Monday, February 22, 2021

খুলনা বিভাগীয় স্বর্ণ কিশোরী সম্মেলনে প্রজ্ঞা পারমিতা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের দ্বাদশ বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রজ্ঞা পারমিতা রহমানের নেতৃত্বে ও উপস্থাপনায় হয়ে গেল খুলনা বিভাগীয় স্বর্ণ কিশোরী সম্মেলন।

স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে খুলনা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় কৈশোরী কালীন পুষ্টি বিষয়ক ‘লির্ডারস মিট’ সম্মেলন। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান ফারজানা ব্রাউনিয়ার সভপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষক) ড. প্রবীর কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন, খুলনা জেলা পুলিশ সুপার এস,এম শফিউল্লাহ (বিপিএম)। ইউনিসেফের সহযোগিতায় এ সম্মেলনে খুলনা বিভাগের ১০টি জেলার কিশোর-কিশোরী লিডার ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

এদিকে, সাতক্ষীরার কন্যা প্রজ্ঞা পরিমিতা রহমান জাতীয় আঞ্চলিক পর্যয়ে নিয়মিত কর্মকান্ড ও প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করায় ভূয়াসী প্রশংসা অর্জন করে চলেছে।

প্রজ্ঞার বাবা সাহিদুর রহমান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক খুলনা কেডিএ ব্রাঞ্চ ম্যানেজার এবং মা নাজমুন নাহার তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার। প্রজ্ঞা ২০১৮-১৯ সালে শ্রেষ্ঠ স্বর্ণ কিশোরী। জেএসসি, এসএসসিতে সর্বোচ্চ মেধা তালিকা এবং বৃত্তিপ্রাপ্ত। এসএসসিতে ১৩০০ নাম্বারের মধ্যে ১২০১নাম্বার অর্জন করে। ২০১৮ সালে রাষ্ট্রপতির নিকট থেকে জাতীয় শিশু পুরস্কার গ্রহণ করে।

২০১৯ সালে শিশু একাডেমীতে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যয়ে পুরস্কৃত হয়। ২০১৭ সালে সেরা স্বর্ণ কিশোরী এবং ক্লাবের পুরস্কার অর্জন করে। সর্বশেষ বিভাগীয় প্রশাসন খুলনার আয়োজনে অনলাইন বিতর্ক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দলনেতা ও ৭টি বিতর্কের সবকয়টিতে শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন। এছাড়া অনলাইন ভিত্তিক নির্ভীক পথচলার উপস্থাপক, স্বর্ণ কিশোরীদের ‘লেটস টক’ অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করছে প্রজ্ঞা। পাশাপাশি হ্যালো বিডি নিউজ ২৪ ডট কম এর শিশু সাংবাদিক হিসাবেও কর্মরত রয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত ছড়াগান এর সিডিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু হিসাবে কাজের সুযোগ, ১০ জানুয়ারী ২০২০ সালে কলকাতার নন্দনে আবৃত্তির অনুষ্ঠানে অংশ গ্রহন, নাচে বিভাগীয় পর্যায়ে একাধীক বিজয়ী, বিটিভির ৫০ বছর পূর্তিতে ধারাবাহিক গল্প বলায় বিভাগের ২য়, উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তিতে ৩টি তে বিভাগীয় প্রথম, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় পর্যায়ে অংশগ্রহণে মনোনিত, সৃজনশীল মেধা অন্বেষনা, প্রথম আলো গনিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলায় অসংখ্য পুরস্কারপ্রাপ্ত, জেলা পর্যয়ে কুইজ প্রতিযোগিতাায় একাধীক বার চ্যাম্পিয়ন সহ সর্বমোট ৬০০শতার্ধীক পুরস্কারে পুরস্কৃত হয়েছে প্রজ্ঞা। আগামী দিনের পথ চলায় সকলের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তার পরিবার।

The post খুলনা বিভাগীয় স্বর্ণ কিশোরী সম্মেলনে প্রজ্ঞা পারমিতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37BFoYH

No comments:

Post a Comment