Thursday, February 18, 2021

শ্যামনগরে হয়রানীমূলক মামলা থেকে মুক্তি চেয়ে আবেদন https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে মামলার হয়রানী থেকে মুক্তি পাওয়ার জন্য এক দিনমজুর পুলিশ মহা-পরিদর্শক, পুলিশ সুপার ও ওসি শ্যামনগর থানার নিকট গত ১১ ফেব্রুয়ারি ডাকযোগে ও ই-মেইলে আবেদন প্রেরণ করেছেন। দিন মজুর রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজের আলী গাইনের পুত্র ওমর ফারুক।

লিখিত আবেদনে ওমর ফারুক বলেন, বিজ্ঞ আমলী আদালত নং ৫, শ্যামনগর, সাতক্ষীরা থেকে জিআর ১৮৪/১৮ (শ্যাম) মামলায় গত ৮ ডিসেম্বর ২০২০ তারিখে সোরা গ্রামের ফজের আলী গাজীর পুত্র ওমর আলীর বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হয়। শ্যামনগর থানার এএসআই সাইফুল ইসলাম গত ০১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ওমর ফারুকের বাড়িতে পরোয়ানা জারী করতে যায়। সে সময় ওমর ফারুক জীবিকার তাগিদে লেবার হিসেবে শরিয়তপুরে অবস্থান করায় স্থানীয় দুই জন ব্যক্তি রাজনৈতিক শত্রুতার কারণে পরোয়ানা ইস্যুটি সনাক্ত করেন। পরবর্তীতে ওমর ফারুকের পিতা মামলার বিষয়ে অবহিত হওয়ার পরে বিজ্ঞ আদালত থেকে মামলার কাগজপত্র তুলে জানতে পারে বিজ্ঞ আমলী আদালত নং ৫, শ্যামনগর, সাতক্ষীরা থেকে জি আর ১৮৪/১৮ (শ্যাম) মামলায় গত ৮ ডিসেম্বর ২০২০ তারিখে সোরা গ্রামের ফজের আলী গাজীর পুত্র ওমর আলীর বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হয়েছে। কিন্তু উক্ত ব্যক্তি ও তার পিতার নামের সাথে ওমর ফারুকের নাম ও পিতার নাম মিল না থাকার পরেও পরোয়ানা জারী করে তাকে হয়রানী করা হচ্ছে। মামলার বাদী মরগাং গ্রামের হীরেশ মোহন মন্ডলের পুত্র ভোলানাথ মন্ডলের সাথে ওমর ফারুক যোগাযোগ করলে তিনি ওমর ফারুককে মামলায় আসামী করেননি বলে জানান। শ্যামনগর থানার এজাহার ও অভিযোগ পত্রে নাম না থাকার পরেও অহেতুক হয়রানী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওমর ফারুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা বলেন, আবেদনটি এখনও আমি পাইনি। পেলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

The post শ্যামনগরে হয়রানীমূলক মামলা থেকে মুক্তি চেয়ে আবেদন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2ZvCgJs

No comments:

Post a Comment