Saturday, February 27, 2021

পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে যশোরের শার্শার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: ১ মার্চ পুলিশের মেমোরিয়াল ডে উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিচলকের পক্ষে যশোরের শার্শা উপজেলার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের কাছে নগদ অর্থ ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে নিহতদের বাড়িতে যেয়ে শার্শা থানার চৌকস পুলিশ অফিসার বদরুল আলম খান, আইজিপির পক্ষে এই উপহার সামগ্রী পরিবারের কাছে হস্তান্তর করেন। এসময় গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সাংবাদিক এমএ রহিম, সেলিম রেজা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় ২০২০ সালে মারা যায় শার্শার দুর্গাপুর গ্রামের সুলতান আহম্মদের ছেলে এএসআই শাহজামাল। ঢাকার কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে মারা যায় শার্শা গোগা গ্রামের হুমায়ুর কবিরের ছেলে এসআই সাজেদুর রহমান। খুব গরীব পরিবারের ছেলে শাহজামাল। বাবা-মা ও স্ত্রী থাকত কাচা মাটির ঘরে। গ্রামের বাড়ি দূর্গাপুর গ্রামে সাতক্ষীরা পুলিশের সুপার নিহত শাহআলমের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছেন। তার স্ত্রীর কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। তবে সন্তান দেখতে পারল না বাবাকে। মায়ের এ আকুতি ও বুকফাটা আর্তনাদ এলাকার বাতাসকে ভারি করে তুলেছে। চাকরিকালে গৌরবোজ্জ্বল ভূমিকা এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গের স্বীকৃতি হিসেবে একটি স্মারক, একটি ক্রেস্ট ও ডিনারসেট এবং প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। ইতোমধ্যে প্রয়াত পুলিশ কর্মকর্তাদের প্রত্যেক পরিবারকে স্ত্রী ও পিতামাতার কাছে প্রায় ২৬ লাখ টাকা প্রদান করে সংশ্লিষ্ট দফতর। এতেই খুশি পরিবার পরিজন ও স্থানীয়রা।
স্বজনেরা বলেন, তাদের সহামূল্যবান সম্পদ হারিয়ে গেছে। ক্ষতি ভোলার নয়। তারপরও সরকার পরিবারের খোঁজখবর নিচ্ছে দিচ্ছেন উপহার অর্থ ও সান্ত¦না। এজন্য পুলিশ বাহিনীর কর্তৃপক্ষ ও সরকারকে ধন্যবাদ জানান তারা।
শার্শা থানার ওসি বদরুল আলম জানান-পুলিশ সদর দফতরের উপহারে গর্বিত পুলিশের পরিবার ও সব পুলিশ সদস্যরা। নিজে স্বশরীরে নিহতের পরিবারে উপস্থিত হয়ে খোঁজভবর নেওয়া হয়েছ। কবর জিয়ারত করা হয়েছে। এটার ধারাবাহিকতা অব্যাহত থাকলে পুলিশের প্রতি মানুষের আরও আস্থা বাড়বে। পুলিশ আরো বেশি জনগণের পক্ষে কাজ করবে বলে আশা করেন তিনি।

The post পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে যশোরের শার্শার প্রয়াত দুই পুলিশ কর্মকর্তার স্বজনদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2O7Pf1u

No comments:

Post a Comment