিয়ে বাদীর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ২২-১১-২০১৮ তারিখে শুনানী শেষে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে স্ব স্ব দখল অনুযায়ী বাদিসহ সকল পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। কিন্তু বিবাদী আলতাফ হোসেনসহ তার সহযোগিরা আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত ১৮ ফেব্রুয়ারি বিরোধীয় জমিতে থাকা বাঁশ ও গাছপালা কেঁটে নেয় এবং জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে মোসলেম উদ্দীনকে মারপিট ও মামলা তুলে নেয়ার জন্যে নানাবিধ হুমকি ধামকি দেয়।

এ ঘটনায় গত ২৬ ফেব্রুয়ারি মোসলেম উদ্দীন আলতাফ শেখসহ তার আরও ৫ সহযোগীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। শনিবার বিবাদীরা আবারও গাছপালা কাটতে থাকলে মোসলেম উদ্দীন বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে এবং মামলা তুলে নেয়াসহ জীবননাশের হুমকি দেয় বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলতাফ শেখ সাংবাদিকদের জানান, জমিতে তারা পৈত্রিক সূত্রে ভোগ দখলে আছেন।

জমির রেকর্ডপত্র, খাজনা সবই তারা পরিশোধ করে আসছেন। আদালতের আদেশ থাকা সত্ত্বেও মোসলেম উদ্দীন আগে বাঁশ কেঁটে বিক্রি করেছে। তারপর আমারা বাঁশ কেটেছি। তবে মোসলেম উদ্দীনকে ভয়ভীতি হুমকি ধামকি দেয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবী করেন। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, মোসলেম উদ্দীন মোড়লের একটি লিখিত অভিযোগ পেয়ে বিষয়টি তদন্তের জন্যে একজন এসআইকে দায়ীত্ব দেয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

The post আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NJrOM1

No comments:

Post a Comment