Thursday, February 25, 2021

লিডার্সের উদ্যোগে বিনামূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প https://ift.tt/eA8V8J

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজেনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড ও ফ্রেন্ডশিপ হাসপাতালের সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারি লিডার্সের প্রধান কার্যালয়ে বিনামূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট চিকিৎসক তাসনুভা আফরিন, এমবিবিএস (আইএমসিএস), পিজিটি (গাইনি এন্ড অবস্), আরএমও, এফএইসএস। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের ডা. মোসা. আনজুমান আরা, কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্), এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (গাইনি এন্ড অবস্) এবং ডা. এলিজাবেথ সরকার, এমবিবিএস, (এসবিএমসিএইচ), সিএমইউ (আল্ট্রা)। উক্ত ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রে ৯০ জন এর অধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
জরায়ু, স্তন, মুত্রনালী এবং গর্ভকালীন সমস্যাসহ অন্যান্য বিষয়ে চিকিৎসা সেবা নেন এসব নারী। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এছাড়া এসব রোগীদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করা হয়।

The post লিডার্সের উদ্যোগে বিনামূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3utRtZE

No comments:

Post a Comment