Thursday, February 25, 2021

বিচাপ্রার্থী মানুষের কল্যাণে বিচারকরা সব সময় পাশে থাকবে: শেখ মফিজুর রহমান https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, বিচাপ্রার্থী মানুষের কল্যাণের জন্য বিচারকরা সব সময় পাশে থাকবে। তিনি আরও বলেন, একটা ভালো কাজ, একটা কল্যাণকর কাজ যেখানেই করিনা কেন- তার প্রভাব সুদূর প্রসারী, তার প্রভাব সার্বজনীন এবং সর্বজনীন।
তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির লিফট এবং পানির ফুয়ারার ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন। এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজামসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ এবং আইনজীবী ও আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সময় আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বিচাপ্রার্থী মানুষের জন্য আদালত প্রাঙ্গণ কতখানি কল্যাণকর করা যায়। কোন কাজ শুধুমাত্র শুরু করলেই হবেনা, আমরা যেন এর শেষ দেখে যেতে পারি। তিনি লিফট এবং ফুয়ারার মতো একটি সেবা মূলক কাজের প্রশংসা করে বলেন, মানুষের মনের আনন্দ এবং শারিরিক বিষয় সব কিছুকেই যেন এ্যাড্রেস করা যায়। অবশ্যই এটা একটা ভালো কাজ এবং কল্যাণকর কাজ।
এছাড়া সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সন্ধ্যায় আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের দেওয়া পুরস্কার বিতরণী এবং সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

The post বিচাপ্রার্থী মানুষের কল্যাণে বিচারকরা সব সময় পাশে থাকবে: শেখ মফিজুর রহমান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pYtWfU

No comments:

Post a Comment