Tuesday, February 23, 2021

সাতক্ষীরায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশনের অবহিতকরণ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: ‘সেকেন্ড চান্সে শিক্ষাদান, শেখ হাসিনার অবদান’ স্লোগানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন (পিইডিপি-৪) এর আওতায় সাতক্ষীরায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি। সভাপতিত্ব করেন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর সুজন।
সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস)’র আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহযোগিতায় অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, চায়না ব্যানার্জী, প্রধান শিক্ষক জাকির হোসেন প্রমুখ। উপস্থাপনা করেন সাসের ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান।

কর্মশালায় প্রকল্প বিষয়ে বক্তারা বলেন, সারা দেশে ১৮% শিশু শিক্ষা থেকে ঝড়ে পড়ে। এর মধ্যে ২% একেবারেই শিক্ষা থেকে বঞ্চিত। এসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বতর্মান সরকার এধরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এরকম অনেক এলাকা রয়েছে প্রায় ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। যে কারণে শিক্ষা থেকে তারা ঝড়ে পড়ে। তবে আনুষ্ঠানিক শিক্ষা যারা গ্রহণ করছেন। তারা এ উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রে শিক্ষা নিতে পারবে না। আনুষ্ঠানিক শিক্ষা থেকে যারা বঞ্চিত তারা শুধু মাত্র এ সুযোগ পাবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাসের এনজিও প্রতিনিধি মিঠু, শামীমা ইয়াসমিন প্রমুখ।

The post সাতক্ষীরায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশনের অবহিতকরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pP1Svr

No comments:

Post a Comment