Saturday, February 27, 2021

ধুলিহরে কলেজ শিক্ষার্থীর অমতে বিয়ে দেওয়ায় আত্মহত্যা! https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তেঁতুলডাঙ্গা গ্রামের কলেজ শিক্ষার্থী নবমিতা ম-লের অমতে বিয়ে দেওয়ায় সে ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে পরিবারের চোখ ফাঁকি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

 

জানা গেছে, তেঁতুলডাঙ্গা গ্রামে স্বরজিত ম-লের কন্যা সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী নবমিতা ম-ল (২০) এর সাথে কয়রা থানার শ্রীহমিতলা গ্রামের হিরন্ময় বর্মার পুত্র পরিমল বর্মার সাথে কিছু দিন আগে কন্যার অমতে পরিবারের লোকজন বিয়ে দেন। আর এই নববধূকে সাজসজ্জা করে করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল ১ মার্চ, সোমবার। কিন্তু তার আগেই নববধূ নবমিতা ম-ল আত্মহত্যার করে। এব্যাপারে স্বামী পরিমল বর্মা জানান, বিয়ের পর থেকে সে আমার সাথে কোন যোগাযোগ করতো না।

আমি মোবাইল ফোনে ম্যাসেজ বা রিং দিলে কোন উত্তর দিতো না। আমাকে এড়িয়ে চলতো। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিয়াতুল্লাহ জানান, তার সাথে কারও প্রেমের সম্পর্ক ছিলো বলে মনে হয়। কেননা নবমিতা ম-লের ঘর থেকে তার হাতের লেখা কয়েক খ-ের একটি চিরকুট ইটের ফাঁকে পাওয়া গেছে। একাধিক টুকরো থাকার কারণে সবটুকু ভালভাবে বোঝা না গেলোও রুদ্র নামে একটি কথা খুবই স্পষ্টভাবে লেখা ছিলো। আসলে কে এই রুদ্র এমন প্রশ্নের জবাবে তার পরবিারের লোকজন কোন উত্তর দিতে পারেনি। স্বরজিত ম-ল ও তার স্ত্রী কন্যার মৃত্যুর ব্যাপারে কোন কারণ বলতে পারেনি। এদিকে একাধিক সূত্র জানায়, কলেজ ছাত্রীর অমতে পরিবারের লোকজন বিয়ে দেওয়ায় এমন আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ইউপি সদস্য বিপ্লব বিশ্বাস, আনিছুর রহমান, ইউপি সদস্যা আঞ্জুয়ারা বেগম প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হয় বলে থানা সূত্রে জানা যায়।

The post ধুলিহরে কলেজ শিক্ষার্থীর অমতে বিয়ে দেওয়ায় আত্মহত্যা! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Mw9KV7

No comments:

Post a Comment