Thursday, February 25, 2021

হারিয়ে যাওয়া ঐতিহ্য সাইকেল হেলিকাপ্টার এখনো সবার হৃদয়ে গাঁথা https://ift.tt/eA8V8J

শাহিন আলম, খলিষখালী (পাটকেলঘাটা): হারিয়ে যাওয়া ঐতিহ্য সেই বাইসাইকেল হেলিকাপ্টার এখনো সবার হৃদয়ে গেঁথে আছে। এখান থেকে ২০-৩০ বছর পূর্বে আমাদোর এলাকায় সচারচার হেলিকাপ্টার দেখা যেতো।

তখন এ এলাকার রাস্তাঘাট ছিল অধিকাংশ কাচা। কিন্তু কালের বিবর্তনে সেই হেলিকাপ্টার আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। এখন আর হেলিকাপ্টার মোটেই দেখা যায় না। সেই সাইকেল নামক হেলিকাপ্টার এখন বিলুপ্ত প্রায়।

হেলিকাপ্টার বলতে বাইসাইকেলের পিছনে একটি কাঠ বেঁধে তার উপর সাদা পলিথিনের মধ্যে গদি আটকিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়। সেটাই হল সিট। ঐ সিটে মানুষ বসে তার গন্তব্য স্থলে পৌছে যায়। এর নাম হলো হেলিকাপ্টার। তবে এটা রাস্তায় চলে, আকাশ দিয়ে নয়। দিনটি ছিল ২৫ ফেব্রুয়ারি। তখন বেলা ১১টা বাজে। আমি তালার খলিষখাণী বাজারের সোনালী ব্যাংকের পাশে একটি সিমেন্টের দোকানে বসে ছিলাম। হঠাৎ চোখের সামনে এলো সেই অতীতের হারিয়ে যাওয়া বাইসাইকেল নামক হেলিকাপ্টার। হেলিকাপ্টারের পিছনে বসে আছেন একজন যাত্রী। দেখে মনে খুব আনন্দ লাগলো। মনে হলো-আমরা যেন সেই আগের দিনে ফিরে এসেছি।

হেলিকাপ্টার দেখে লোভ সামলাতে পারেনি। সঙ্গে সঙ্গে যাত্রীসহ হেলিকাপ্টারের মালিকসহ ছবি তুললাম। হেলিকাপ্টার মালিকের নাম সুনীল দে। বয়স প্রায় ৬৫। কিন্তু দেখলেই বোঝা যায় না তার বয়স। যাই হোক তার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সুজনশাহ গ্রামে। তার পিতার নাম মৃত হরিদাশ দে। সুনীল জানান, তিনি দেশ স্বাধীনের পর থেকে এই হেলিকাপ্টার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু আশ্চার্য হল তিনি আজও বিয়ে করেননি। তিনি জানান, তার পিতামাতা কেউ নেই। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। বাকিরা কৃষি কাজ করেন। সুনীল দে জানান, এখন ডিজিটাল যুগ। এখন মানুষ আর হেলিকপ্টারে চড়েন না।

রাস্তায় ব্যাটারী ভ্যান, নসিমন, করিমনসহ ইঞ্জিন চালিত ভ্যান থাকায় কেউ হেলিকপ্টারে চড়তে চায় না। তবে নিরিবিলি যাতায়াতের জন্য এই সাইকেল নামক হেলিকপ্টারের তুলনা নেই। ঐ হেলিকাপ্টারে থাকা যাত্রী ছিলেন তালা উপজেলার বাগমারা গ্রামের রনি শেখ। তার কাছে জানতে চাওয়া হয় আপনি কেন এই হেলিকাপ্টারে চড়ছেন। তিনি জানান-আগে এক সময় হেলিকপ্টারে চড়েছি। তখন দেশে এত গাড়ী ঘোড়া ছিল না। তখন আমরা প্রায় সময় হেলিকপ্টারে চড়েছি। তবে আজ হঠাৎ চোখের সামনে হেলিকপ্টার দেখে আর লোভ সামলাতে পারিনি। তাই ইসলামকাটি বাজার থেকে খলিষখালী বাজারে হেলিকপ্টার চড়ে এসেছি। খুব ভাল লেগেছে। হেলিকপ্টার আমাদের সবার হৃদয়ে সারা জীবন গেঁথে থাকুক, হেলিকপ্টার হোক নিরাপদ যানবাহন।

The post হারিয়ে যাওয়া ঐতিহ্য সাইকেল হেলিকাপ্টার এখনো সবার হৃদয়ে গাঁথা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2P3HmdK

No comments:

Post a Comment