Friday, February 19, 2021

বাঁকালে ছোট দোকানগুলো বহাল রাখতে জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরতলীর বাঁকাল ব্রিজের পূর্বপাশে মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তা হতে ২০ ফুট দূরত্বে দোকানগুলো বহাল রাখার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে আবেদন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

গত ১৭ ফেব্রুয়ারি ব্যবসায়ীরা ওই আবেদন জানান।
আবেদনে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর ও দৌলতপুরসহ এলাকার অসহায় মানুষ দীর্ঘদিন ধরে বাঁকাল ব্রিজ সংলগ্ন এলাকায় ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। সম্প্রতি উচ্ছেদ অভিযানের পর থেকে তারা আরও অসহায় হয়ে পড়েন। বিশেষ করে করোনাকালে তাদের আয়-রোজগারের পথ একেবারেই বন্ধ হয়ে যায়। নিরূপায় হয়ে তারা সড়ক থেকে কমপক্ষে ২০ ফুট দূরত্ব বজায় রেখে ছোট ছোট দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছেন। শুধু তাই নয়, মেডিকেল কলেজের আশে-পাশে ছোট ছোট দোকানগুলো উচ্ছেদের কারণে রোগীদের স্বজনরাও বেকায়দায় পড়েন। রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে অনেক দূরে যেতে হয়। তাই মেইন রাস্তা থেকে ২০ ফুট দূরত্বের ছোট ছোট দোকানগুলো বহাল রাখার জন্য ব্যবসায়ীরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।

The post বাঁকালে ছোট দোকানগুলো বহাল রাখতে জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3pBOVVu

No comments:

Post a Comment