আশাশুনি সংবাদদাতা: আশাশুনি সদর ইউনিয়নের নাটানা গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের পক্ষে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের জেরধরে গ্রাম ডা. মৃনালের ঘরে কর্মরত মিস্ত্রি আবিদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সংখ্যালঘু পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ব্যাপারে অসহায় পরিবারটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় ভূমিদস্যু মতিয়ার ও শাহীনের বিরুদ্ধে গ্রাম ডা. সুদয় মন্ডলের ভিটাবাড়ির জমি জবর দখলের চেষ্টার অভিযোগ খবর প্রকাশিত হয়। উক্ত খবরের জের ধরে পত্রিকায় খবর পড়ার পর সকালে মতিয়ার গাজীর ব্যবহৃত ০১৭৭৫-৯২২০২০ নং মোবাইল ফোনে প্রথমে রাজ মিস্ত্রি আবিদকে প্রশাসেনর পরিচয় দিয়ে কাজ না করার জন্য হুমকি দেয় এবং পরে ডা. মৃনালকে প্রকাশ্য দিবালোকে জীবননাশের হুমকি দেয়। শ্রীউলা গ্রামের আব্দুল হকের ছেলে শাহীন, মতিয়ার ও ফজলের নেতৃত্বে একটি সংঘবদ্ধচক্র মন্দিরের জমি দখল করে বসতবাড়ি নির্মাণসহ এ ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছে বলে এলাকাবাসী জানান। এই চক্রটির হাত থেকে রক্ষা পেতে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় ও অসহায় মানুষ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
The post আশাশুনিতে সংবাদ প্রকাশের জের ধরে ডা. মৃণালকে জীবননাশের হুমকি! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r7pmxs
No comments:
Post a Comment