Sunday, February 28, 2021

কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে এন্তাজ আলী গাজী (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামের আক্কাস আলী গাজীর ছেলে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, রবিবার দুপুরের দিকে এন্তাজ আলী পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের তেঁতুল গাছে দড়ির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে উপ-পরিদর্শক ওহিদুর রহমান ঘটনাস্থলে যান।
উপ-পরিদর্শক ওহিদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

The post কালিগঞ্জে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dU8AxL

No comments:

Post a Comment