Thursday, February 18, 2021

লাবসায় মৎস্য ব্যবসায়ীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা এলাকার আব্দুস সবুর নামে এক মৎস্য ব্যবসায়ীর বায়নাপত্র ক্রয়কৃত ভোগদখলীয় জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। মৎস্য ব্যবসায়ী আব্দুস সবুর লাবসা গ্রামের মৃত রহমান সানার ছেলে।

এ ঘটনায় সবুরের স্ত্রী ছাবেরা বেগম বাদি হয়ে ২ জনকে বিবাদী করে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিবাদীরা হলেন-একই এলাকার মৃত শেখ গোলাম মোস্তফার ছেলে শেখ নজরুল ইসলাম ও কন্যা কামরুন্নাহার। জানা গেছে, ২০০০ সালে চুক্তি মোতাবেক একই এলাকার নজরুল ইসলাম ও কামরুন্নাহারের কাছ থেকে লাবসা মৌজায় খতিয়ান নং ৪৬০, ডিপি ৯৯৫ দাগ, সাবেক ৬৯৪, হাল ৭২৩ দাগের ১ একর ৪০ শতক এর মধ্যে ৬৯ শতক জমি নোটারী পাবলিকের কার্যালয় থেকে ছ-১৩৪৭০৭০ নম্বর স্ট্যাম্পে লিখিত বায়নাপত্র ক্রয় করে আব্দুস সবুর। এরপর বিবাদীরা সবুরকে বায়নাপত্র ক্রয়কৃত জমি বুঝিয়ে দেয়। সেখান থেকে ওই জায়গায় ঘর বাড়ি নির্মাণ করে আব্দুস সবুর ও তার পরিবার ভোগদখল ও বসবাস করে আসছে।

একপর্যায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নজরুল ইসলাম, কামরুন্নাহার ও তাদের ভাড়াটিয়া লোকজন বে-আইনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সবুরের ক্রয়কৃত জমির উপর প্রবেশ করে সবুরের পরিবারকে জিম্মি করে ফেলে এবং ওই জমি উপর তারের কাটা বেড়া দেয়। আরও জানা যায় নজরুল ইসলাম, কামরুন্নাহার ও তাদের ভাড়াটিয়া লোকজন ওই জমির উপর দেওয়া তারের কাটা অপসারণ করলে সবুর ও তার পরিবারকে হাত, পা, ভেঙে দেবে, খুন জখম করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে সাতক্ষীরা থানায় সবুরের স্ত্রী ছাবেরা বেগম অভিযোগ করলে ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা এসআই শাহাজালাল তদন্তে আসেন বলে জানা যায়। সাতক্ষীরা থানার তদন্ত কর্মকর্তা এসআই শাহাজালাল জানান, লাবসায় জমি জমা সংক্রান্ত বিষয় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখলাম জমির উপর তারের কাটা বেড়া দেওয়া রয়েছে। তবে উভয় পক্ষে থানায় ডেকে জমির কাগজপত্র দেখতে হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন সবুর ও তার পরিবার।শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ ও মানববন্ধন

The post লাবসায় মৎস্য ব্যবসায়ীর ক্রয়কৃত জমি দখলের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NC82BR

No comments:

Post a Comment