Saturday, February 27, 2021

বুড়িগোয়ালিনীতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন https://ift.tt/eA8V8J

বিলাল হোসেন, মুন্সিগঞ্জ (শ্যামনগর): শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল ও তাদের সহযোগীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে উপকূলীয় প্রান্তিক মৎস্য চাষীদের প্রণোদনা তালিকা প্রণয়নে অর্থের বিনিময়ে, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও প্রকৃত মৎস্য চাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রকৃত প্রান্তিক মৎস্য ও ঘের ব্যবসায়ীদের আয়োজনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারে কয়েক শত ঘের ব্যবসায়ীর অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য জিএম গোলাম মোস্তফা।
৭নং ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামান মৌয়ালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, ঘের ব্যবসায়ী আব্দুস সাত্তার মোড়ল, আব্দুল আলিম, মোমিনুর রহমান প্রমুখ।
স্থানীয় ঘের ব্যবসায়ী সাত্তার মোড়ল বলেন, আম্পান এবং বুলবুলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমাদের ওয়ার্ডের মাত্র ৭জন ঘের ব্যবসায়ীকে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। আমি একজন প্রকৃত ঘের ব্যবসায়ী। আমার নামে উক্ত তালিকায় একজন ঘের ব্যবসায়ীর নাম থাকলেও সেখানে আমার বা আমার পরিবারের কোন বিকাশ নাম্বার নেওয়া হয়নি।
মোমিনুুর রহমান বলেন, ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চাচাতো ভাই। এই বিশ্বজিৎ মৎস্য চাষী ও ঘের ব্যবসায়ীদের তালিকা প্রণয়নে ব্যাপক স্বজনপ্রীতি করেছেন। তার আত্মীয়-স্বজন কেউই এই তালিকা থেকে বাদ পড়েননি। যাদের অধিকাংশই কোন ঘেরের মালিক নয়।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ বলেন, শেখ হাসিনা সরকারের আমলে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন পরিলক্ষিত হলেও কিছু কিছু দালাল ও চাটুকারদের কারণে আমাদের মতো জনপ্রতিনিধিরা বদনামের শিকার হন। আমার ৪নং ওয়ার্ডে হিন্দু-মুসলমান সকলের বসবাস। কিন্তু এই তালিকা প্রণয়নে ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল মোট ১০৬ জনের মধ্যে ৯৫ জন হিন্দু পরিবার এবং মাত্র ৯জন মুসলিম পরিবারকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। আর যে টাকাগুলো পাঠানো হয়েছে তার অধিকাংশই ধনাঢ্য পরিবারের এবং ঘের ব্যবসায়ী নয়। আবার অনেকে যারা মৎস্য দপ্তর বা তাদের দালাল শ্রেণি-তাদেরকে উৎকোচ বা ভাগবন্টনের মাধ্যমে তালিকা প্রণয়ন করেছে। আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

The post বুড়িগোয়ালিনীতে প্রকৃত মৎস্য চাষীদের মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/38aNbNt

No comments:

Post a Comment