Friday, February 26, 2021

চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ইট চুরি করে বিক্রির অভিযোগ ও আসবাবপত্র গায়েব https://ift.tt/eA8V8J

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ইট চুরি করে বিক্রির অভিযোগ ও আসবাবপত্র গায়েব করার অভিযোগ উঠেছে। চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির বিরুদ্ধে ওই অভিযোগের ভিত্তিতে জানা যায়, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের জন্য ২০০০ এক নম্বর ইট রাখা ছিল অস্থায়ী প্রেসক্লাবের সামনে। গত ২৪ ফেব্রুয়ারি সকালে প্রেসক্লাবের সদস্যরা দেখতে পান সেখানে আর ইট নেই। অনেক খোঁজাখুঁজির পর ইট বহনে সহায়তাকারী আব্দুল¬াহর খোঁজ পাওয়া যায়। এর পর আব্দুল¬াহর মাধ্যমে ইট নিয়ে যাওয়া ১নং বিবাদীর সন্ধান পেলে চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে কৃষ্ণপদকে বিবাদী করে গত ২৫ ফেব্রুয়ারি কালিগঞ্জ থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে কালিগঞ্জ থানার এসআই ও চাম্পাফুল ইউনিয়ন বিট অফিসার সিহাব ২৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১০টার সময় উজিরপুর বাজারে এসে কৃষ্ণপদকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। কৃষ্ণপদ বলেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি আমাকে ইটগুলো দিয়েছে। এছাড়া তিনি আরও বলেন, আমার ঘরে থাকা প্রেসক্লাবের আসবাবপত্র মনিরুজ্জামান মনি বের করে নিয়ে গেছে। উল্লেখ্য, গত জানুয়ারি মাসের ১৩ তারিখে চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের নতুন কমিটি গঠন হলেও আজ পর্যন্ত কোনো হিসাব নিকাশ নতুন কমিটির কাছে বুঝে দেয়নি। তার কাছে বিভিন্ন সময় প্রেসক্লাবের নাম করে কালেকশনকৃত মোটা অংকের টাকা, ১০ ব্যাগ সিমেন্ট মাটিসহ অনেক জিনিসপত্র আছে। চুরি করে বেঁচে ফেলা ইট, প্রেসক্লাবের টাকা, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল উদ্ধার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা ম-লী ও সদস্যবৃন্দ।

The post চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের ইট চুরি করে বিক্রির অভিযোগ ও আসবাবপত্র গায়েব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3bIlL2f

No comments:

Post a Comment